ETV Bharat / state

Arjun Singh: মদন-বাণ সামলানোর পরই অর্জুনের নিশানায় পুলিশ, অস্বস্তি তৃণমূলে

উত্তর 24 পরগনার ব্যারাকপুরে শুটআউটের ঘটনার পর থেকে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সাংসদ অর্জুন সিং ৷ যা রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের ৷

Arjun Singh
Arjun Singh
author img

By

Published : May 26, 2023, 6:57 PM IST

Updated : May 26, 2023, 8:19 PM IST

কলকাতা, 26 মে: এবার কি মদনের পথেই হাঁটতে চাইছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ? কয়েকদিন আগেই এসএসকেএমে রোগী ভরতি করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে দলকে নিশানা করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । তৃণমূলে এরপর এই নিয়ে কম বিতর্ক হয়নি । এখন অবশ্য তা ক্লোজ চ্যাপ্টার । এবার ওই জেলার এক বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সাংসদের মুখে সরকার বিরোধিতার সুর । সতর্ক করেও তাঁর বাক্যবাণে রাশ টানা যাচ্ছে না । একবার নয়, বারবার মুখ খুলছেন অর্জুন সিং । প্রকাশ্যে তাঁর বক্তব্যে পুলিশকে নিশানা করে ৷ তাৎপর্যপূর্ণ হল রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে কি তিনি তৃণমূলে থেকেই দলের সুপ্রিমোর বিরুদ্ধে আঙুল তুলছেন ?

প্রসঙ্গত, ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী খুন হওয়ার পর থেকেই বারবার অর্জুনের নিশানায় পড়েছে পুলিশ । যে কায়দায় তিনি পুলিশকে নিশানা করছেন, তাতে অস্বস্তি বাড়ছে তৃণমূলের । বৃহস্পতিবারই অর্জুনের বক্তব্যকে 'বিরোধী স্বর' খুঁজে পাওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তারপরেও কিন্তু থামেনি অর্জুনের বাক্যবাণ । বরং অর্জুন তাঁর বিরোধিতার সুর আরও কিছুটা সপ্তমে তুলেছেন আজ শুক্রবার ৷

অর্জুন সিং বলেছেন, ‘‘আমাকে মানুষের পাশে থাকতে হবে । এখন আমি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ালে মানুষ আমাকে দেখে কটাক্ষ করবে । নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি । কিন্তু যাঁদের ভোটে আমি নিরাপত্তা পেয়েছি, সেই মানুষকে আমি নিরাপত্তা দিতে পারছি না । সেই জায়গা থেকে আমি দাবি করছি প্রয়োজন হলে আমার নিরাপত্তা সরিয়ে নিন ৷ তবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন ।’’

এদিকে এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ক্ষুব্ধ, তা এ দিন দলের সাংসদ সৌগত রায়ের কথা থেকে স্পষ্ট হয়েছে ।

সৌগত রায় বলেন, ‘‘অর্জুন সিং এর আইনশৃঙ্খলা নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে তা পার্টির মধ্যে কেন তিনি বলছেন না ? এসব কথা পার্টির মধ্যে বললেই ভালো হতো । উনি বিজেপির টিকিটে জিতেছিলেন । আবার আমাদের দলে ফেরত এসেছেন । আমরা চাই উনি থাকুন । তবে সব সময় আইনশৃঙ্খলা নিয়ে না বলে, কলকারখানা নিয়ে, উন্নয়ন নিয়ে, চটকলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাই নিয়ে কথা বলুন ।’’

সৌগত রায় আরও বলেন, ‘‘জুট মিলের লোকেরা বলছিলেন সেন্টাল গভর্নমেন্টের অর্ডার কমে যাচ্ছে । উনি এই নিয়ে আন্দোলন করুন না । আমরা সর্বাত্মকভাবে ওনার পাশে থাকব ।’’ প্রথমে কুণাল ঘোষ, এরপর সৌগত রায়, দু’দিনে তৃণমূলের দুই নেতার বক্তব্য থেকে স্পষ্ট অর্জুন সিংহের এই বক্তব্যকে ভালোভাবে দেখছে না শাসক দল । এখন দেখার দলের নেতাদের এই ধরনের বক্তব্যের পর আগেও অর্জুন সিংকে থামানো যায় কি না !

