ETV Bharat / state

টেবিল টেনিস বোর্ডে মুখোমুখি অরূপ-সুজিত, বিধানসভার বাইরে দুই মন্ত্রীর জমজমাট লড়াই - Sujit Bose

Aroop Biswas and Sujit Bose play Table Tennis: এক মন্ত্রীর ডাকে সাড়া দিলেন আরেক মন্ত্রী ৷ নেতাজি ইন্ডোরে শুরু হল অরূপ ও সুজিতের মুখোমুখি সমর ৷ টেবিল টেনিসে কে জিতল, কে হারল ?

ETV Bharat
নেতাজি ইন্ডোরে সুজিত বসুর সঙ্গে টেবিল টেনিস খেলছেন অরূপ বিশ্বাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 1:39 PM IST

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টেবিল টেনিস খেলায় মেতে উঠলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু

কলকাতা, 7 জানুয়ারি: মুখোমুখি যুযুধান রাজ্যের দুই মন্ত্রী ৷ বিধানসভার বাইরে দুই মন্ত্রীর দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ বিধানসভার বাইরে মন্ত্রীদের এই লড়াই সবাইকে চমকে দিয়েছে ৷ আর এই লড়াইয়ের ঘটনাস্থল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ৷ 85 তম ইউটিটি ইয়ুথ অ্যান্ড জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা পরেই স্টেডিয়ামে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ ততক্ষণে প্রতিযোগিতার মার্চ পাস্ট, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে ৷ ক্রীড়ামন্ত্রী ততক্ষণে প্রোটোকলের ঘেরাটোপকে দুচ্ছাই বলে টেবিল টেনিস বোর্ডের সামনে চলে গিয়েছেন ৷ আয়োজক রাজ্য সংস্থার কর্তাদের কাছ থেকে ব্যাট চাইছেন ৷ কারন, তিনি খেলবেন ৷ সেখানে তখন উপস্থিত প্রাক্তন খেলোয়াড় এবং বাংলা দলের সঙ্গে যুক্ত সৌরভ চক্রবর্তী ৷ তাঁকে দেখেই টেবিলের অপর প্রান্তে দাঁড়াতে বললেন ক্রীড়ামন্ত্রী ৷

সৌরভ চক্রবর্তী ব্যাট নিয়ে মন্ত্রীমশাইয়ের অপর দিকে দাঁড়াতে যাবেন ৷ ঠিক এমন সময় স্টেডিয়ামে প্রবেশ দমকলমন্ত্রী সুজিত বসুর ৷ তিনি স্টেডিয়ামে ঢুকে মঞ্চের দিকে না ঢুকে চলে আসেন টেবিল টেনিস বোর্ডে ৷ ক্রীড়ামন্ত্রী তখন বল নাচাচ্ছেন ৷ তা দেখে দমকল মন্ত্রীর রসিকতা, "আর বল নাচাস না ৷ ব্যাটটা আসতে দে, দেখছি ৷ কলেজে আমিও খেলতাম রে ৷"

টেবিল টেনিস বোর্ডে দুই মন্ত্রীর দ্বৈরথ ৷ জাতীয় আসরের বিঘ্নিত প্রথম দিন ঘিরে যে মনমরা ভাব স্টেডিয়ামে ছিল, তা মুহূর্তে উধাও ৷ সবাই মন্ত্রীদ্বয়ের টেবিল টেনিসের পারদর্শিতা দেখতে উৎসুক ৷ প্রথমে গা ঘামানোর জন্য সামান্য রালি ৷ তারপর ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব, "চল ম্যাচ খেলি ৷" প্রস্তাব সাদরে গ্রহণ করলেন সুজিত বসু ৷

তারপর ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, রালিতে দুজনেই বোঝালেন কলেজ জীবনে চর্চাটা ভালোই ছিল ৷ মন্ত্রিত্ব এবং রাজনৈতিক ব্যস্ততায় সেই চর্চায় মরচে ধরেছে ৷ অরূপ বিশ্বাস বললেন, "খেলতে ভালোই লাগে ৷ সময় পাই না তো ৷ সুজিতের সঙ্গে ম্যাচটা বেশ লাগল ৷" 6-6 ব্যবধানে ম্যাচ টাই ৷

সুজিত বসু বলেন, "নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম ৷ কলেজে কত খেলেছি ৷ দেখছিলাম, ফিটনেসটা আছে কি না, বেশ লাগল ৷ এই যে জাতীয় আসর বসেছে, তা প্রশংসনীয় ৷ আমাদের রাজ্যে যত বেশি খেলা হবে, তত খেলোয়াড় উঠে আসবে ৷ অন্য রাজ্য থেকেও এসেছে ৷ লড়াই জমজমাট হবে ৷" সারাদিন রাজনৈতিক কূটকাচালির মাঝে দুই মন্ত্রীর টেবিল টেনিস বোর্ডে মুখোমুখি যুদ্ধ ৷ উৎসবের আবহে তাজা হাওয়া ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ মেলা চালু করতে এসে গোষ্ঠী কোন্দলে বিপাকে মন্ত্রী অরূপ !
  2. গঙ্গাসাগর মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুজিত বসু
  3. ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টেবিল টেনিস খেলায় মেতে উঠলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু

