ETV Bharat / state

এবার কোরোনার থাবা CAB-তে - কোরোনায় আক্রান্ত

কোরোনার থাবা রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থায় । এর আগে প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা আক্রান্ত হয়েছিলেন । এবার CAB-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অস্থায়ী কর্মীর শরীরে ধরা পড়ল কোরোনা সংক্রমণ ৷

CAB
CAB
author img

By

Published : Jul 5, 2020, 10:00 AM IST

Updated : Jul 5, 2020, 10:08 AM IST

কলকাতা, 5 জুলাই : এবার CAB-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অস্থায়ী কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলল । তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেলে বিষয়টি সামনে এসেছে । তারপরই আগামী সাতদিনের জন্য CAB বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ।

আক্রান্তের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন CAB কর্তারা । সেইসঙ্গে ওই কর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

CAB-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, গত শুক্রবার দপ্তরে এসেছিলেন ওই কর্মী । সেইমতো আটদিন অতিক্রান্ত । তাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শমতো সাতদিন অফিস বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অফিস প্রতিদিন স্যানিটাইজ় করা হচ্ছে । কর্মীরা প্রতিদিন আসছেন না । তাঁদের রোটেশনে আসতে বলা হয়েছে । অ্যাকাউন্টস বিভাগ চালু ছিল। কারণ, তার প্রয়োজন ছিল । কিন্তু, এখন সেই বিভাগও বন্ধ রাখা হচ্ছে ।

CAB ইতিমধ্যে কোরোনা মহামারীর কারণে মরশুম বাতিল করেছে । ক্রিকেটারদের ট্রেনিং কবে শুরু হবে তা বলা যাচ্ছে না । পয়লা জুলাইয়ের অনুষ্ঠানে রাশ টানা হয়েছিল । চিকিৎসকদের পরামর্শ মেনে দূরত্ব বিধি মেনে কাজ চালানো হচ্ছে । তা সত্ত্বেও কোরোনার থাবা রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থায় । এর আগে প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা আক্রান্ত হয়েছিলেন । যদিও এখন তিনি সুস্থ । এবার হেড কোয়ার্টারে কোরোনার থাবা । সতর্কতা CABজুড়ে ।

কলকাতা, 5 জুলাই : এবার CAB-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অস্থায়ী কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলল । তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেলে বিষয়টি সামনে এসেছে । তারপরই আগামী সাতদিনের জন্য CAB বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ।

আক্রান্তের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন CAB কর্তারা । সেইসঙ্গে ওই কর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

CAB-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, গত শুক্রবার দপ্তরে এসেছিলেন ওই কর্মী । সেইমতো আটদিন অতিক্রান্ত । তাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শমতো সাতদিন অফিস বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অফিস প্রতিদিন স্যানিটাইজ় করা হচ্ছে । কর্মীরা প্রতিদিন আসছেন না । তাঁদের রোটেশনে আসতে বলা হয়েছে । অ্যাকাউন্টস বিভাগ চালু ছিল। কারণ, তার প্রয়োজন ছিল । কিন্তু, এখন সেই বিভাগও বন্ধ রাখা হচ্ছে ।

CAB ইতিমধ্যে কোরোনা মহামারীর কারণে মরশুম বাতিল করেছে । ক্রিকেটারদের ট্রেনিং কবে শুরু হবে তা বলা যাচ্ছে না । পয়লা জুলাইয়ের অনুষ্ঠানে রাশ টানা হয়েছিল । চিকিৎসকদের পরামর্শ মেনে দূরত্ব বিধি মেনে কাজ চালানো হচ্ছে । তা সত্ত্বেও কোরোনার থাবা রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থায় । এর আগে প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেনশর্মা আক্রান্ত হয়েছিলেন । যদিও এখন তিনি সুস্থ । এবার হেড কোয়ার্টারে কোরোনার থাবা । সতর্কতা CABজুড়ে ।

Last Updated : Jul 5, 2020, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.