আরও পড়ুন: অর্জুনের বক্তব্যে বিরোধীদের কুৎসার ভাষা খুঁজে পাচ্ছেন কুণাল

কলকাতা, 26 মে: এবার কি মদনের পথেই হাঁটতে চাইছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ? কয়েকদিন আগেই এসএসকেএমে রোগী ভরতি করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে দলকে নিশানা করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । তৃণমূলে এরপর এই নিয়ে কম বিতর্ক হয়নি । এখন অবশ্য তা ক্লোজ চ্যাপ্টার । এবার ওই জেলার এক বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সাংসদের মুখে সরকার বিরোধিতার সুর । সতর্ক করেও তাঁর বাক্যবাণে রাশ টানা যাচ্ছে না । একবার নয়, বারবার মুখ খুলছেন অর্জুন সিং । প্রকাশ্যে তাঁর বক্তব্যে পুলিশকে নিশানা করে ৷ তাৎপর্যপূর্ণ হল রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে কি তিনি তৃণমূলে থেকেই দলের সুপ্রিমোর বিরুদ্ধে আঙুল তুলছেন ?

প্রসঙ্গত, ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী খুন হওয়ার পর থেকেই বারবার অর্জুনের নিশানায় পড়েছে পুলিশ । যে কায়দায় তিনি পুলিশকে নিশানা করছেন, তাতে অস্বস্তি বাড়ছে তৃণমূলের । বৃহস্পতিবারই অর্জুনের বক্তব্যকে 'বিরোধী স্বর' খুঁজে পাওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তারপরেও কিন্তু থামেনি অর্জুনের বাক্যবাণ । বরং অর্জুন তাঁর বিরোধিতার সুর আরও কিছুটা সপ্তমে তুলেছেন আজ শুক্রবার ৷

অর্জুন সিং বলেছেন, ‘‘আমাকে মানুষের পাশে থাকতে হবে । এখন আমি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ালে মানুষ আমাকে দেখে কটাক্ষ করবে । নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি । কিন্তু যাঁদের ভোটে আমি নিরাপত্তা পেয়েছি, সেই মানুষকে আমি নিরাপত্তা দিতে পারছি না । সেই জায়গা থেকে আমি দাবি করছি প্রয়োজন হলে আমার নিরাপত্তা সরিয়ে নিন ৷ তবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন ।’’

এদিকে এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ক্ষুব্ধ, তা এ দিন দলের সাংসদ সৌগত রায়ের কথা থেকে স্পষ্ট হয়েছে ।

সৌগত রায় বলেন, ‘‘অর্জুন সিং এর আইনশৃঙ্খলা নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে তা পার্টির মধ্যে কেন তিনি বলছেন না ? এসব কথা পার্টির মধ্যে বললেই ভালো হতো । উনি বিজেপির টিকিটে জিতেছিলেন । আবার আমাদের দলে ফেরত এসেছেন । আমরা চাই উনি থাকুন । তবে সব সময় আইনশৃঙ্খলা নিয়ে না বলে, কলকারখানা নিয়ে, উন্নয়ন নিয়ে, চটকলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাই নিয়ে কথা বলুন ।’’

সৌগত রায় আরও বলেন, ‘‘জুট মিলের লোকেরা বলছিলেন সেন্টাল গভর্নমেন্টের অর্ডার কমে যাচ্ছে । উনি এই নিয়ে আন্দোলন করুন না । আমরা সর্বাত্মকভাবে ওনার পাশে থাকব ।’’ প্রথমে কুণাল ঘোষ, এরপর সৌগত রায়, দু’দিনে তৃণমূলের দুই নেতার বক্তব্য থেকে স্পষ্ট অর্জুন সিংহের এই বক্তব্যকে ভালোভাবে দেখছে না শাসক দল । এখন দেখার দলের নেতাদের এই ধরনের বক্তব্যের পর আগেও অর্জুন সিংকে থামানো যায় কি না !

আরও পড়ুন: অর্জুনের বক্তব্যে বিরোধীদের কুৎসার ভাষা খুঁজে পাচ্ছেন কুণাল

Last Updated : May 26, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.