ETV Bharat / state

Terrorist Arrested from Dhaka: ছাত্রাবস্থায়ই বিয়ে, স্ত্রীকেও জঙ্গি প্রশিক্ষণ দিত আবু তালহা - কলকাতা পুলিশ

বাংলাদেশে আবু তালহা নামে এক আলহা নামে এক আল কায়দা জঙ্গি ধরা পড়েছে ৷ সে দীর্ঘদিন ভারতে আত্মগোপন করেছিল ৷ তদন্তে বাংলাদেশ পুলিশ জানতে পেরেছে যে সে তার স্ত্রীকেও জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে ৷

Kolkata Police
Kolkata Police
author img

By

Published : Jul 6, 2023, 8:23 PM IST

কলকাতা, 6 জুলাই: মোস্ট ওয়ান্টেড আল কায়েদা জঙ্গি আবু তালহা ওরফে ইকরামুল হককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ৷ তার পর তারা জানতে পেরেছে 2018 সালে বাংলাদেশে ছাত্র থাকা অবস্থায় ফারিয়া আফরিন আনিকার নামে এক যুবতীকে বিয়ে করে একরামুল হক । এরপরেই তাদের এক সন্তান জন্মায় । সদ্য বিবাহিতা ফারিয়া আফরিন আনিকারকে নিজের জঙ্গি সংগঠনে যুক্ত করে মোস্ট ওয়ান্টেড আল কায়েদা জঙ্গি একরামুল হক ওরফে আবু তালহা ।

জানা গিয়েছে, এরপরই নিজে এবং তার স্ত্রীর বেশভূষা পরিবর্তন করে বাংলাদেশ থেকে প্রথম পা রাখে কোচবিহারে । স্ত্রী সন্তানকে নিয়ে আত্মগোপন করার সঙ্গে সঙ্গে পড়াশোনায় মেধাবী ছাত্র একরামুল হক বিভিন্ন নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে আল কায়েদা জঙ্গি সংগঠনে বিভিন্ন বেকার যুবক-যুবতীদের সামিল করতে থাকে ৷ স্ত্রীকে সঙ্গে নিয়েই অনলাইনে বিভিন্ন নতুন জঙ্গি সদস্যদের আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ভিডিয়ো দেখিয়ে তাদের মগজধোলাই করে ৷ বিভিন্ন বিতর্কিত বক্তৃতার ভিডিয়ো দেখিয়ে জেহাদি ভাবধারার বীজ ওই যুবক যুবতীদের মনে ঢোকানোর চেষ্টা করে সে ৷

তবে কোচবিহার জেলা পুলিশ ও রাজ্যের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের তাড়া খেয়ে প্রথমে কলকাতা এবং কলকাতার পর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় স্ত্রী সন্তানকে নিয়ে আত্মগোপন করতে থাকে আবু তালহা । লালবাজার সূত্রের খবর, বিভিন্ন অ্যাপ তৈরি করে কলকাতার বিভিন্ন জায়গায় বসে টেলিগ্রাম এবং বিশেষ কয়েকটি অ্যাপের মাধ্যমে ইকরামুল হক ওরফে আবু তালহা আল কায়দা জঙ্গি সংগঠনের একাধিক নাম করা নেতা ওয়াসিম অমর এবং মওলানা ওসমান গনি-সহ একাধিক ওয়ান্টেড নেতার সঙ্গে রোজই যোগাযোগ রাখত । এই সকল শীর্ষস্তরের জঙ্গি নেতারা ইকরামুলের কাজে খুশি হয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ইন ইন্ডিয়া সাব কন্টিনেন্ট (আকিস) এর তরফ থেকে তাকে আমির পদ দেয় ।

ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ ধৃত এই জঙ্গির স্ত্রী ফারিয়া আফরিন আনিকার সঙ্গে কথা বলছে । স্ত্রী ফারিয়া আফরিন আনিকাকেও নিজের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করেছিল বলে পুলিশ অভিযোগ করছে ৷ ফলে জঙ্গিদের বিভিন্ন খুঁটিনাটি তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে পারেন এই ধৃত জঙ্গি নেতার স্ত্রী, এমনটাই অনুমান পুলিশের । এই বিষয়ে লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে ধৃত আল-কায়েদা জঙ্গি একরামুল হক ওরফে আবু তালহার স্ত্রী ফারিয়া আফরিন আনিকার সঙ্গেও কথা বলা হবে ।

