কলকাতা, 31 ডিসেম্বর: ফের অঙ্গদানে নজির গড়লেন এক নাট্যকর্মী । তাঁর বিভিন্ন অঙ্গ থেকে জীবন ফিরে পাবেন 7 ব্যক্তি (Multi Organ Donate) । কলকাতার বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথে মৃত্যু হওয়ার পর পরিবারের পক্ষ থেকে নেওয়া হয় এই বড় সিদ্ধান্ত । আরও একবার এই অঙ্গদানের জেরে তৈরি হল ইতিহাস । একজনের শরীর থেকে এতজনের উপকৃত হওয়ার নজির খুব বেশি নেই ।
তাঁর নাম হিরণ্ময় ঘোষাল । বর্ধমানের হাটগোবিন্দপুরের বাসিন্দা । মৃত্যুকালে বয়স হয়েছিল 54 । বর্ধমানের নাট্যকর্মী হিসাবেই বেশ পরিচিতি । বুধবার দুপুরে খাওয়ার পর আচমকাই অজ্ঞান হয়ে যান । বাড়ির কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্ক্যান করে দেখা যায় ব্রেনে রক্ত জমে গিয়েছে । এরপর কলকাতার এক সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । তখন তাঁর মাথায় তীব্র যন্ত্রণা । চেতনাও প্রায় লোপ পেয়েছে । নিউরো সার্জেন্ট সুনন্দন বসুর তত্ত্বাবধানে তিনি ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে । তবে চিকিৎসকরা জানান, সার্জারি করার মতো অবস্থা নেই । লাইফ সাপোর্ট সিস্টেমে রাখতে হবে । তবে তার পরদিনই ব্রেন ডেথে মৃত্যু হয় তাঁর । হাসপাতালের পক্ষ থেকে পরিবাররকে অঙ্গদানের বিষয় বলা হয় । এই বিষয়ে হিরণ্ময়ের ভাই সাংবাদিকদের বলেন, " বাড়ির সবাই আলোচনা করে ঠিক করি অঙ্গদান করা হবে । কারণ এই অঙ্গদানের মধ্যে দিয়েই দাদা অন্য কয়েকজন মানুষের শরীরে বেঁচে থাকবেন ।"
আরও পড়ুন: একজনের অঙ্গদানে বাঁচল 3 জনের প্রাণ
তারপরই শুক্রবার শুরু হয় এই অস্ত্রোপচার । ব্রেন ডেথ হওয়ার কারণে হিন্ময়বাবুর শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক ছিল । ফলে তাঁর শরীর থেকে কর্নিয়া, লিভার, কিডনি, ফুসফুস ও হার্ট দান করা হয় । বেসরকারি হাসপাতাল থেকে যোগাযোগ করা হয় আরওটিও- এর সঙ্গে । তাঁদের সহযোগিতায় চারটি গ্রিন করিডর করা হচ্ছে । চেন্নাই থেকে বিশেষ বিমান আসে । সেই বিমানে হিরণ্ময়বাবুর ফুসফুস যাবে চেন্নাই । হাসপাতাল থেকে গ্রিন করিডরে যাওয়া হবে বিমানবন্দর পর্যন্ত । অন্যদিকে, গ্রিন করিডর করে শহরের আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিডনি । পরপর 2 বার গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে যাবে লিভার ও আরও একটি কিডনি । এছাড়া কর্নিয়া নিয়ে যাওয়া হবে কলকাতার শঙ্কর নেত্রালয় হাসপাতালে ।
রাজ্য তথা পূর্ব ভারতে একজনের থেকে এতজনের জীবন ফিরে পাওয়া প্রথম বলে মনে করছেন চিকিৎসকরা । ওই হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর চিকিৎসক অমিত রায় বলেন,"অঙ্গদান সম্পর্কে সচেতনতা আরও বাড়লে বহু মানুষের জীবন বাঁচাতে পারে । আমরা সেই কাজটাই করে চলেছি । আশা করব আমাদের ঘোষাল পরিবারের মতো বাকিরাও এগিয়ে আসবে।"
আরও পড়ুন: 15 দিন শ্বাসনালীতে আটকে জোঁক ! উত্তরবঙ্গ মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে ফিরল জীবন