কলকাতা, 30 জানুয়ারি: কোরোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল এ রাজ্যে। মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে শুক্রবার এই চিকিৎসকের মৃত্যু হয়। এই নিয়ে এ রাজ্যে কোরোনায় মৃত্যু হল 95 জন চিকিৎসকের।
মৃত এই চিকিৎসকের নাম শুভ্রা পাল। নৈহাটির বাসিন্দা বছর 57 বছর বয়সী এই চিকিৎসক একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন। নৈহাটিতে তাঁর একটি চোখের হাসপাতালও রয়েছে। চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে জানিয়েছেন, কোরোনা সংক্রমণ ধরা পড়ার পরে বাড়িতেই ছিলেন এই চক্ষুরোগ বিশেষজ্ঞ। এর পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে নৈহাটি থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে। সেখানে এই চিকিৎসককে ইসিএমও (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়।
দুই সপ্তাহ ধরে মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালের সাপোর্টে এই চিকিৎসককে রাখা হলেও শেষ রক্ষা আর সম্ভব হয়নি। শুক্রবার তাঁর মৃত্যু হয়। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে এই নিয়ে কোরোনায় মৃত্যু হল 95 জন চিকিৎসকের।