ETV Bharat / state

চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের - 2024 সালের লোকসভা নির্বাচন

Amit Shah on BJP Government in West Bengal: বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে প্রতিবাদ সভা করে বিজেপি ৷ সেই সভার মূলবক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সভা থেকে তিনি 2026-এ বাংলায় বিজেপির সরকার গড়ার ডাক দেন ৷ পাশাপাশি 2024-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার আহ্বানও জানিয়েছেন তিনি ৷

Amit Shah-Narendra Modi
Amit Shah-Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 3:08 PM IST

Updated : Nov 29, 2023, 11:05 PM IST

ভোটারদের বার্তা অমিত শাহের

কলকাতা, 29 নভেম্বর: লক্ষ্য ছাব্বিশ ৷ 2023 এর শেষলগ্নে দাঁড়িয়ে সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন অমিত শাহ ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বাংলার মানুষ ও বিজেপি কর্মীদের বুঝিয়ে দিলেন 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিততেই হবে ৷ একই সঙ্গে জানিয়ে দিলেন, ছাব্বিশের ভোটে জেতার ভিত তৈরি করতে হবে 2024 সালের লোকসভা নির্বাচন থেকে ৷ ওই ভোটে জিতিয়ে আবার প্রধানমন্ত্রী করতে হবে নরেন্দ্র মোদিকে ৷

এ দিন যেখানে অমিত শাহ সভা করেন, ন’বছর আগে তিনি ঠিক একই জায়গায় সভা করেছিলেন ৷ ফলে ভাষণের শুরুতেই তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘2014 সালে এখানে এসেছিলাম ৷ এই জায়গা থেকে তৃণমূলকে হঠানোর কথা বলেছিলাম বিজেপির সভাপতি হিসেবে ৷ বাংলায় 18টি লোকসভা ও 77টি বিধানসভা আসন দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন পরবর্তী সরকার বিজেপিরই হবে ৷’’

এর পরই অন্য কয়েকটি প্রসঙ্গে উত্থাপন করেই আবার ফিরে যান ভোটের লড়াইয়ে ৷ বাংলার ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, ‘‘26-এ এখানে বিজেপির সরকার গড়তে হলে, 24-এ এর ভিত তৈরি করতে হবে ৷ মোদিজিকে বাংলা থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে ৷’’

এ দিন আধঘণ্টার কিছু কম সময় ধর্মতলার ওই মঞ্চে ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে এসে তিনি দাবি করেন, ‘‘26-এর ভোটে দুই তৃতীয়াংশ আসনে বিজেপি জিতে সরকার গড়বে ৷’’ এর পরই তিনি মনে করিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনের কথা ৷ অমিত শাহ বলেন, ‘‘তার আগে 24-এর ভোটে ৷ এত সিট দিন, যে শপথের পর মোদিজি বলতে পারেন আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি ৷’’

উল্লেখ্য, 2014 সালে যখন নরেন্দ্র মোদি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন, সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মাত্র দু’টি আসন (আসানসোল ও দার্জিলিং) জিতেছিল ৷ কিন্তু পাঁচ বছর পর সেই সংখ্যাটা বেড়ে হয় 18 ৷ চলতি বছরের এপ্রিলে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে আগামী লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন অমিত শাহ ৷ এ দিন অবশ্য কোনও সংখ্যা তাঁর মুখে শোনা যায়নি ৷

তবে বাংলায় বিজেপি ভালো ফল করবে বলেই মনে করেন তিনি ৷ সেই কথা তাঁর ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ৷ তিনি বাংলায় বিজেপি কর্মীদের খুনের প্রসঙ্গ উত্থাপন করেছেন ৷ তিনি বলেন, ‘‘212 জন বিজেপি কর্মী খুন হয়েছেন ৷ আমাদের কর্মীরা আমাদের ভাইয়ের থেকে আপন ৷’’ এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাবে বলেও তিনি দাবি করেছেন ৷ বলেছেন, ‘‘2024 এর নির্বাচন এলেই বুঝতে পারবেন ভোট দিয়ে কীভাবে রাজনৈতিক হত্যার বদলা নেওয়া যায় ৷’’