কলকাতা, 7 জানুয়ারি: মুখোমুখি যুযুধান রাজ্যের দুই মন্ত্রী ৷ বিধানসভার বাইরে দুই মন্ত্রীর দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ বিধানসভার বাইরে মন্ত্রীদের এই লড়াই সবাইকে চমকে দিয়েছে ৷ আর এই লড়াইয়ের ঘটনাস্থল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ৷ 85 তম ইউটিটি ইয়ুথ অ্যান্ড জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা পরেই স্টেডিয়ামে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ ততক্ষণে প্রতিযোগিতার মার্চ পাস্ট, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে ৷ ক্রীড়ামন্ত্রী ততক্ষণে প্রোটোকলের ঘেরাটোপকে দুচ্ছাই বলে টেবিল টেনিস বোর্ডের সামনে চলে গিয়েছেন ৷ আয়োজক রাজ্য সংস্থার কর্তাদের কাছ থেকে ব্যাট চাইছেন ৷ কারন, তিনি খেলবেন ৷ সেখানে তখন উপস্থিত প্রাক্তন খেলোয়াড় এবং বাংলা দলের সঙ্গে যুক্ত সৌরভ চক্রবর্তী ৷ তাঁকে দেখেই টেবিলের অপর প্রান্তে দাঁড়াতে বললেন ক্রীড়ামন্ত্রী ৷

সৌরভ চক্রবর্তী ব্যাট নিয়ে মন্ত্রীমশাইয়ের অপর দিকে দাঁড়াতে যাবেন ৷ ঠিক এমন সময় স্টেডিয়ামে প্রবেশ দমকলমন্ত্রী সুজিত বসুর ৷ তিনি স্টেডিয়ামে ঢুকে মঞ্চের দিকে না ঢুকে চলে আসেন টেবিল টেনিস বোর্ডে ৷ ক্রীড়ামন্ত্রী তখন বল নাচাচ্ছেন ৷ তা দেখে দমকল মন্ত্রীর রসিকতা, "আর বল নাচাস না ৷ ব্যাটটা আসতে দে, দেখছি ৷ কলেজে আমিও খেলতাম রে ৷"

টেবিল টেনিস বোর্ডে দুই মন্ত্রীর দ্বৈরথ ৷ জাতীয় আসরের বিঘ্নিত প্রথম দিন ঘিরে যে মনমরা ভাব স্টেডিয়ামে ছিল, তা মুহূর্তে উধাও ৷ সবাই মন্ত্রীদ্বয়ের টেবিল টেনিসের পারদর্শিতা দেখতে উৎসুক ৷ প্রথমে গা ঘামানোর জন্য সামান্য রালি ৷ তারপর ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব, "চল ম্যাচ খেলি ৷" প্রস্তাব সাদরে গ্রহণ করলেন সুজিত বসু ৷

তারপর ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, রালিতে দুজনেই বোঝালেন কলেজ জীবনে চর্চাটা ভালোই ছিল ৷ মন্ত্রিত্ব এবং রাজনৈতিক ব্যস্ততায় সেই চর্চায় মরচে ধরেছে ৷ অরূপ বিশ্বাস বললেন, "খেলতে ভালোই লাগে ৷ সময় পাই না তো ৷ সুজিতের সঙ্গে ম্যাচটা বেশ লাগল ৷" 6-6 ব্যবধানে ম্যাচ টাই ৷

সুজিত বসু বলেন, "নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম ৷ কলেজে কত খেলেছি ৷ দেখছিলাম, ফিটনেসটা আছে কি না, বেশ লাগল ৷ এই যে জাতীয় আসর বসেছে, তা প্রশংসনীয় ৷ আমাদের রাজ্যে যত বেশি খেলা হবে, তত খেলোয়াড় উঠে আসবে ৷ অন্য রাজ্য থেকেও এসেছে ৷ লড়াই জমজমাট হবে ৷" সারাদিন রাজনৈতিক কূটকাচালির মাঝে দুই মন্ত্রীর টেবিল টেনিস বোর্ডে মুখোমুখি যুদ্ধ ৷ উৎসবের আবহে তাজা হাওয়া ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ মেলা চালু করতে এসে গোষ্ঠী কোন্দলে বিপাকে মন্ত্রী অরূপ !
  2. গঙ্গাসাগর মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুজিত বসু
  3. ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.