"তিন দশক ধরে কংগ্রেসকে সুযোগ দিয়েছেন । 34 বছর বামপন্থীদের সুযোগ দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 বছর সুযোগ দিয়েছেন । পাঁচ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন ।" মেদিনীপুরের সভামঞ্চ থেকে বাংলার মানুষের কাছে আবেদন জানালেন অমিত শাহ ।
"দিদি, পুরো বাংলা এবার আপনার বিরুদ্ধে" - Speculations of Suvendu Adhikari
15:29 December 19
রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী । অমিত শাহর হাত ধরে যোগ দিলেন পদ্মশিবিরে । গায়ে পরলেন গেরুয়া জার্সি । বিজেপিতে যোগ দিলেন আরও এক ঝাঁক রাজ্য ও জেলাস্তরের নেতারা ।
15:27 December 19
"আর কতজনকে মারবেন ? দিদি পুরো বাংলা এবার আপনার বিরুদ্ধে ।" মেদিনীপুরের মাঠ থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ ।
15:24 December 19
"দিদি কান খুলে শুনে নিন, বিধানসভা ভোটের ফলাফল এলে দেখে নেবেন, 200-র বেশি আসন নিয়ে বিজেপি সরকার তৈরি করবে ।" মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ফের 200-র বেশি আসন জেতার কথা বললেন অমিত শাহ ।
15:15 December 19
- শুভেন্দুর নেতৃত্বে কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম থেকে নেতারা এসে দলে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করার জন্য ।
- "আজ সবে শুরু, ভোট আসতে আসতে আরও হবে । আপনি একা থেকে যাবেন ।" বললেন অমিত শাহ ।
- "যাঁরা আসছেন মা, মাটি, মানুষের স্লোগান তুলে শুরু করেছিলেন, কিন্তু আপনি এখন ভাইপোর কথা ভাবছেন ।" মেদিনীপুরের সভা মাঠে বললেন অমিত শাহ ।
15:14 December 19
মেদিনীপুরের সভাস্থানে বক্তব্য রাখছেন অমিত শাহ ।
15:10 December 19
- আমি চাই কলকাতা ও দিল্লিতে একই সরকার থাকুক : শুভেন্দু অধিকারী ।
15:10 December 19
- আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারে না । বললেন শুভেন্দু অধিকারী ।
15:05 December 19
"যখন কোরোনায় আক্রান্ত হয়েছিলাম, তখন দলের কেউ খোঁজ নেননি । অমিত শাহ ফোন করে খোঁজ নিয়েছিলেন ।" বললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী । বললেন "বিজেপি বহুত্ববাদে বিশ্বাস করে । দেশের শান অমিতজি ।"
15:01 December 19
বিজেপিতে যোগ দেওয়ার পর বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী ।
14:58 December 19
শুভেন্দুর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, বর্ধমান পূর্বর সাংসদ সুনীল মণ্ডল, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা, কর্নেল দীপ্তাংশ চৌধুরি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল ।
14:53 December 19
অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন শুভেন্দু অধিকারী । অমিত শাহকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু । শুভেন্দুকে বুকে জড়িয়ে নিলেন অমিত শাহ ।
14:50 December 19
"শুভেন্দু গণ আন্দোলনের ছেলে । শুভেন্দু বিজেপিতে যোগ দিতে বিজেপি নতুন করে শক্তি পাবে ।" মেদিনীপুরের জনসভায় বললেন মুকুল রায় । তৃণমূল তিন অঙ্কে পৌঁছাতে পারবে না বলেও জানালেন তিনি ।
14:46 December 19
- মেদিনীপুরের কলেজ মাঠে বক্তব্য রাখছেন মুকুল রায় ।
14:38 December 19
মেদিনীপুরের কলেজ মাঠের সভাস্থানে পৌঁছালেন অমিত শাহ । মঞ্চে অমিত শাহর পাশে শুভেন্দু অধিকারী ।
13:58 December 19
কলেজ মাঠে পৌঁছালেন শুভেন্দু অধিকারী ।
13:35 December 19
বালিজুড়িতে পৌঁছালেন অমিত শাহ । কৃষক পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন তিনি ।
13:26 December 19
তৃণমূলের 5 জন সংখ্যালঘু নেতা আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর । এই 5 জনের মধ্যে রয়েছেন, অহিদূল হক, পারভেজ রহমহ, আলমগীর মোল্লা, কবিরূল ইসলাম, করেন হাসেন খান । এছাড়াও রয়েছেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় ।
13:22 December 19
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মহামায়া মন্দিরে পৌঁছালেন অমিত শাহ । মন্দির কমিটির তরফে অমিত শাহর হাতে একটি স্মারক তুলে দেওয়া হয় ।
12:56 December 19
কর্ণগড়ের উদ্দেশে রওনা অমিত শাহর । সেখানে বালিজুড়িতে এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি ।
12:48 December 19
এটা আমার সৌভাগ্য যে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি কপালে লাগাতে পেরেছি : অমিত শাহ
12:47 December 19
"দেশের হয়ে প্রাণ দেওয়ার সুযোগ আসেনি । কিন্তু দেশের জন্য বাঁচার সুযোগ এসেছে ।" বললেন অমিত শাহ ।
