ETV Bharat / state

পানশালায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ; পালটা আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি অনুপমের - হো-চি-মিন সরণির পানশালা

প্রাক্তন সাংসদ অনুপম হাজরা বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ । ঘটনায় পালটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনুপম ।

Anupam Hajra
অনুপম
author img

By

Published : Jan 5, 2020, 6:25 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : শহরের একটি নামী পানশালায় মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তন সাংসদ তথা BJP নেতা অনুপম হাজরার বিরুদ্ধে । গতকাল রাতে কসবার এক ব্যক্তি শেক্সপিয়ার থানায় প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । শ্লীলতাহানি, মারধর সহ মোট ছ'টি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ । যদিও, আজ সকালে ফেসবুক লাইভ করে পুরো বিষয়টি অস্বীকার করেন অনুপম । তিনি পালটা ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।

গতকাল রাতে কসবার বাসিন্দা সুরেশ রায় তার বান্ধবী ও কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন হো-চি-মিন সরণির একটি পানশালায় । সুরেশ ওই পানশালায় অনুপমকে দেখতে পান । তারপর মোবাইল বের করে তাঁর একটি ছবি তোলেন । অভিযোগ, এতে বেজায় চটে যান অনুপম । ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে সুরেশবাবু পুলিশকে জানিয়েছেন, ছবি তোলা হয়েছে এটা দেখার পর গালিগালাজ শুরু করেন অনুপম । মারধরও করেন তাঁকে । ধাক্কা মেরে ফেলে দেওয়ার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তাঁর সোনার চেন । তাঁর বান্ধবীর শ্লীলতাহানি করা হয় । ভেঙে দেওয়া হয় মোবাইল ফোন । এই ঘটনা নিয়েই শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

যদিও ঘটনার সঙ্গে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে দাবি করলেন অনুপম । আজ সকালে একটি ফেসবুক পোস্ট করে পুরো ঘটনাটির বিশ্লেষণ করে তিনি বলেন, "গতকাল রাতে এক ছোটোবেলার বন্ধুর জন্মদিন ছিল । যেকারণে আমরা বন্ধু-বান্ধব মিলে একটা গেট টুগেদাররের আয়োজন করি । আমরা যখমন আড্ডা দিচ্ছিলাম তখন এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই জায়গায় আসেন । আমার নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আমার কাছে আসতে দেয়নি । উনি সেলফি তোলার আবদার জানান । নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে বের করে দিচ্ছিল মদ্যপ থাকার দরুণ ৷ তখন তিনি বলেন, আমি তৃণমূল করি কিন্তু আপনার ভক্ত । একটা সেলফি তুলতে চাই । তারপর আমি নিরাপত্তারক্ষীদের বলে ওনাকে আমার কাছে আসতে দিতে বলি । উনি সেলফি তোলেন । আমার দেহরক্ষীরা তারপর লক্ষ্য করে উনি দূরে গিয়ে আমার ভিডিয়ো তুলছেন এবং একজন কাউকে পাঠাচ্ছেন । আমার দেহরক্ষী তারপর তাঁকে জিজ্ঞাসা করে, কেন ভিডিয়ো তুলছেন ? এবং ফোটো তুলছেন । আমার নিরাপত্তারক্ষীকে উনি গালি দিতে শুরু করেন । পরিস্থিতি খারাপ হওয়ায় ওনাকে বের করে দেয় ওই এলাকা থেকে । তারপর আজ ভোরে জানতে পারি, উনি শেক্সপিয়ার থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করেন । FIR-ও হয় । উনি মদ্যপ থাকা সত্ত্বেও মধ্যরাতে ওনার থেকে অভিযোগ নেওয়া হল কীভাবে সেই নিয়ে আমি আশ্চর্য । আর BJP-র গন্ধ থাকায় পুলিশও FIR করে ।"

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে ওই পানশালার CCTV ফুটেজ ।

কলকাতা, 5 জানুয়ারি : শহরের একটি নামী পানশালায় মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তন সাংসদ তথা BJP নেতা অনুপম হাজরার বিরুদ্ধে । গতকাল রাতে কসবার এক ব্যক্তি শেক্সপিয়ার থানায় প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । শ্লীলতাহানি, মারধর সহ মোট ছ'টি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ । যদিও, আজ সকালে ফেসবুক লাইভ করে পুরো বিষয়টি অস্বীকার করেন অনুপম । তিনি পালটা ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।

