কলকাতা, 18 অক্টোবর : মানুষ নয় । এবার রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে । অত্যাধুনিক প্রযুক্তির এই ব্যবস্থায় নিখুঁতভাবে জানা যাবে রাস্তার হাল হকিকত ।
পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এ । পরে অ্যাকশন এরিয়া 2 ও 3-এ শুরু হবে এই ব্যবস্থা । পথঘাটের হাল ফেরাতে রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের AI কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে । নবান্ন সূত্রে খবর এমনটাই । বিশেষ ধরনের গাড়িতে লাগানো হয়েছে 360 ডিগ্রি নজরদারির ক্ষমতা সম্পন্ন GPS যুক্ত ক্যামেরা । যা নজর রাখবে রাস্তার উপর । অক্ষাংশ দ্রাঘিমার মাধ্যমে সেই তথ্য জমা হবে সার্ভারে । তারপর ভিডিয়ো অ্যানালিসিস করে সংশ্লিষ্ট রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে ।
রাস্তায় গর্ত, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী পড়ে থাকা কিংবা বেআইনি দোকান থাকলে, সেটার উপরেও নজরদারি চালাবে এই ক্যামেরা । তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । প্রজেক্ট সফল হলে প্রথমে কলকাতায় এই ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে । পরে তা প্রয়োগ করা হবে জেলাগুলিতেও ।