ETV Bharat / state

11 ভাষায় কোরোনার খোঁজ দেবে 'আরোগ্য সেতু' - শরীরে কোরোনা ভাইরাস নির্ণয়ে 11 টি ভাষায় লঞ্চ হল 'আরোগ্য সেতু' অ্যাপ

সম্প্রতি 'আরোগ্য সেতু' নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয় । এই অ্যাপ ব্যবহারকারী খুব সহজেই নির্ণয় করতে পারবেন তাঁর শরীরে কোরোনা বাসা বেঁধেছে কি না । এই অ্যাপটিকে মোট 11 টি ভাষায় লঞ্চ করা হয়েছে ৷

arogya app in 11 languages to detect corona
শরীরে কোরোনা ভাইরাস নির্ণয়ে 11 টি ভাষায় লঞ্চ হল 'আরোগ্য সেতু' অ্যাপ
author img

By

Published : Apr 3, 2020, 8:06 PM IST

কলকাতা, 3 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা ভাইরাস সংক্রমণ ৷ সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাও সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2 হাজারেরও বেশি ৷ ফলে চিন্তায় পড়েছে সবাই ৷ তাই সম্প্রতি 'আরোগ্য সেতু' নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয় । এই অ্যাপ ব্যবহারকারী খুব সহজেই নির্ণয় করতে পারবেন তাঁর শরীরে কোরোনা বাসা বেঁধেছে কি না । এই অ্যাপটিকে মোট 11 টি ভাষায় লঞ্চ করা হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সম্প্রতি এই অ্যাপটি লঞ্চ করেছে ৷ এই মোবাইল অ্যাপটি Android ও iOS এই দুই প্লাটফর্মেই উপলব্ধ করা হয়েছে । Google play store - এ গিয়ে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে নিজের ফোনে । তারপর ব্যবহার করা যাবে এটি । নিজের নাম ও সাধারণ কয়েকটি তথ্য চাওয়া হবে ব্যবহারকারীর কাছে । এরপর দ্রুত এই অ্যাপটি আপনাকে বলে দেবে আপনি সুরক্ষিত কি না অর্থাৎ ব্যবহারকারী কোরোনায় আক্রান্ত কি না । এই অ্যাপটি ব্যবহারকারীকে বলে দেবে তিনি সেই মুহূর্তে যে জায়গায় বা লোকেশন থেকে অ্যাপটি ব্যবহার করছেন তাঁর চারপাশে আর কেউ কোরোনায় আক্রান্ত কি না ।

এছাড়াও এই অ্যাপটিতে রাজ্যের সবকটি হেল্পলাইন নম্বর ও কোরোনা সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে । অত্যাধুনিক ব্লুটুথ টেকনোলজি, অ্যালগারিদম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই অ্যাপটি কাজ করে । অ্যাপটি 11 টি ভাষায় রয়েছে । অ্যাপটি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে তৈরি করা হয়েছে । যাঁরা কোরোনায় আক্রান্ত তাঁদের বিস্তারিত তথ্য, নথিবদ্ধ রয়েছে। এই সব তথ্য অ্যাপটির মাধ্য়মে পাওয়া যাবে ।

কলকাতা, 3 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা ভাইরাস সংক্রমণ ৷ সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাও সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2 হাজারেরও বেশি ৷ ফলে চিন্তায় পড়েছে সবাই ৷ তাই সম্প্রতি 'আরোগ্য সেতু' নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয় । এই অ্যাপ ব্যবহারকারী খুব সহজেই নির্ণয় করতে পারবেন তাঁর শরীরে কোরোনা বাসা বেঁধেছে কি না । এই অ্যাপটিকে মোট 11 টি ভাষায় লঞ্চ করা হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সম্প্রতি এই অ্যাপটি লঞ্চ করেছে ৷ এই মোবাইল অ্যাপটি Android ও iOS এই দুই প্লাটফর্মেই উপলব্ধ করা হয়েছে । Google play store - এ গিয়ে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে নিজের ফোনে । তারপর ব্যবহার করা যাবে এটি । নিজের নাম ও সাধারণ কয়েকটি তথ্য চাওয়া হবে ব্যবহারকারীর কাছে । এরপর দ্রুত এই অ্যাপটি আপনাকে বলে দেবে আপনি সুরক্ষিত কি না অর্থাৎ ব্যবহারকারী কোরোনায় আক্রান্ত কি না । এই অ্যাপটি ব্যবহারকারীকে বলে দেবে তিনি সেই মুহূর্তে যে জায়গায় বা লোকেশন থেকে অ্যাপটি ব্যবহার করছেন তাঁর চারপাশে আর কেউ কোরোনায় আক্রান্ত কি না ।

এছাড়াও এই অ্যাপটিতে রাজ্যের সবকটি হেল্পলাইন নম্বর ও কোরোনা সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া রয়েছে । অত্যাধুনিক ব্লুটুথ টেকনোলজি, অ্যালগারিদম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই অ্যাপটি কাজ করে । অ্যাপটি 11 টি ভাষায় রয়েছে । অ্যাপটি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে তৈরি করা হয়েছে । যাঁরা কোরোনায় আক্রান্ত তাঁদের বিস্তারিত তথ্য, নথিবদ্ধ রয়েছে। এই সব তথ্য অ্যাপটির মাধ্য়মে পাওয়া যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.