গতকাল রাতে কসবার বাসিন্দা সুরেশ রায় তার বান্ধবী ও কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন হো-চি-মিন সরণির একটি পানশালায় । সুরেশ ওই পানশালায় অনুপমকে দেখতে পান । তারপর মোবাইল বের করে তাঁর একটি ছবি তোলেন । অভিযোগ, এতে বেজায় চটে যান অনুপম । ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে সুরেশবাবু পুলিশকে জানিয়েছেন, ছবি তোলা হয়েছে এটা দেখার পর গালিগালাজ শুরু করেন অনুপম । মারধরও করেন তাঁকে । ধাক্কা মেরে ফেলে দেওয়ার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তাঁর সোনার চেন । তাঁর বান্ধবীর শ্লীলতাহানি করা হয় । ভেঙে দেওয়া হয় মোবাইল ফোন । এই ঘটনা নিয়েই শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

যদিও ঘটনার সঙ্গে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে দাবি করলেন অনুপম । আজ সকালে একটি ফেসবুক পোস্ট করে পুরো ঘটনাটির বিশ্লেষণ করে তিনি বলেন, "গতকাল রাতে এক ছোটোবেলার বন্ধুর জন্মদিন ছিল । যেকারণে আমরা বন্ধু-বান্ধব মিলে একটা গেট টুগেদাররের আয়োজন করি । আমরা যখমন আড্ডা দিচ্ছিলাম তখন এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ওই জায়গায় আসেন । আমার নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আমার কাছে আসতে দেয়নি । উনি সেলফি তোলার আবদার জানান । নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে বের করে দিচ্ছিল মদ্যপ থাকার দরুণ ৷ তখন তিনি বলেন, আমি তৃণমূল করি কিন্তু আপনার ভক্ত । একটা সেলফি তুলতে চাই । তারপর আমি নিরাপত্তারক্ষীদের বলে ওনাকে আমার কাছে আসতে দিতে বলি । উনি সেলফি তোলেন । আমার দেহরক্ষীরা তারপর লক্ষ্য করে উনি দূরে গিয়ে আমার ভিডিয়ো তুলছেন এবং একজন কাউকে পাঠাচ্ছেন । আমার দেহরক্ষী তারপর তাঁকে জিজ্ঞাসা করে, কেন ভিডিয়ো তুলছেন ? এবং ফোটো তুলছেন । আমার নিরাপত্তারক্ষীকে উনি গালি দিতে শুরু করেন । পরিস্থিতি খারাপ হওয়ায় ওনাকে বের করে দেয় ওই এলাকা থেকে । তারপর আজ ভোরে জানতে পারি, উনি শেক্সপিয়ার থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করেন । FIR-ও হয় । উনি মদ্যপ থাকা সত্ত্বেও মধ্যরাতে ওনার থেকে অভিযোগ নেওয়া হল কীভাবে সেই নিয়ে আমি আশ্চর্য । আর BJP-র গন্ধ থাকায় পুলিশও FIR করে ।"

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে ওই পানশালার CCTV ফুটেজ ।

Intro:কলকাতা, 5 জানুয়ারি: শহরের একটি নামি পানশালায় মারপিট এবং শ্লীলতাহানীর অভিযোগ উঠল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শেক্সপিয়ার সরণি থানায় দায়ের হয়েছে অভিযোগ। শ্লীলতাহানি, মারধর সহ মোট ছটি ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তার জেরে রীতিমতো বিপাকে অনুপমা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Body:ঘটনা গত গতরাতের। কসবার বাসিন্দা সুরেশ রায় বান্ধবী ও কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন হোচিমিন সরণীর একটি পানশালায় । সুরেশ ওই পানশালায় অনুপমকে দেখতে পান। তারপর এই মোবাইলের ক্যামেরা বের করে তার একটি ছবি তোলেন। অভিযোগ, এতে বেজায় চটে যান প্রাক্তন সাংসদ। সুরেশবাবু পুলিশকে জানিয়েছেন, এরপরই গালিগালাজ শুরু করেন অনুপম। শুরু করে দেন মারধর। তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এমনকি ছিনিয়ে নেওয়া হয় সোনার চেন। তার বান্ধবীকে শ্লীলতাহানি করা হয়। ভেঙে দেওয়া হয় মোবাইল ফোন। এই ঘটনা নিয়েই শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন সুরেশ।


Conclusion:যদিও ঘটনার সঙ্গে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনুপম। তিনি নিজের ফেসবুক পেজে দাবি করেছেন, বন্ধুর জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি লুকিয়ে আমার ভিডিও করছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা দেখতে পেয়ে নিষেধ করেন। তার পরেও তিনি তা শোনেননি। এরপর মালিক তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু তারপর যা হচ্ছে তাতে তৃণমূলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তাঁর। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই পানশালার সিসিটিভি ফুটেজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.