12:46 December 19
"ক্ষুদিরাম বসু যতটা বাংলার, ততটাই ভারতের । " ক্ষুদিরাম বসুর জন্মভিটে পরিদর্শনের পর বললেন অমিত শাহ ।
12:46 December 19
সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিলেন অমিত শাহ ।
12:37 December 19
সূত্রের খবর, তৃণমূল ছাড়ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দিপালি বিশ্বাস ।
12:35 December 19
ক্ষুদিরাম বসুর জন্মভিটেয় তাঁর মূর্তিতে মাল্যদান করলেন অমিত শাহ ।
12:33 December 19
কলকাতার সুকিয়া স্ট্রিটে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ ব্যানার ।
12:29 December 19
মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর ভিটে পরিদর্শনে আসবেন অমিত শাহ । চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি ।
12:20 December 19
প্রায় 30 টি গাড়ির কনভয় মেদিনীপুরের উদ্দেশে ।
12:18 December 19
কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মণ্ডল, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআইএম বিধায়ক অশোক দিন্ডা, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশে ।
12:17 December 19
মেদিনীপুরে পৌঁছালেন অমিত শাহ ।
12:16 December 19
শুভেন্দু অধিকারী তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দিলেন । সাংবাদিকদের ভিক্টরি চিহ্ন দেখিয়ে গাড়িতে উঠে রওনা দিলেন তিনি ।
12:07 December 19
মেদিনীপুরে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আসবেন অমিত শাহ । মন্দির চত্বরে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি । গোটা এলাকাকে মুড়ে ফেলে হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায় ।
12:06 December 19
শুভেন্দু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অমিত শাহর সঙ্গে একই হেলিকপ্টারে কলকাতা থেকে মেদিনীপুরে আসছেন সদ্য তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী ।
12:02 December 19
কলকাতা থেকে ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ রওনা দিয়েছেন অমিত শাহ ।
11:38 December 19
আজ সকালে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে শিবপুজো করেন অমিত শাহ ।
15:29 December 19
রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী । অমিত শাহর হাত ধরে যোগ দিলেন পদ্মশিবিরে । গায়ে পরলেন গেরুয়া জার্সি । বিজেপিতে যোগ দিলেন আরও এক ঝাঁক রাজ্য ও জেলাস্তরের নেতারা ।
"তিন দশক ধরে কংগ্রেসকে সুযোগ দিয়েছেন । 34 বছর বামপন্থীদের সুযোগ দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 বছর সুযোগ দিয়েছেন । পাঁচ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন ।" মেদিনীপুরের সভামঞ্চ থেকে বাংলার মানুষের কাছে আবেদন জানালেন অমিত শাহ ।
15:27 December 19
"আর কতজনকে মারবেন ? দিদি পুরো বাংলা এবার আপনার বিরুদ্ধে ।" মেদিনীপুরের মাঠ থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ ।
15:24 December 19
"দিদি কান খুলে শুনে নিন, বিধানসভা ভোটের ফলাফল এলে দেখে নেবেন, 200-র বেশি আসন নিয়ে বিজেপি সরকার তৈরি করবে ।" মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ফের 200-র বেশি আসন জেতার কথা বললেন অমিত শাহ ।
15:15 December 19
- শুভেন্দুর নেতৃত্বে কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম থেকে নেতারা এসে দলে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করার জন্য ।
- "আজ সবে শুরু, ভোট আসতে আসতে আরও হবে । আপনি একা থেকে যাবেন ।" বললেন অমিত শাহ ।
- "যাঁরা আসছেন মা, মাটি, মানুষের স্লোগান তুলে শুরু করেছিলেন, কিন্তু আপনি এখন ভাইপোর কথা ভাবছেন ।" মেদিনীপুরের সভা মাঠে বললেন অমিত শাহ ।
15:14 December 19
মেদিনীপুরের সভাস্থানে বক্তব্য রাখছেন অমিত শাহ ।
15:10 December 19
- আমি চাই কলকাতা ও দিল্লিতে একই সরকার থাকুক : শুভেন্দু অধিকারী ।
15:10 December 19
- আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারে না । বললেন শুভেন্দু অধিকারী ।
15:05 December 19
"যখন কোরোনায় আক্রান্ত হয়েছিলাম, তখন দলের কেউ খোঁজ নেননি । অমিত শাহ ফোন করে খোঁজ নিয়েছিলেন ।" বললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী । বললেন "বিজেপি বহুত্ববাদে বিশ্বাস করে । দেশের শান অমিতজি ।"
15:01 December 19
বিজেপিতে যোগ দেওয়ার পর বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী ।
