ETV Bharat / state

Arpita Mukherjee: কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে - Preparations are being made in Bankshall Court

ফের ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে । কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে তৈরি ছিল প্রশাসন ৷ গোটা আদালত চত্বরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে(Preparations are being made in Bankshall Court)৷

Arpita Mukherjee
আদালতে তোলা হবে অর্পিতাকে
author img

By

Published : Jul 25, 2022, 12:20 PM IST

Updated : Jul 25, 2022, 4:27 PM IST

কলকাতা, 25 জুলাই: ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ সিজিও কমপ্লেক্স থেকে প্রথমে জোকা ইএসআই- হাসপতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় অর্পিতাকে ৷ সেখান থেকে তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছে(Preparations are being made in Bankshall Court)। আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রত সিংয়ের নির্দেশে আজ ফের তাঁকে আদালতে পেশ করার কথা থাকলেও তিনি না থাকায় সিবিআই তৃতীয় স্পেশাল কোর্টে তোলা হয়েছে অর্পিতাকে ৷

অর্পিতার আসার আগেই সকাল থেকে ব্যাঙ্কশাল আদালত চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ নগর দায়রা আদালতের প্রবেশ পথের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । সংবাদ মাধ্যমকেও ব্যারিকেডের বাইরে থেকেই ছবি-ভিডিয়ো তোলার নির্দেশে দিয়েছে প্রশাসনের তরফে। এর আগে রবিবার আদালত চত্বরে অর্পিতাকে ঘিরে যে হুড়োহুড়ি পড়ে যায় সেটা আটকাতেই ব্যারিকেডের ব্যবস্থা। নির্দিষ্ট প্রয়োজন ছাড়া কাউকেই আদালতের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না ৷ উৎসুক জনতাও যাতে অকারণে ভিড় না করে সেদিকেও নজর রাখছে প্রশাসন ৷

এর আগে রবিবার দীর্ঘ সওয়াল জবাবের পর ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রত সিংহ অর্পিতাকে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ৷ ইডিকে বেশ কিছু শর্তও দেন বিচারক ৷ নির্দেশ দেওয়া হয় ,রাত 9টার পর অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন : 'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি

এছাড়া প্রতি 24 ঘণ্টায় তাঁর শারীরিক পরীক্ষা করতে হবে। প্রয়োজন অনুযায়ী সেই রিপোর্ট আদলতে পেশ করতে হবে । জিজ্ঞাসাবাদের সময় একজন আইনজীবী ও একজন মহিলা অফিসার থাকতেই হবে । ইচ্ছা অনুযায়ী অর্পিতার আইনজীবী তাঁর সঙ্গে দেখা করবে পারবেন ।

উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি । উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, সোনার গয়না । পাশাপাশি তাঁর বাড়ি থেকে এসএসসির কিছু নথিও নাকি পাওয়া গিয়েছে ৷ সলবমিলিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তদন্তকারীরা ৷ তাই ইডি আজকেও অর্পিতাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা, 25 জুলাই: ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ সিজিও কমপ্লেক্স থেকে প্রথমে জোকা ইএসআই- হাসপতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় অর্পিতাকে ৷ সেখান থেকে তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছে(Preparations are being made in Bankshall Court)। আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রত সিংয়ের নির্দেশে আজ ফের তাঁকে আদালতে পেশ করার কথা থাকলেও তিনি না থাকায় সিবিআই তৃতীয় স্পেশাল কোর্টে তোলা হয়েছে অর্পিতাকে ৷

অর্পিতার আসার আগেই সকাল থেকে ব্যাঙ্কশাল আদালত চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ নগর দায়রা আদালতের প্রবেশ পথের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । সংবাদ মাধ্যমকেও ব্যারিকেডের বাইরে থেকেই ছবি-ভিডিয়ো তোলার নির্দেশে দিয়েছে প্রশাসনের তরফে। এর আগে রবিবার আদালত চত্বরে অর্পিতাকে ঘিরে যে হুড়োহুড়ি পড়ে যায় সেটা আটকাতেই ব্যারিকেডের ব্যবস্থা। নির্দিষ্ট প্রয়োজন ছাড়া কাউকেই আদালতের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না ৷ উৎসুক জনতাও যাতে অকারণে ভিড় না করে সেদিকেও নজর রাখছে প্রশাসন ৷

এর আগে রবিবার দীর্ঘ সওয়াল জবাবের পর ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রত সিংহ অর্পিতাকে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ৷ ইডিকে বেশ কিছু শর্তও দেন বিচারক ৷ নির্দেশ দেওয়া হয় ,রাত 9টার পর অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন : 'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি

এছাড়া প্রতি 24 ঘণ্টায় তাঁর শারীরিক পরীক্ষা করতে হবে। প্রয়োজন অনুযায়ী সেই রিপোর্ট আদলতে পেশ করতে হবে । জিজ্ঞাসাবাদের সময় একজন আইনজীবী ও একজন মহিলা অফিসার থাকতেই হবে । ইচ্ছা অনুযায়ী অর্পিতার আইনজীবী তাঁর সঙ্গে দেখা করবে পারবেন ।

উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি । উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, সোনার গয়না । পাশাপাশি তাঁর বাড়ি থেকে এসএসসির কিছু নথিও নাকি পাওয়া গিয়েছে ৷ সলবমিলিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তদন্তকারীরা ৷ তাই ইডি আজকেও অর্পিতাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Jul 25, 2022, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.