ETV Bharat / state

নেতাজি সম্পর্কিত ইন্টেলিজেন্স ফাইল প্রকাশের দাবি অনুজ ধরের

অনুজ বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে । কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা হয়নি । সেগুলি অবিলম্বে প্রকাশ করুক সরকার ।"

Anuj Dhar
অনুজ ধর
author img

By

Published : Jan 24, 2020, 1:51 AM IST

Updated : Jan 24, 2020, 6:45 AM IST

কলকাতা , 24 জানুয়ারি : রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নেতাজির কয়েকটি ফাইল ইতিমধ্যেই প্রকাশ করেছে । তারপরেও তাঁর অন্তর্ধান রহস্যের জট খোলেনি । অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে তাদের হাতে পাঁচটি ফাইল রয়েছে । তার মধ্যে দুটি ইতিমধ্যেই প্রকাশিত । এখনও পর্যন্ত তিনটি ফাইল সামনে আসেনি । ব্রিটিশ সরকার জানিয়েছে 2022 সালে তারা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করবে । অথচ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কিছু ফাইল এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে দাবি নেতাজি প্রেমীদের । সেই ফাইল প্রকাশ করার জোরালো দাবি জানালেন বিশিষ্ট নেতাজি গবেষক অনুজ ধর ।

"ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ", “হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি"-র মতো গবেষণাধর্মী বইয়ের লেখক অনুজ ধর । তিনি বিশ্বাস করেন , তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি । 1945 সালের 18 অগাস্টের পরও বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বসু । তিনি ফিরে এসেছিলেন এদেশে । ফৈজাবাদের আশ্রমে ছিলেন তিনি । রাশিয়াতে নেতাজিকে খুন সংক্রান্ত যে কথা শোনা যায়, সেটিকেও বিশ্বাস করেন না অনুজ । একাধিকবার তিনি বলেছেন, “ সেই সময় নেহেরু সরকারের সঙ্গে স্তালিনের এমন কোনও সুসম্পর্ক ছিল না যে , কারও অঙ্গুলি হেলনে স্তালিন বাহিনী নেতাজিকে হত্যা করবে । এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।"

দেখুন কী বলছেন অনুজ ধর

অনুজের দাবি, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম সংরক্ষিত রয়েছে, তা ভারত সরকারের জাপানি দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছে । তাই ভারত সরকার চাইলে অনায়াসেই সেই চিতাভস্মের DNA টেস্ট হতে পারে ।

উল্লেখ্য, ওই একই দাবি জানিয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুও । তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন । DNA টেস্ট করা হলে, বিমান দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত যে ধারণা চালু রয়েছে তাতে ইতি পড়বে বলেই মনে করেন নেতাজি প্রেমীরা । কিন্তু তাতে অন্তর্ধান রহস্যের জট খুলবে না । অনুজ মনে করেন , ভারত সরকারের হাতে থাকা ইন্টেলিজেন্স ফাইল প্রকাশ্যে আনলে সেই জট খুলবে । এ নিয়ে অনুজ বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে । কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা হয়নি । সেগুলি অবিলম্বে প্রকাশ করুক সরকার ।"

কলকাতা , 24 জানুয়ারি : রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নেতাজির কয়েকটি ফাইল ইতিমধ্যেই প্রকাশ করেছে । তারপরেও তাঁর অন্তর্ধান রহস্যের জট খোলেনি । অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে তাদের হাতে পাঁচটি ফাইল রয়েছে । তার মধ্যে দুটি ইতিমধ্যেই প্রকাশিত । এখনও পর্যন্ত তিনটি ফাইল সামনে আসেনি । ব্রিটিশ সরকার জানিয়েছে 2022 সালে তারা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করবে । অথচ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কিছু ফাইল এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে দাবি নেতাজি প্রেমীদের । সেই ফাইল প্রকাশ করার জোরালো দাবি জানালেন বিশিষ্ট নেতাজি গবেষক অনুজ ধর ।

"ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ", “হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি"-র মতো গবেষণাধর্মী বইয়ের লেখক অনুজ ধর । তিনি বিশ্বাস করেন , তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি । 1945 সালের 18 অগাস্টের পরও বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বসু । তিনি ফিরে এসেছিলেন এদেশে । ফৈজাবাদের আশ্রমে ছিলেন তিনি । রাশিয়াতে নেতাজিকে খুন সংক্রান্ত যে কথা শোনা যায়, সেটিকেও বিশ্বাস করেন না অনুজ । একাধিকবার তিনি বলেছেন, “ সেই সময় নেহেরু সরকারের সঙ্গে স্তালিনের এমন কোনও সুসম্পর্ক ছিল না যে , কারও অঙ্গুলি হেলনে স্তালিন বাহিনী নেতাজিকে হত্যা করবে । এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।"

দেখুন কী বলছেন অনুজ ধর

অনুজের দাবি, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম সংরক্ষিত রয়েছে, তা ভারত সরকারের জাপানি দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছে । তাই ভারত সরকার চাইলে অনায়াসেই সেই চিতাভস্মের DNA টেস্ট হতে পারে ।

উল্লেখ্য, ওই একই দাবি জানিয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুও । তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন । DNA টেস্ট করা হলে, বিমান দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত যে ধারণা চালু রয়েছে তাতে ইতি পড়বে বলেই মনে করেন নেতাজি প্রেমীরা । কিন্তু তাতে অন্তর্ধান রহস্যের জট খুলবে না । অনুজ মনে করেন , ভারত সরকারের হাতে থাকা ইন্টেলিজেন্স ফাইল প্রকাশ্যে আনলে সেই জট খুলবে । এ নিয়ে অনুজ বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে । কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা হয়নি । সেগুলি অবিলম্বে প্রকাশ করুক সরকার ।"

Intro:কলকাতা, 23 জানুয়ারি: রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাতে থাকা বেশকিছু ফাইল ইতিমধ্যেই প্রকাশ করেছে। তাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের এক ফোটাও খোলেনি। অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে তাদের হাতে পাঁচটি ফাইল রয়েছে। তার মধ্যে দুটি ইতিমধ্যেই প্রকাশিত। এখনো পর্যন্ত তিনটি ফাইল সামনে আসেনি। ব্রিটিশ সরকার জানিয়েছে 2022 সালে তারা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করবে। অথচ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা বেশকিছু ফাইল এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে দাবি নেতাজি প্রেমীদের। সেই ফাইল প্রকাশ করার জোরালো দাবি জানালেন বৈশিষ্ট্য নেতাজি গবেষক অনুজ ধর।


Body:ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ", “হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি"র মত গবেষণাধর্মী বইয়ের লেখক অনুজ ধর। যিনি বিশ্বাস করেন তাইহোকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির। তিনি বিশ্বাস করেন 1945 সালের 18 অগস্টের পরও বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি ফিরে এসেছিলেন এদেশে। ছিলেন ফৈজাবাদের আশ্রমে। রাশিয়াতে নেতাজিকে খুন করা সংক্রান্ত যে তত্ব শোনা যায়, সেটিকেও বিশ্বাস করেন না অনুজ। একাধিকবার তিনি বলেছেন, “ সেই সময় নেহেরু সরকারের সঙ্গে স্তালিনের এমন কোন সুসম্পর্ক ছিল না যে , কারো অঙ্গুলিহেলনে স্তালিন বাহিনী নেতাজিকে হত্যা করেছে। এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।"



Conclusion:অনুজের দাবি, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভষ্ম সংরক্ষিত রয়েছে, তা রয়েছে ভারত সরকারের জাপানি দূতাবাসের তত্ত্বাবধানে। তাই অনায়াসেই ভারত সরকার চাইলে সেই চিতাভষ্মের ডিএনএ টেস্ট হতে পারে। উল্লেখ্য ওই একই দাবি জানিয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। ওই বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। ওই চিতাভষ্মের ডিএনএ টেস্ট করা হলে, বিমান দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত তত্ত্ব চালু রয়েছে তাতে ইতি পড়বে বলেই মনে করেন নেতাজি প্রেমীরা। কিন্তু তাতে অন্তর্ধান রহস্যের জট খুলবে না। অনুজ মনে করেন সেই জট খুলবে, ভারত সরকারের হাতে থাকা ইন্তেলিজেন্স ফাইল প্রকাশ্যে আনলে।

অনুজ বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে। কিন্তু এখনো পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইল গুলো প্রকাশ করা হয়নি। সেগুলো অবিলম্বে প্রকাশ করুক সরকার।"
Last Updated : Jan 24, 2020, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.