কলকাতা, 24 অক্টোবর : নিয়োগ সংক্রান্ত বিতর্ক স্কুল সার্ভিস কমিশন (SSC)- এর পিছু ছাড়ছে না । এবার কাউন্সেলিং-এ স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল । এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সদ্য চাকরিপ্রাপ্ত একাধিক শিক্ষক -শিক্ষিকা ।
SSC-র নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভ SLST ২০১৬ - তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বলা আছে, কাউন্সেলিং শুরুর আগে চূড়ান্ত শূন্যপদ ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত স্কুলের তালিকা দিতে হবে । যাতে প্যানেলের শুরুর দিকে যাঁদের নাম থাকবে তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেন । কিন্ত অভিযোগ, SSC অবৈধ ভাবে ধাপে ধাপে স্কুলের তালিকা প্রকাশ করেছে । তাতে প্যানেলের প্রথম দিকে যাঁরা আছেন তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেননি ।
বিষয়টি নিয়ে SSC-র বিরুদ্ধে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিংগল বেঞ্চে মামলা করতে চলেছেন বুল্টি সামন্ত সহ একাধিক সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ।
মামলাকারীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন, "কাউন্সেলিং শুরুর আগেই চূড়ান্ত শূন্যপদের তালিকা ও সেই অনুযায়ী স্কুলগুলির নাম প্রকাশ করার নিয়ম । কিন্তু তা মানা হচ্ছে না । কিছু কারচুপি হচ্ছে । প্যানেলের শুরুর দিকে থাকা প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল পাচ্ছেন না । "