ETV Bharat / state

স্কুল বাছাইয়ে কারচুপির অভিযোগ, SSC-র বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন প্রার্থীরা - corruption in ssc

SSC-র নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভ SLST ২০১৬ - তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বলা আছে, কাউন্সেলিং শুরুর আগে চূড়ান্ত শূন্যপদ ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত স্কুলের তালিকা দিতে হবে । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সদ্য চাকরিপ্রাপ্ত একাধিক শিক্ষক -শিক্ষিকা ।

ssc
author img

By

Published : Oct 24, 2019, 11:09 PM IST

কলকাতা, 24 অক্টোবর : নিয়োগ সংক্রান্ত বিতর্ক স্কুল সার্ভিস কমিশন (SSC)- এর পিছু ছাড়ছে না । এবার কাউন্সেলিং-এ স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল । এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সদ্য চাকরিপ্রাপ্ত একাধিক শিক্ষক -শিক্ষিকা ।

SSC-র নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভ SLST ২০১৬ - তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বলা আছে, কাউন্সেলিং শুরুর আগে চূড়ান্ত শূন্যপদ ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত স্কুলের তালিকা দিতে হবে । যাতে প্যানেলের শুরুর দিকে যাঁদের নাম থাকবে তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেন । কিন্ত অভিযোগ, SSC অবৈধ ভাবে ধাপে ধাপে স্কুলের তালিকা প্রকাশ করেছে । তাতে প্যানেলের প্রথম দিকে যাঁরা আছেন তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেননি ।

বিষয়টি নিয়ে SSC-র বিরুদ্ধে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিংগল বেঞ্চে মামলা করতে চলেছেন বুল্টি সামন্ত সহ একাধিক সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ।

মামলাকারীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন, "কাউন্সেলিং শুরুর আগেই চূড়ান্ত শূন্যপদের তালিকা ও সেই অনুযায়ী স্কুলগুলির নাম প্রকাশ করার নিয়ম । কিন্তু তা মানা হচ্ছে না । কিছু কারচুপি হচ্ছে । প্যানেলের শুরুর দিকে থাকা প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল পাচ্ছেন না । "

কলকাতা, 24 অক্টোবর : নিয়োগ সংক্রান্ত বিতর্ক স্কুল সার্ভিস কমিশন (SSC)- এর পিছু ছাড়ছে না । এবার কাউন্সেলিং-এ স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল । এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সদ্য চাকরিপ্রাপ্ত একাধিক শিক্ষক -শিক্ষিকা ।

SSC-র নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভ SLST ২০১৬ - তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বলা আছে, কাউন্সেলিং শুরুর আগে চূড়ান্ত শূন্যপদ ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত স্কুলের তালিকা দিতে হবে । যাতে প্যানেলের শুরুর দিকে যাঁদের নাম থাকবে তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেন । কিন্ত অভিযোগ, SSC অবৈধ ভাবে ধাপে ধাপে স্কুলের তালিকা প্রকাশ করেছে । তাতে প্যানেলের প্রথম দিকে যাঁরা আছেন তাঁরা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারেননি ।

বিষয়টি নিয়ে SSC-র বিরুদ্ধে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিংগল বেঞ্চে মামলা করতে চলেছেন বুল্টি সামন্ত সহ একাধিক সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ।

মামলাকারীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন, "কাউন্সেলিং শুরুর আগেই চূড়ান্ত শূন্যপদের তালিকা ও সেই অনুযায়ী স্কুলগুলির নাম প্রকাশ করার নিয়ম । কিন্তু তা মানা হচ্ছে না । কিছু কারচুপি হচ্ছে । প্যানেলের শুরুর দিকে থাকা প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল পাচ্ছেন না । "

Intro:স্কুল বাছাইয়ের ক্ষেত্রেও কারচুপির অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে Body:
মানস নস্কর

কাউন্সেলিঙে স্কুল বাছাইয়ের ক্ষেত্রেও কারচুপির অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রার্থীরা

কলকাতা ২৪ অক্টোবর ঃ
নিয়োগ সংক্রান্ত বিতর্ক যেনো স্কুল সার্ভিস কমিশনের পিছু ছাড়ছে না। এবার কাউন্সেলিং এ স্কুল বাছাই এর ক্ষেত্রে কারচুপির অভিযোগ। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন একাধিক সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক -শিক্ষিকারা।

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ - দ্বাদশ SLST ২০১৬ তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে বলা আছে কাউন্সেলিং শুরুর আগে চুড়ান্ত শুন্যপদ ঘোষণা করতে হবে। এবং স্কুল লিস্ট দিতে হবে। যাতে প্যানেলের শুরুর দিকে যাদের নাম থাকবে তারা কাছাকাছি স্কুল বেছে নিতে পারে।কিন্ত স্কুল সার্ভিস কমিশন অবৈধ ভাবে ধাপে ধাপে স্কুলের তালিকা প্রকাশ করেছে। তাতে প্যানেলের প্রথম দিকে যারা আছে তারা বাড়ির কাছাকাছি স্কুল বেছে নিতে পারে নি।কারন প্রথম দফার কাউন্সেলিঙে হয়ত দেখা গেলো বাড়ির কাছাকাছি স্কুল না পেয়ে একজন প্রার্থী ৪০০ কিলোমিটার দূরের একটি স্কুলে যোগদিতে বাধ্য হয়েছেন। এবং যারা প্যানেলের পিছন দিকে ছিলেন এবং চতুর্থ দফার কাউন্সেলিঙে দেখা যাচ্ছে প্রার্থীরা বাড়ির কাছাকাছি স্কুল পাচ্ছেন।এটা সম্পুর্ন অবৈধ। প্যানেলের প্রথম দিকে থাকা প্রার্থীদের স্কুল বাছাই এর ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে। কিন্ত স্কুল সার্ভিস কমিশান কি ভাবে এটা করছে সেই প্রশ্ন তুলেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর সিংগল বেঞ্চে মামলা করতে চলেছেন বুল্টি সামন্ত সহ আরো একাধিক সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা।


এই ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানালেন,"কাউন্সেলিং শুরুর আগেই চুড়ান্ত শুন্যপদের তালিকা প্রকাশ করতে হয় স্কুল সার্ভিস কমিশানকে। তাহলে চতুর্থ দফার কাউন্সেলিঙে এসে কি করে লিস্টে নতুন স্কুলের নাম দেয় স্কুল সার্ভিস কমিশন? এর মানেই হচ্ছে এখানে কিছু কারচুপি করা হচ্ছে। যার ফলে প্যানেলের শুরুর দিকে থাকার সত্তেও নিজেদের পছন্দ মতো স্কুল পাচ্ছেন না প্রার্থীরা!"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.