ETV Bharat / state

"আমরা লজ্জিত", জিয়াগঞ্জে খুনের ঘটনায় মুখমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অপর্ণার

পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুসন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল ৷ যে কারণই থাকুক না কেন , এই ঘটনায় আমরা লজ্জিত ৷ টুইটারে লিখলেন অভিনেত্রী অপর্ণা সেন ৷

অপর্ণা সেন
author img

By

Published : Oct 11, 2019, 2:35 PM IST

Updated : Oct 11, 2019, 6:04 PM IST

কলকাতা, 11 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার তীব্র নিন্দা করে মুখ খুললেন অপর্ণা সেন ৷ টুইটে তিনি লেখেন , "পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল ৷ যে কারণই থাকুক না কেন , এই ঘটনায় আমরা লজ্জিত ৷ মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে অপরাধীরা যাতে আইনের হাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করুন ৷ সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দায়িত্ব আপনার ৷ আপনি সবার মুখ্যমন্ত্রী ৷"

  • Pregnant wife & child of RSS man slaughtered in our own WB! Whatever the reason for such a gruesome act, shame on us! Madam CM! Pls ensure the perpetrators are brought to justice! Irrespective of political inclinations, all citizens of WB are ur responsibility. U are CM to all!

    — Aparna Sen (@senaparna) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


প্রসঙ্গত, সাগরদিঘির গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল । 8 অক্টোবর সকাল এগারোটা নাগাদ জিয়াগঞ্জে তাঁর বাড়িতে কেউ বা কারা এসে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ তাঁকে কুপিয়ে খুন করে ৷ RSS সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল ৷ কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় প্রশাসন ৷

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বন্ধুপ্রকাশ মণ্ডল খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানান ৷ দিলীপ ঘোষ বলেন, "যিনি খুন হয়েছেন তিনি RSS-এর কর্মী ছিলেন ৷ BJP-র সমর্থক ছিলেন ৷ অবশ্যই CBI তদন্ত হওয়া উচিত ৷ রাজ্যে আইন শৃঙ্খলা নেই ৷ থাকলে তবেই উন্নতি, অবনতির প্রসঙ্গ আসে ৷ "

এদিকে এই খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন BJP নেতা রাহুল সিনহা ৷ বলেন, "এই ঘটনার পর পুলিশ মন্ত্রী হিসেবে তাঁর পদে থাকার কোনও অধিকার নেই ৷ সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷ আমরা দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির দাবি করছি ৷"

এবার এই ঘটনার নিন্দা করে সরব হলেন অপর্ণা সেন ৷

কলকাতা, 11 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার তীব্র নিন্দা করে মুখ খুললেন অপর্ণা সেন ৷ টুইটে তিনি লেখেন , "পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল ৷ যে কারণই থাকুক না কেন , এই ঘটনায় আমরা লজ্জিত ৷ মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে অপরাধীরা যাতে আইনের হাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করুন ৷ সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দায়িত্ব আপনার ৷ আপনি সবার মুখ্যমন্ত্রী ৷"

  • Pregnant wife & child of RSS man slaughtered in our own WB! Whatever the reason for such a gruesome act, shame on us! Madam CM! Pls ensure the perpetrators are brought to justice! Irrespective of political inclinations, all citizens of WB are ur responsibility. U are CM to all!

    — Aparna Sen (@senaparna) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


প্রসঙ্গত, সাগরদিঘির গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল । 8 অক্টোবর সকাল এগারোটা নাগাদ জিয়াগঞ্জে তাঁর বাড়িতে কেউ বা কারা এসে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ তাঁকে কুপিয়ে খুন করে ৷ RSS সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল ৷ কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় প্রশাসন ৷

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বন্ধুপ্রকাশ মণ্ডল খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানান ৷ দিলীপ ঘোষ বলেন, "যিনি খুন হয়েছেন তিনি RSS-এর কর্মী ছিলেন ৷ BJP-র সমর্থক ছিলেন ৷ অবশ্যই CBI তদন্ত হওয়া উচিত ৷ রাজ্যে আইন শৃঙ্খলা নেই ৷ থাকলে তবেই উন্নতি, অবনতির প্রসঙ্গ আসে ৷ "

এদিকে এই খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন BJP নেতা রাহুল সিনহা ৷ বলেন, "এই ঘটনার পর পুলিশ মন্ত্রী হিসেবে তাঁর পদে থাকার কোনও অধিকার নেই ৷ সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷ আমরা দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির দাবি করছি ৷"

এবার এই ঘটনার নিন্দা করে সরব হলেন অপর্ণা সেন ৷

Lucknow (Uttar Pradesh), Oct 11 (ANI): Former Aligarh Muslim University (AMU) Vice Chancellor Lt General (retired) Zameer Uddin Shah has said that Muslims should hand over the disputed land at Ayodhya to Hindus for the sake of lasting peace in the country. In an interactive session organised by the Indian Muslims for Peace, Shah said, "Supreme Court should give clear verdict, it should not be 'panchayati' at all. Even if Supreme Court gives judgment in favour of Muslims, will it be possible to build mosque there? It's impossible." He further said, "In case judgment is in favour of Muslims, for lasting peace in country, Muslims should hand over the land to Hindu brothers. There has to be a solution otherwise we will go on fighting. I strongly support out-of-court settlement."
Last Updated : Oct 11, 2019, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.