ETV Bharat / state

Kolkata Metro: উত্তর-দক্ষিণ মেট্রো পরিবারে যুক্ত হল নতুন সদস্য - নোয়াপাড়া কারশেড

গতকাল বিশ্বকর্মা পুজোয় কলকাতা মেট্রো চালু করল নতুন রেক ৷ নোয়াপাড়া কারশেড থেকে উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রা শুরু করল এই রেকটি ৷

নতুন রেকের মেট্রো
নতুন রেকের মেট্রো
author img

By

Published : Sep 18, 2021, 6:45 AM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : এবার মেট্রো পরিবারে যোগ হল নতুন সদস্য । বিশ্বকর্মা পুজোর দিন শীতাতপ নিয়ন্ত্রিত নয়া একটি রেক (MR -415) পরিষেবা চালু হল । গতকাল নোয়াপাড়া কারশেড থেকে উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রা শুরু করল এই রেকটি ৷

ঝাঁ চকচকে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ধরনের রেক ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চলছে । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নতুন প্রযুক্তিতে অন্যান্য রেকের তুলনায় অনেক কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে । ইস্ট-ওয়েস্ট মেট্রো রেকের মতো এই ট্রেনেও থাকছে "কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম" (CBTC) । এছাড়া ট্রেনের সামনে অ্যান্টেনার মতো যন্ত্র-সহ লাইনের 1-2 ফুট অন্তর বিশেষ ধরনের একটি যন্ত্র বসানো হয়েছে । যন্ত্রটি ট্রেনের অবস্থান জানাবার কাজ করবে । এর ফলে ওই ট্রেনের সময় ও গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই সময়ে অন্য ট্রেনগুলির গতি ও সময় ঠিক করা যাবে ।

আরও পড়ুন : Kolkata Metro : পাঁচ বছর পর ফের টালিগঞ্জ-দমদম রুটে মেট্রো

মেট্রো রেল সূত্রে খবর, এখন থেকে ট্রেনটি বেশ কিছুদিন পরীক্ষামূলকভাবে চালিয়ে সফলতা পেলে বাকি অংশেও এই প্রযুক্তিতে ট্রেন চালানো হবে । উত্তর-দক্ষিণ করিডোরে এখনও একাধিক পুরোনো প্রযুক্তির রেক পরিষেবা রয়েছে । বর্তমানে যে রেকগুলি চলছে সেগুলি ডিরেক্ট কারেন্ট সিস্টেমে চলে । তবে মেধা সিরিজের এই নতুন রেকগুলি থ্রি ফেজ এসি প্রযুক্তির মাধ্যমে চলে । তাই ওই রেকগুলিকে ধাপে ধাপে বাতিল করে অত্যাধুনিক এই নতুন ধরনের রেক চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেট্রো। সেই অনুযায়ী চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে রেক তৈরি করা হবে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : এবার মেট্রো পরিবারে যোগ হল নতুন সদস্য । বিশ্বকর্মা পুজোর দিন শীতাতপ নিয়ন্ত্রিত নয়া একটি রেক (MR -415) পরিষেবা চালু হল । গতকাল নোয়াপাড়া কারশেড থেকে উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রা শুরু করল এই রেকটি ৷

ঝাঁ চকচকে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ধরনের রেক ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চলছে । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নতুন প্রযুক্তিতে অন্যান্য রেকের তুলনায় অনেক কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে । ইস্ট-ওয়েস্ট মেট্রো রেকের মতো এই ট্রেনেও থাকছে "কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম" (CBTC) । এছাড়া ট্রেনের সামনে অ্যান্টেনার মতো যন্ত্র-সহ লাইনের 1-2 ফুট অন্তর বিশেষ ধরনের একটি যন্ত্র বসানো হয়েছে । যন্ত্রটি ট্রেনের অবস্থান জানাবার কাজ করবে । এর ফলে ওই ট্রেনের সময় ও গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই সময়ে অন্য ট্রেনগুলির গতি ও সময় ঠিক করা যাবে ।

আরও পড়ুন : Kolkata Metro : পাঁচ বছর পর ফের টালিগঞ্জ-দমদম রুটে মেট্রো

মেট্রো রেল সূত্রে খবর, এখন থেকে ট্রেনটি বেশ কিছুদিন পরীক্ষামূলকভাবে চালিয়ে সফলতা পেলে বাকি অংশেও এই প্রযুক্তিতে ট্রেন চালানো হবে । উত্তর-দক্ষিণ করিডোরে এখনও একাধিক পুরোনো প্রযুক্তির রেক পরিষেবা রয়েছে । বর্তমানে যে রেকগুলি চলছে সেগুলি ডিরেক্ট কারেন্ট সিস্টেমে চলে । তবে মেধা সিরিজের এই নতুন রেকগুলি থ্রি ফেজ এসি প্রযুক্তির মাধ্যমে চলে । তাই ওই রেকগুলিকে ধাপে ধাপে বাতিল করে অত্যাধুনিক এই নতুন ধরনের রেক চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেট্রো। সেই অনুযায়ী চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে রেক তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.