কলকাতা, 16 নভেম্বর: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে আলিপুর চিড়িয়াখানায় পাঁচদিনের চতুর্থ বার্ষিক চিড়িয়াখানা (Alipore Zoo) উৎসব শুরু হয়েছে । সেই উৎসবে গত কয়েক বছরের তুলনায় এ বছর কচিকাঁচাদের ভিড় বেড়েছে বলে দাবি করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ (Alipore Zoo Festival 2022) । 'বন্য প্রাণী' থিমের উপর আঁকা, নাটক ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুলের কচিকাঁচারা অংশগ্রহণ করেছে । ফলে নতুন প্রজন্ম তথা কচিকাঁচাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষার সচেতনতা বাড়ছে বলে মনে করা হচ্ছে ।
আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ডিরেক্টর আশিস কুমার সামন্ত ইটিভি ভারতকে বলেন, "করোনার কারণে গত 2 বছর বার্ষিক উৎসবের আয়োজন করা যায়নি । এবছরের চতুর্থ বার্ষিক উৎসব । যেখানে দেড়শোর বেশি স্কুল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । ছবি আঁকা, নাটক-সহ একাধিক ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষায় কী কী করা প্রয়োজন সে বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা ব্যাপক হারে বাড়ছে । আগামীতেও বাড়ুক । সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে বন্যপ্রাণীদের অস্তিত্ব বিলীন হচ্ছে । কমে যাচ্ছে বনাঞ্চল । নতুন প্রজন্ম যদি এ বিষয়ে সতর্ক না হয় আগামীতে ভয়াবহ সমস্যা নেমে আসবে । তাই পড়ুয়াদের এ বিষয়ে আগ্রহ বাড়াতে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিগত বছরগুলির তুলনায় বদল এনেছি ।"
আরও পড়ুন: 'বাবু'র জন্মদিন পালনে চিড়িয়াখানায় কেক কাটলেন মীর-স্বস্তিকা-সোহিনী
প্রতিযোগী স্কুল পড়ুয়া মৌপ্রিয়া বিশ্বাস বলেন, "আমরা এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি । বহু মানুষ আছেন যারা বন্যপ্রাণী মেরে ফেলেন । গাছ-গাছালি চুরি করে বিক্রি করে দেন, কেটে নিয়ে যান । কিন্তু সেটা যে ভয়াবহ ক্ষতি করে আমাদের সমাজে তার হিসাব কেউ রাখে না । সে বিষয়ে আমরা সচেতনতার বার্তা দিতে এবং নিজেরাও আরও বেশি করে জানতে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছি ।"