ETV Bharat / state

Cattle smuggling case : আজ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি

বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডাক এড়িয়েছেন ৷ অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন ৷ এবার গরুপাচার কাণ্ডের তদন্তে নিজেই সিবিআই দফতরে যাওয়ার কথা জানিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal to appear before CBI) ৷

Anubrata Mandal Nizam Palace
অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা
author img

By

Published : May 19, 2022, 7:01 AM IST

কলকাতা, 19 মে : ন-ন'বার হাজিরা এড়ানোর পর শেষমেশ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা জানালেন বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বুধবার আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে আজ সকাল দশটার মধ্যে আসার ইচ্ছা প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal to appear before CBI in Nizam Palace Kolkata) ।

21 মে পর্যন্ত সিবিআই-এর কাছ থেকে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ তার আগেই নিজাম প্যালেসে এসে সিবিআই-এর মুখোমুখি বসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি । সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে রাজ্যে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত নেতা নিজাম প্যালেসে আসতে পারেন ।

আরও পড়ুন : Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে

গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে সিবিআই-এর পক্ষ থেকে ন'বার সমন পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে । একাধিকবার বিভিন্ন অছিলায় তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন । শেষবার 6 এপ্রিল কলকাতায় নিজের ফ্ল্যাট থেকে সিবিআই-এর দফতর নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েও এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হন অসুস্থ তৃণমূল নেতা ।

পরে সেখান থেকে ছাড়া পেয়ে কলকাতায় চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই ছিলেন অনুব্রত মণ্ডল । আবারও বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি । সিবিআই সেই হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ঠিক কেমন, তা জানতে চায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট পেয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার আয়োজন করছিল সিবিআই । তার আগে নিজে থেকেই নিজাম প্যালেসে আসার কথা জানালেন তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : Anubrata Mandal hospitalised: রাত থেকে বুকে ব্যথা, আবারও হাসপাতালে অনুব্রত

কলকাতা, 19 মে : ন-ন'বার হাজিরা এড়ানোর পর শেষমেশ নিজে থেকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা জানালেন বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বুধবার আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে আজ সকাল দশটার মধ্যে আসার ইচ্ছা প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal to appear before CBI in Nizam Palace Kolkata) ।

21 মে পর্যন্ত সিবিআই-এর কাছ থেকে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ তার আগেই নিজাম প্যালেসে এসে সিবিআই-এর মুখোমুখি বসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি । সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে রাজ্যে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত নেতা নিজাম প্যালেসে আসতে পারেন ।

আরও পড়ুন : Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে

গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে সিবিআই-এর পক্ষ থেকে ন'বার সমন পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে । একাধিকবার বিভিন্ন অছিলায় তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন । শেষবার 6 এপ্রিল কলকাতায় নিজের ফ্ল্যাট থেকে সিবিআই-এর দফতর নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েও এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হন অসুস্থ তৃণমূল নেতা ।

পরে সেখান থেকে ছাড়া পেয়ে কলকাতায় চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই ছিলেন অনুব্রত মণ্ডল । আবারও বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি । সিবিআই সেই হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ঠিক কেমন, তা জানতে চায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট পেয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার আয়োজন করছিল সিবিআই । তার আগে নিজে থেকেই নিজাম প্যালেসে আসার কথা জানালেন তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : Anubrata Mandal hospitalised: রাত থেকে বুকে ব্যথা, আবারও হাসপাতালে অনুব্রত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.