ETV Bharat / state

রাস্তার নজরদারিতে এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স - monitor the situation of road in kolkata

রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে ৷ পথঘাটের হাল ফেরাতে রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের AI কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Oct 18, 2019, 4:35 PM IST

কলকাতা, 18 অক্টোবর : মানুষ নয় । এবার রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে । অত্যাধুনিক প্রযুক্তির এই ব্যবস্থায় নিখুঁতভাবে জানা যাবে রাস্তার হাল হকিকত ।

পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এ । পরে অ্যাকশন এরিয়া 2 ও 3-এ শুরু হবে এই ব্যবস্থা । পথঘাটের হাল ফেরাতে রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের AI কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে । নবান্ন সূত্রে খবর এমনটাই । বিশেষ ধরনের গাড়িতে লাগানো হয়েছে 360 ডিগ্রি নজরদারির ক্ষমতা সম্পন্ন GPS যুক্ত ক্যামেরা । যা নজর রাখবে রাস্তার উপর । অক্ষাংশ দ্রাঘিমার মাধ্যমে সেই তথ্য জমা হবে সার্ভারে । তারপর ভিডিয়ো অ্যানালিসিস করে সংশ্লিষ্ট রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে ।

রাস্তায় গর্ত, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী পড়ে থাকা কিংবা বেআইনি দোকান থাকলে, সেটার উপরেও নজরদারি চালাবে এই ক্যামেরা । তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । প্রজেক্ট সফল হলে প্রথমে কলকাতায় এই ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে । পরে তা প্রয়োগ করা হবে জেলাগুলিতেও ।

কলকাতা, 18 অক্টোবর : মানুষ নয় । এবার রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে । অত্যাধুনিক প্রযুক্তির এই ব্যবস্থায় নিখুঁতভাবে জানা যাবে রাস্তার হাল হকিকত ।

পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এ । পরে অ্যাকশন এরিয়া 2 ও 3-এ শুরু হবে এই ব্যবস্থা । পথঘাটের হাল ফেরাতে রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের AI কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে । নবান্ন সূত্রে খবর এমনটাই । বিশেষ ধরনের গাড়িতে লাগানো হয়েছে 360 ডিগ্রি নজরদারির ক্ষমতা সম্পন্ন GPS যুক্ত ক্যামেরা । যা নজর রাখবে রাস্তার উপর । অক্ষাংশ দ্রাঘিমার মাধ্যমে সেই তথ্য জমা হবে সার্ভারে । তারপর ভিডিয়ো অ্যানালিসিস করে সংশ্লিষ্ট রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে ।

রাস্তায় গর্ত, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী পড়ে থাকা কিংবা বেআইনি দোকান থাকলে, সেটার উপরেও নজরদারি চালাবে এই ক্যামেরা । তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । প্রজেক্ট সফল হলে প্রথমে কলকাতায় এই ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে । পরে তা প্রয়োগ করা হবে জেলাগুলিতেও ।

Intro:কলকাতা, 18 অক্টোবর: আর মানুষ নয়। এবার রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। অত্যাধুনিক প্রযুক্তির এই ব্যবস্থায় নিখুঁত ভাবে জানা যাবে রাস্তার হাল হকিকত। পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১-এ। পরে অ্যাকশন এরিয়া ২ ও ৩-এও শুরু হবে এই ব্যবস্থা।Body:রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের AI কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে পথের হাল ফেরাতে। নবান্ন সূত্রে খবর এমনটাই। বিশেষ ধরনের গাড়িতে লাগানো হয়েছে ৩৬০ ডিগ্রী নজরদারির ক্ষমতা সম্পন্ন জিপিএস যুক্ত ক্যামেরা। যা নজর রাখবে নজর রাখবে রাস্তার হালের উপর। অক্ষাংশ দ্রাঘিমার মাধ্যমে সেই তথ্য সঞ্চিত রাখবে সার্ভারে। ভিডিও অ্যানালিসিস করে সেই রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।Conclusion:রাস্তার গর্ত এবং একই ধরনের বিষয় ছাড়াও রাস্তার ধারে নির্মাণ সামগ্রী বোঝাই করা থাকলে, বেআইনি দোকান থাকলে, সেটার ওপরেও নজরদারি চালাবে এই ক্যামেরা। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে। প্রকল্প সফল হলে প্রথমে কলকাতায় এই ইন্টেলিজেন্সের ব্যবহার হবে। পরে তা ছড়িয়ে দেওয়া হবে জেলাতেও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.