কলকাতা, 19 মে : "আয়লার থেকেও ভয়ংকর হবে আমফান । সবাই সাবধানে থাকুন।" আজ সাংবাদিক বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি বলেন, "আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় । উপকূলের বাসিন্দাদের সরানো হচ্ছে । আজ ও কাল দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল বেলা 12টার পর বাড়ি থেকে বেরোবেন না । পরবর্তী নির্দেশ এলে তবেই বাইরে বেরোবেন । যাঁদের বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, তাঁরা নিকটবর্তী শিবিরে আসুন । থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।"
আগামীকাল পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া যাতে বন্ধ রাখা হয়, সেজন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "রেলকে অনুরোধ করেছি কাল যেন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর কাজ বন্ধ রাখা হয় । বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত বাইরের রাজ্য় থেকে যাতে কেউ না আসেন সেবিষয়ে নজর রাখা হবে ।"
মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । দুটি হেল্পলাইন নম্বর হল যথাক্রমে 22143526, 22141995 । পাশাপাশি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । টোল ফ্রি নম্বর হল 1070 । সব মিলিয়ে মোট 60টি লাইন চালু আছে ।
পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল সারাদিন নবান্নেই সকলে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী । আমফান নিয়ে আজ দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ অন্য দপ্তরগুলির সঙ্গেও বৈঠক করা হবে ।
এদিকে দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার বিরোধী দলগুলি বৈঠক করবে বলে আজকের সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী ।