কলকাতা, 19 মে : লকডাউন চললেনও অ্যাপ ক্যাব চালানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি গতকাল থেকে অতিরিক্ত অ্যাপ ক্যাব চালানোর নির্দেশ দেওয়া হয় । কিন্তু যাত্রী না মেলার আশঙ্কায় গাড়ি পরিষেবা দিতে চাইছেন না মালিকরা ।
পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ একটি বাড়তি গাড়িও রাস্তায় নামেনি । কারণ লকডাউন ঘোষণা হওয়ার পর ওলা ও উবার সংস্থার তরফে অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল । তাই নির্দেশ থাকলেও অ্যাপু চালু না হওয়া পর্যন্ত পরিষেবা দেওয়া সম্ভব হবে না । তবে, আমরা হাওড়া স্টেশনে 100 টি গাড়ি মোতায়েন রেখেছি । যাঁরা ট্রেনে করে ফিরছেন তাঁদের অনেকই বাসে চাপতে ভয় পাচ্ছেন । তাই ক্যাব পরিষেবা নিতে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন । যদিও আরও বেশি সংখ্যায় ক্যাব চালানোর কথা বলা হয়েছে । কিন্তু যাত্রী কোথায় ? যাত্রী না হলে গাড়ি চালিয়ে লাভের চেয়ে লোকসানই বেশি হবে ।"
অ্যাপ ক্যাব চালানোর অনুমতি মিলেছে ঠিকই । তবে, একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে । বলা হয়েছে, কোনও কনটেনমেন্ট জ়োনে যাত্রী তোলা বা নামানো যাবে না । দু'জনের বেশি যাত্রী তোলা যাবে না । চালকের পাশের সিটে যাত্রী বসতে পারবেন না । পিছনের সিটেই বসতে হবে দু'জন যাত্রীকে । তার জন্য ক্যাবগুলিতে নির্দিষ্ট সংস্থার তরফে প্লাস্টিকের পর্দাও লাগানো হয়েছে ।
CITU অনুমোদিত কলকাতা ওলা ও উবার অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারম সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "একসঙ্গে এতোগুলি গাড়ি পথে নামলে স্যানিটাইজ়েশানের প্রয়োজন রয়েছে । কিন্তু গাড়িগুলিকে স্যানিটাইজ় করার মতো পরিকাঠামো বা প্রশিক্ষণ চালক বা মালিকদের নেই । সংস্থার তরফে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে । এই পরিকাঠামোগুলি দেওয়া না হলে পথে গাড়ি নামানো সম্ভব হবে না । অন্যদিকে একজন যাত্রী নেমে গেল অন্য যাত্রী নেওয়ার আগে গাড়িটিকে ভালো করে স্যানিটাইজ় করতে হচ্ছে । তাই প্রতিবার এই খাতে 15 থেকে 20 টাকার মতো খরচ হচ্ছে চালকদের । সেই টাকাটা চালকরা কোথায় পাবেন? তাই যাত্রীদের থেকেই সেই টাকা নিতে হচ্ছে । অনেক সময় গাড়ির জ্বালানি খরচ তুলতে একজন যাত্রীর থেকেই দু'পিঠের ভাড়া নিতে হচ্ছে । ফলে বেশি ভাড়া দিয়ে অনেকেই ক্যাবে উঠতে চাইছেন না ।"