কলকাতা, 13 মার্চ: বুধবারই কি দিল্লিতে বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি হবেন মেয়ে সুকন্যা মণ্ডল (Anubrata Mondal and Sukanya Mondal will be Face to Face) ? ইডির একটি সূত্র বলছে, তেমন সম্ভাবনা নাকি ষোলোয়ানা ! গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) ধৃত অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন দিল্লিতে, ইডি হেফাজতে ৷ দিল্লি যাওয়ার পর থেকে দফায় দফায় দুঁদে ইডি আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ এদিকে, বেশ কয়েকমাস আগে অনুব্রত-কন্য়া সুকন্যাকেও তাদের দিল্লির দফতরে ডেকে পাঠায় ইডি ৷ সেখানে পরপর কয়েক দিন টানা জেরা করা হয় সুকন্য়াকে ৷ আর এবার অনুব্রত-সুকন্য়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (ED Interrogation) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারই সেই কাজ হতে পারে ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সুকন্যা মণ্ডল ও তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে নোটিশ পাঠিয়ে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ইডি ৷ তাঁদের সঙ্গে বেশ কিছু নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে ৷ সূত্রের দাবি, গরুপাচার কাণ্ডে হাইপ্রোফাইল বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা ৷
ইডির পক্ষ থেকে আরও জানা গিয়েছে, অনুব্রত-সুকন্যার মুখোমুখি জেরার সময় হাজির থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সেই সময় বাবা-মেয়ের বয়ানও রেকর্ড করা হতে পারে ৷ ইডির নজরে রয়েছে বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট ৷ তাদের অনুমান, গরুপাচারের কালো টাকা সাদা করতে মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন অনুব্রত ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন: ফের দিল্লির দফতরে সুকন্যাকে তলব ইডির, তৈরি নয়া প্রশ্নমালা
ইডির অভিযোগ, জেরায় একেবারেই সহযোগিতা করছেন না অনুব্রত ৷ অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডির দাবি, গরুপাচারে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে কোটি কোটি টাকা 'প্রোটেকশন মানি' নিতেন অনুব্রত ৷ তবে, সেই টাকা সরাসরি নিজে নিতেন না তিনি ৷ বদলে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের মাধ্যমে সেই টাকা চলে যেত সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টে ৷ এই কারণেই অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা ৷ একই কারণে মণীশের সঙ্গেও কথা বলতে চাইছেন তাঁরা ৷