14:58 December 19
শুভেন্দুর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, বর্ধমান পূর্বর সাংসদ সুনীল মণ্ডল, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা, কর্নেল দীপ্তাংশ চৌধুরি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল ।
14:53 December 19
অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন শুভেন্দু অধিকারী । অমিত শাহকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু । শুভেন্দুকে বুকে জড়িয়ে নিলেন অমিত শাহ ।
14:50 December 19
"শুভেন্দু গণ আন্দোলনের ছেলে । শুভেন্দু বিজেপিতে যোগ দিতে বিজেপি নতুন করে শক্তি পাবে ।" মেদিনীপুরের জনসভায় বললেন মুকুল রায় । তৃণমূল তিন অঙ্কে পৌঁছাতে পারবে না বলেও জানালেন তিনি ।
14:46 December 19
- মেদিনীপুরের কলেজ মাঠে বক্তব্য রাখছেন মুকুল রায় ।
14:38 December 19
মেদিনীপুরের কলেজ মাঠের সভাস্থানে পৌঁছালেন অমিত শাহ । মঞ্চে অমিত শাহর পাশে শুভেন্দু অধিকারী ।
13:58 December 19
কলেজ মাঠে পৌঁছালেন শুভেন্দু অধিকারী ।
13:35 December 19
বালিজুড়িতে পৌঁছালেন অমিত শাহ । কৃষক পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন তিনি ।
13:26 December 19
তৃণমূলের 5 জন সংখ্যালঘু নেতা আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর । এই 5 জনের মধ্যে রয়েছেন, অহিদূল হক, পারভেজ রহমহ, আলমগীর মোল্লা, কবিরূল ইসলাম, করেন হাসেন খান । এছাড়াও রয়েছেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় ।
13:22 December 19
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মহামায়া মন্দিরে পৌঁছালেন অমিত শাহ । মন্দির কমিটির তরফে অমিত শাহর হাতে একটি স্মারক তুলে দেওয়া হয় ।
12:56 December 19
কর্ণগড়ের উদ্দেশে রওনা অমিত শাহর । সেখানে বালিজুড়িতে এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি ।
12:48 December 19
এটা আমার সৌভাগ্য যে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি কপালে লাগাতে পেরেছি : অমিত শাহ
12:47 December 19
"দেশের হয়ে প্রাণ দেওয়ার সুযোগ আসেনি । কিন্তু দেশের জন্য বাঁচার সুযোগ এসেছে ।" বললেন অমিত শাহ ।
12:46 December 19
"ক্ষুদিরাম বসু যতটা বাংলার, ততটাই ভারতের । " ক্ষুদিরাম বসুর জন্মভিটে পরিদর্শনের পর বললেন অমিত শাহ ।
12:46 December 19
সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিলেন অমিত শাহ ।
12:37 December 19
সূত্রের খবর, তৃণমূল ছাড়ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দিপালি বিশ্বাস ।
12:35 December 19
ক্ষুদিরাম বসুর জন্মভিটেয় তাঁর মূর্তিতে মাল্যদান করলেন অমিত শাহ ।
12:33 December 19
কলকাতার সুকিয়া স্ট্রিটে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ ব্যানার ।
12:29 December 19
মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর ভিটে পরিদর্শনে আসবেন অমিত শাহ । চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি ।
12:20 December 19
প্রায় 30 টি গাড়ির কনভয় মেদিনীপুরের উদ্দেশে ।
12:18 December 19
কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মণ্ডল, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআইএম বিধায়ক অশোক দিন্ডা, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশে ।
12:17 December 19
মেদিনীপুরে পৌঁছালেন অমিত শাহ ।
12:16 December 19
শুভেন্দু অধিকারী তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দিলেন । সাংবাদিকদের ভিক্টরি চিহ্ন দেখিয়ে গাড়িতে উঠে রওনা দিলেন তিনি ।
12:07 December 19
মেদিনীপুরে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আসবেন অমিত শাহ । মন্দির চত্বরে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি । গোটা এলাকাকে মুড়ে ফেলে হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায় ।
12:06 December 19
শুভেন্দু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অমিত শাহর সঙ্গে একই হেলিকপ্টারে কলকাতা থেকে মেদিনীপুরে আসছেন সদ্য তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী ।
12:02 December 19
কলকাতা থেকে ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ রওনা দিয়েছেন অমিত শাহ ।
11:38 December 19
আজ সকালে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে শিবপুজো করেন অমিত শাহ ।