কলকাতা, 17 মে : শহরে আরও বাড়ছে সেফ হোম ও করোনার টিকাকরণ সেন্টার । করোনা পরিস্থিতিতে কলকাতা শহরের বহু ক্লাব দুর্গোৎসব কমিটি এগিয়ে এসেছে । এই কঠিন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে দুর্গাপূজা কমিটি ও ক্লাবগুলি সেফহোম তৈরি করার জন্য আবেদন জানিয়েছে কলকাতা পৌরনিগমে । যে হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে আরও বেশি সংখ্যায় সেফহোম, অক্সিজেন পার্লার, কোয়ারানটিন সেন্টারের প্রয়োজন । তাই সেফ হোম, কোয়ারানটিন সেন্টার অক্সিজেন পার্লারের সংখ্যা আরও বাড়াতে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম । একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে । এই হোয়াটসঅ্যাপ নম্বরে পুজো কমিটি ও ক্লাব উদ্যোক্তারা আবেদন জানাতে পারবে । নম্বরটি হল 83 359 88888 ।
এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পুজো কমিটি উদ্যোক্তারা বা কোনও ব্যক্তি পৌরনিগমের কাছে আবেদন জানাতে পারবে । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যবিভাগের কর্মীরা সেই জায়গাতেই পরিদর্শন করবে । জায়গাটি যথাযথ মনে হলে তা রাজ্য স্বাস্থ্য দফতরের অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে । এরপর রাজ্য সরকার সেখানে সেফ হোম, কোয়ারানটিন সেন্টার অথবা অক্সিজেন পার্লার তৈরির বিষয়ে বিবেচনা করবে । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, করোনার পরিস্থিতি সামাল দিতে শহরে আরও বেশি সেফহোম, অক্সিজেন পার্লারের প্রয়োজন । তাই যে সকল ব্যক্তি বা ক্লাব কমিটিগুলি আবেদন জানাচ্ছে সেফহোম ও অক্সিজেন পার্লার তৈরি করার । তারা এই নম্বরে নিজেদের আবেদন জানাতে পারবে । বিবেচনা মতো রাজ্য স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেবে সেখানে কী তৈরি করা হবে ।
এর পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন আজ থেকে আরও অনেকগুলি নতুন ভ্যাক্সিনেশন সেন্টার চালু করা হচ্ছে। পরিবহন কর্মী ও হকারদের জন্য আজ থেকে ভ্যাক্সিনেশন শুরু হচ্ছে বিধান শিশু উদ্যান, সুতানুটি কমিউনিটি হল, ট্রাংগুলার পার্কের শরৎ সদন, ইসলামিয়া হাসপাতাল, কুয়েত মসজিদ ও মোহিত মঞ্চে । এছাড়াও হোয়াটসঅ্যাপে টাইম বুকিং করে রক্সি সিনেমা হল ও সাউথ সিটি ইন্টারনাল স্কুলে আজ থেকে করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । যাদের বয়স 45 বছরের উপরে শুধুমাত্র তাদেরই এই সেন্টার দুটি থেকে ভ্যাকসিন দেওয়া হবে ।