কলকাতা, 29 মার্চ : চুরি যাওয়া অ্যান্টিক মুদ্রা-সহ সোনার গয়না উদ্ধার করল পুলিশ (Antique Jewellery-Cash Recovery in Kolkata) । সঙ্গে ধরা পড়ল অভিযুক্তও ৷ ঘটনাটি জোড়াসাঁকোর রামপ্রসাদ সাহা লেনের ৷
পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে রামপ্রসাদ সাহা লেনের একটি বাড়ি থেকে চুরি যায় একাধিক অ্যান্টিক মুদ্রা, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা । তাছাড়াও চুরি যায় সোনার গয়না-সহ প্রায় 43 হাজার টাকা । জানা যায়, ওই বাড়িতে স্বামী-স্ত্রী দু'জনে থাকতেন ৷ ঘটনার দিন রাতে তাঁরা বাড়িতে ছিলেন না ৷ সেই সুযোগেই চুরির ঘটনাটি ঘটে ৷ তদন্তে নামে পুলিশ ৷
পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এক অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে ৷ তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম জানাতে চায়নি পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি রূপেশ কুমার বলেন, "এই ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে ।"
আরও পড়ুন : আসানসোলে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার নগদ প্রায় 7 লক্ষ টাকা
আপাতত অভিযুক্ত রয়েছে পুলিশ হেফাজতে ৷ তবে এই ঘটনার সঙ্গে আরও কতজন জড়িত রয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