ETV Bharat / state

Bidhannagar Cyber Crime Police: কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার আরও এক

নামী কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে সংস্থার থেকে লক্ষাধিক টাকার প্রতারণা। গ্রেফতার আরও এক। মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে অন্য এক অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 10:50 PM IST

Updated : Oct 13, 2023, 6:30 AM IST

কলকাতা, 12 অক্টোবর: নামী কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে লক্ষাধিক টাকার প্রতারণা। গ্রেফতার আরও এক ৷ কয়েকদিন আগেই মূল অভিযুক্ত ধরা পড়ে পুলিশের জালে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই শুভঙ্কর বিশ্বাস নামে এক অভিযুক্তের নাম উঠে আসে ৷ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, 25 অগস্ট মাসেই বেসরকারি কুরিয়ার সংস্থার এরিয়া ম্যানেজার অনুনয় মজুমদার বিধাননগর সাইবার ক্রাইম থানায় জানান, তাঁর বিভিন্ন জেলায় অঞ্চলিক অফিস আছে ৷ সিনিয়র এক্সিকিউটিভ অপারেশনের দায়িত্বে ছিলেন শুভাশিস গুপ্ত। বেশকয়েকটি জেলার ক্লাস্টার ইন-চার্জ করা হয়েছিল তাঁকে। অভিযোগ, ওই ব্যক্তি 2021 সাল থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন সময় সংস্থার ই-মেল আইডি এবং উচ্চপদস্থ অধিকারিকদের স্বাক্ষর জাল করেন ৷ সেইসঙ্গে সংস্থার থেকে 13 লক্ষ 80 হাজার টাকা তুলেছেন বলে অভিযোগ করেন ৷

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তদন্তে নেমে বাঘাযতীন এলাকা থেকে 5 অক্টোবর শুভাশিস গুপ্তকে গ্রেফতার করে পুলিশ । তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ জানতে পারে শুভঙ্কর বিশ্বাস নামে আরও একজন অভিযুক্ত । এই ব্যক্তি তাকে সরাসরি প্রতারণায় সাহায্য করতো । সেই সূত্র ধরেই বাঁশদ্রোণী এলাকায় হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে ঘটনার অন্যতম অভিযুক্ত শুভঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: 80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার

ধৃতের তার কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, 3টি ডেবিট কার্ড, একটি ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোন এবং ব্লু ডার্ট সংস্থার টারমিনেশন লেটার উদ্ধার করে পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয় । পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ এই চক্রের সঙ্গে আর কােউ জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছ বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

কলকাতা, 12 অক্টোবর: নামী কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে লক্ষাধিক টাকার প্রতারণা। গ্রেফতার আরও এক ৷ কয়েকদিন আগেই মূল অভিযুক্ত ধরা পড়ে পুলিশের জালে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই শুভঙ্কর বিশ্বাস নামে এক অভিযুক্তের নাম উঠে আসে ৷ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, 25 অগস্ট মাসেই বেসরকারি কুরিয়ার সংস্থার এরিয়া ম্যানেজার অনুনয় মজুমদার বিধাননগর সাইবার ক্রাইম থানায় জানান, তাঁর বিভিন্ন জেলায় অঞ্চলিক অফিস আছে ৷ সিনিয়র এক্সিকিউটিভ অপারেশনের দায়িত্বে ছিলেন শুভাশিস গুপ্ত। বেশকয়েকটি জেলার ক্লাস্টার ইন-চার্জ করা হয়েছিল তাঁকে। অভিযোগ, ওই ব্যক্তি 2021 সাল থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন সময় সংস্থার ই-মেল আইডি এবং উচ্চপদস্থ অধিকারিকদের স্বাক্ষর জাল করেন ৷ সেইসঙ্গে সংস্থার থেকে 13 লক্ষ 80 হাজার টাকা তুলেছেন বলে অভিযোগ করেন ৷

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তদন্তে নেমে বাঘাযতীন এলাকা থেকে 5 অক্টোবর শুভাশিস গুপ্তকে গ্রেফতার করে পুলিশ । তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ জানতে পারে শুভঙ্কর বিশ্বাস নামে আরও একজন অভিযুক্ত । এই ব্যক্তি তাকে সরাসরি প্রতারণায় সাহায্য করতো । সেই সূত্র ধরেই বাঁশদ্রোণী এলাকায় হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে ঘটনার অন্যতম অভিযুক্ত শুভঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: 80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার

ধৃতের তার কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, 3টি ডেবিট কার্ড, একটি ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোন এবং ব্লু ডার্ট সংস্থার টারমিনেশন লেটার উদ্ধার করে পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয় । পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ এই চক্রের সঙ্গে আর কােউ জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছ বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

Last Updated : Oct 13, 2023, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.