ETV Bharat / state

নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট

author img

By

Published : May 2, 2020, 12:13 PM IST

কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি । তারপরই গতকালই রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে অনিরুদ্ধ রায়ের নাম উল্লেখ করা হয় ।

ছবি
ছবি

কলকাতা, 2 মে : কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন অনিরুদ্ধ রায় । কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে । এরপর গতকাল রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিরুদ্ধ রায়কে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হচ্ছে ।

কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা 72 । কিন্তু, মাত্র 40টি পদে বিচারপতি ছিলেন । 32টি পদ শূন্য । এর মধ্যে বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়ায় 39-এ । কিন্তু, অনিরুদ্ধ রায় বিচারপতি নিযুক্ত হওয়ায় আবার সেই সংখ্যাটা দাঁড়াল 40 ।



কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি অনিরুদ্ধ রায় দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন । 1995 সালে তিনি আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে প্র‍্যাকটিস শুরু করেন । স্বভাবতই এরকম একজন আইনজীবী বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় সন্তুষ্ট সব পক্ষই ।

এর আগে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে কলেজিয়াম কলকাতা হাইকোর্টের 6 জন আইনজীবীকে সেখানকার বিচারপতি হিসাবে নিযুক্ত করার সুপারিশ করেছিল। কিন্তু, আইনমন্ত্রক মাত্র একজনকেই নিয়োগ করে ।

কলকাতা, 2 মে : কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন অনিরুদ্ধ রায় । কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে । এরপর গতকাল রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিরুদ্ধ রায়কে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হচ্ছে ।

কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা 72 । কিন্তু, মাত্র 40টি পদে বিচারপতি ছিলেন । 32টি পদ শূন্য । এর মধ্যে বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়ায় 39-এ । কিন্তু, অনিরুদ্ধ রায় বিচারপতি নিযুক্ত হওয়ায় আবার সেই সংখ্যাটা দাঁড়াল 40 ।



কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি অনিরুদ্ধ রায় দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন । 1995 সালে তিনি আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে প্র‍্যাকটিস শুরু করেন । স্বভাবতই এরকম একজন আইনজীবী বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় সন্তুষ্ট সব পক্ষই ।

এর আগে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে কলেজিয়াম কলকাতা হাইকোর্টের 6 জন আইনজীবীকে সেখানকার বিচারপতি হিসাবে নিযুক্ত করার সুপারিশ করেছিল। কিন্তু, আইনমন্ত্রক মাত্র একজনকেই নিয়োগ করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.