ETV Bharat / state

Alipore Zoo Festival 2022: আলিপুর চিড়িয়াখানার বার্ষিক উৎসবে কচিকাঁচাদের ভিড় - আলিপুর চিড়িয়াখানা

পাঁচদিনের জন্য চতুর্থ বার্ষিক চিড়িয়াখানা উৎসব শুরু হয়েছে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। 'বন্য প্রাণী' থিমের উপর আঁকা, নাটক ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে স্কুলের কচিকাঁচারা (Alipore Zoo Festival 2022)।

Alipore Zoo Festival 2022
আলিপুর চিড়িয়াখানার বার্ষিক উৎসবে কচিকাঁচাদের নজরকাড়া ভিড়
author img

By

Published : Nov 16, 2022, 8:20 PM IST

কলকাতা, 16 নভেম্বর: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে আলিপুর চিড়িয়াখানায় পাঁচদিনের চতুর্থ বার্ষিক চিড়িয়াখানা (Alipore Zoo) উৎসব শুরু হয়েছে । সেই উৎসবে গত কয়েক বছরের তুলনায় এ বছর কচিকাঁচাদের ভিড় বেড়েছে বলে দাবি করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ (Alipore Zoo Festival 2022) । 'বন্য প্রাণী' থিমের উপর আঁকা, নাটক ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুলের কচিকাঁচারা অংশগ্রহণ করেছে । ফলে নতুন প্রজন্ম তথা কচিকাঁচাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষার সচেতনতা বাড়ছে বলে মনে করা হচ্ছে ।

আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ডিরেক্টর আশিস কুমার সামন্ত ইটিভি ভারতকে বলেন, "করোনার কারণে গত 2 বছর বার্ষিক উৎসবের আয়োজন করা যায়নি । এবছরের চতুর্থ বার্ষিক উৎসব । যেখানে দেড়শোর বেশি স্কুল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । ছবি আঁকা, নাটক-সহ একাধিক ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষায় কী কী করা প্রয়োজন সে বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা ব্যাপক হারে বাড়ছে । আগামীতেও বাড়ুক । সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে বন্যপ্রাণীদের অস্তিত্ব বিলীন হচ্ছে । কমে যাচ্ছে বনাঞ্চল । নতুন প্রজন্ম যদি এ বিষয়ে সতর্ক না হয় আগামীতে ভয়াবহ সমস্যা নেমে আসবে । তাই পড়ুয়াদের এ বিষয়ে আগ্রহ বাড়াতে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিগত বছরগুলির তুলনায় বদল এনেছি ।"

আলিপুর চিড়িয়াখানার বার্ষিক উৎসবে কচিকাঁচাদের নজরকাড়া ভিড়

আরও পড়ুন: 'বাবু'র জন্মদিন পালনে চিড়িয়াখানায় কেক কাটলেন মীর-স্বস্তিকা-সোহিনী

প্রতিযোগী স্কুল পড়ুয়া মৌপ্রিয়া বিশ্বাস বলেন, "আমরা এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি । বহু মানুষ আছেন যারা বন্যপ্রাণী মেরে ফেলেন । গাছ-গাছালি চুরি করে বিক্রি করে দেন, কেটে নিয়ে যান । কিন্তু সেটা যে ভয়াবহ ক্ষতি করে আমাদের সমাজে তার হিসাব কেউ রাখে না । সে বিষয়ে আমরা সচেতনতার বার্তা দিতে এবং নিজেরাও আরও বেশি করে জানতে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছি ।"

কলকাতা, 16 নভেম্বর: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে আলিপুর চিড়িয়াখানায় পাঁচদিনের চতুর্থ বার্ষিক চিড়িয়াখানা (Alipore Zoo) উৎসব শুরু হয়েছে । সেই উৎসবে গত কয়েক বছরের তুলনায় এ বছর কচিকাঁচাদের ভিড় বেড়েছে বলে দাবি করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ (Alipore Zoo Festival 2022) । 'বন্য প্রাণী' থিমের উপর আঁকা, নাটক ইত্যাদি প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুলের কচিকাঁচারা অংশগ্রহণ করেছে । ফলে নতুন প্রজন্ম তথা কচিকাঁচাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষার সচেতনতা বাড়ছে বলে মনে করা হচ্ছে ।

আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ডিরেক্টর আশিস কুমার সামন্ত ইটিভি ভারতকে বলেন, "করোনার কারণে গত 2 বছর বার্ষিক উৎসবের আয়োজন করা যায়নি । এবছরের চতুর্থ বার্ষিক উৎসব । যেখানে দেড়শোর বেশি স্কুল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । ছবি আঁকা, নাটক-সহ একাধিক ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষায় কী কী করা প্রয়োজন সে বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা ব্যাপক হারে বাড়ছে । আগামীতেও বাড়ুক । সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে বন্যপ্রাণীদের অস্তিত্ব বিলীন হচ্ছে । কমে যাচ্ছে বনাঞ্চল । নতুন প্রজন্ম যদি এ বিষয়ে সতর্ক না হয় আগামীতে ভয়াবহ সমস্যা নেমে আসবে । তাই পড়ুয়াদের এ বিষয়ে আগ্রহ বাড়াতে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিগত বছরগুলির তুলনায় বদল এনেছি ।"

আলিপুর চিড়িয়াখানার বার্ষিক উৎসবে কচিকাঁচাদের নজরকাড়া ভিড়

আরও পড়ুন: 'বাবু'র জন্মদিন পালনে চিড়িয়াখানায় কেক কাটলেন মীর-স্বস্তিকা-সোহিনী

প্রতিযোগী স্কুল পড়ুয়া মৌপ্রিয়া বিশ্বাস বলেন, "আমরা এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি । বহু মানুষ আছেন যারা বন্যপ্রাণী মেরে ফেলেন । গাছ-গাছালি চুরি করে বিক্রি করে দেন, কেটে নিয়ে যান । কিন্তু সেটা যে ভয়াবহ ক্ষতি করে আমাদের সমাজে তার হিসাব কেউ রাখে না । সে বিষয়ে আমরা সচেতনতার বার্তা দিতে এবং নিজেরাও আরও বেশি করে জানতে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.