আরও পড়ুন: লালবাজারের তথ্য পেয়ে ঢাকায় আত্মগোপন করে থাকা আল কায়দা জঙ্গি গ্রেফতার

কলকাতা, 6 জুলাই: মোস্ট ওয়ান্টেড আল কায়েদা জঙ্গি আবু তালহা ওরফে ইকরামুল হককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ৷ তার পর তারা জানতে পেরেছে 2018 সালে বাংলাদেশে ছাত্র থাকা অবস্থায় ফারিয়া আফরিন আনিকার নামে এক যুবতীকে বিয়ে করে একরামুল হক । এরপরেই তাদের এক সন্তান জন্মায় । সদ্য বিবাহিতা ফারিয়া আফরিন আনিকারকে নিজের জঙ্গি সংগঠনে যুক্ত করে মোস্ট ওয়ান্টেড আল কায়েদা জঙ্গি একরামুল হক ওরফে আবু তালহা ।

জানা গিয়েছে, এরপরই নিজে এবং তার স্ত্রীর বেশভূষা পরিবর্তন করে বাংলাদেশ থেকে প্রথম পা রাখে কোচবিহারে । স্ত্রী সন্তানকে নিয়ে আত্মগোপন করার সঙ্গে সঙ্গে পড়াশোনায় মেধাবী ছাত্র একরামুল হক বিভিন্ন নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে আল কায়েদা জঙ্গি সংগঠনে বিভিন্ন বেকার যুবক-যুবতীদের সামিল করতে থাকে ৷ স্ত্রীকে সঙ্গে নিয়েই অনলাইনে বিভিন্ন নতুন জঙ্গি সদস্যদের আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ভিডিয়ো দেখিয়ে তাদের মগজধোলাই করে ৷ বিভিন্ন বিতর্কিত বক্তৃতার ভিডিয়ো দেখিয়ে জেহাদি ভাবধারার বীজ ওই যুবক যুবতীদের মনে ঢোকানোর চেষ্টা করে সে ৷

তবে কোচবিহার জেলা পুলিশ ও রাজ্যের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের তাড়া খেয়ে প্রথমে কলকাতা এবং কলকাতার পর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় স্ত্রী সন্তানকে নিয়ে আত্মগোপন করতে থাকে আবু তালহা । লালবাজার সূত্রের খবর, বিভিন্ন অ্যাপ তৈরি করে কলকাতার বিভিন্ন জায়গায় বসে টেলিগ্রাম এবং বিশেষ কয়েকটি অ্যাপের মাধ্যমে ইকরামুল হক ওরফে আবু তালহা আল কায়দা জঙ্গি সংগঠনের একাধিক নাম করা নেতা ওয়াসিম অমর এবং মওলানা ওসমান গনি-সহ একাধিক ওয়ান্টেড নেতার সঙ্গে রোজই যোগাযোগ রাখত । এই সকল শীর্ষস্তরের জঙ্গি নেতারা ইকরামুলের কাজে খুশি হয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ইন ইন্ডিয়া সাব কন্টিনেন্ট (আকিস) এর তরফ থেকে তাকে আমির পদ দেয় ।

ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ ধৃত এই জঙ্গির স্ত্রী ফারিয়া আফরিন আনিকার সঙ্গে কথা বলছে । স্ত্রী ফারিয়া আফরিন আনিকাকেও নিজের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করেছিল বলে পুলিশ অভিযোগ করছে ৷ ফলে জঙ্গিদের বিভিন্ন খুঁটিনাটি তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে পারেন এই ধৃত জঙ্গি নেতার স্ত্রী, এমনটাই অনুমান পুলিশের । এই বিষয়ে লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে ধৃত আল-কায়েদা জঙ্গি একরামুল হক ওরফে আবু তালহার স্ত্রী ফারিয়া আফরিন আনিকার সঙ্গেও কথা বলা হবে ।

আরও পড়ুন: লালবাজারের তথ্য পেয়ে ঢাকায় আত্মগোপন করে থাকা আল কায়দা জঙ্গি গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.