তৃণমূলের সঙ্গে তিনি বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ অমিত শাহ বলেন, ‘‘বাংলার ভালো তৃণমূল ও কমিউনিস্টরা করতে পারবেন না ৷ কংগ্রেস এখন তৃণমূলের কাছে আশ্রয় নিয়েছে ৷ বাংলার ভালো একমাত্র বিজেপিই করতে পারবে ৷’’

আরও পড়ুন:

  1. 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি
  2. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ
  3. বিপর্যয় মোকাবিলার আমূল পরিবর্তনে মোদির ভূমিকা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশিত বই

ভোটারদের বার্তা অমিত শাহের

কলকাতা, 29 নভেম্বর: লক্ষ্য ছাব্বিশ ৷ 2023 এর শেষলগ্নে দাঁড়িয়ে সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন অমিত শাহ ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বাংলার মানুষ ও বিজেপি কর্মীদের বুঝিয়ে দিলেন 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিততেই হবে ৷ একই সঙ্গে জানিয়ে দিলেন, ছাব্বিশের ভোটে জেতার ভিত তৈরি করতে হবে 2024 সালের লোকসভা নির্বাচন থেকে ৷ ওই ভোটে জিতিয়ে আবার প্রধানমন্ত্রী করতে হবে নরেন্দ্র মোদিকে ৷

এ দিন যেখানে অমিত শাহ সভা করেন, ন’বছর আগে তিনি ঠিক একই জায়গায় সভা করেছিলেন ৷ ফলে ভাষণের শুরুতেই তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘2014 সালে এখানে এসেছিলাম ৷ এই জায়গা থেকে তৃণমূলকে হঠানোর কথা বলেছিলাম বিজেপির সভাপতি হিসেবে ৷ বাংলায় 18টি লোকসভা ও 77টি বিধানসভা আসন দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন পরবর্তী সরকার বিজেপিরই হবে ৷’’

এর পরই অন্য কয়েকটি প্রসঙ্গে উত্থাপন করেই আবার ফিরে যান ভোটের লড়াইয়ে ৷ বাংলার ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, ‘‘26-এ এখানে বিজেপির সরকার গড়তে হলে, 24-এ এর ভিত তৈরি করতে হবে ৷ মোদিজিকে বাংলা থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে ৷’’

এ দিন আধঘণ্টার কিছু কম সময় ধর্মতলার ওই মঞ্চে ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে এসে তিনি দাবি করেন, ‘‘26-এর ভোটে দুই তৃতীয়াংশ আসনে বিজেপি জিতে সরকার গড়বে ৷’’ এর পরই তিনি মনে করিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনের কথা ৷ অমিত শাহ বলেন, ‘‘তার আগে 24-এর ভোটে ৷ এত সিট দিন, যে শপথের পর মোদিজি বলতে পারেন আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি ৷’’

উল্লেখ্য, 2014 সালে যখন নরেন্দ্র মোদি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন, সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মাত্র দু’টি আসন (আসানসোল ও দার্জিলিং) জিতেছিল ৷ কিন্তু পাঁচ বছর পর সেই সংখ্যাটা বেড়ে হয় 18 ৷ চলতি বছরের এপ্রিলে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে আগামী লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন জয়ের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন অমিত শাহ ৷ এ দিন অবশ্য কোনও সংখ্যা তাঁর মুখে শোনা যায়নি ৷

তবে বাংলায় বিজেপি ভালো ফল করবে বলেই মনে করেন তিনি ৷ সেই কথা তাঁর ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ৷ তিনি বাংলায় বিজেপি কর্মীদের খুনের প্রসঙ্গ উত্থাপন করেছেন ৷ তিনি বলেন, ‘‘212 জন বিজেপি কর্মী খুন হয়েছেন ৷ আমাদের কর্মীরা আমাদের ভাইয়ের থেকে আপন ৷’’ এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাবে বলেও তিনি দাবি করেছেন ৷ বলেছেন, ‘‘2024 এর নির্বাচন এলেই বুঝতে পারবেন ভোট দিয়ে কীভাবে রাজনৈতিক হত্যার বদলা নেওয়া যায় ৷’’

তৃণমূলের সঙ্গে তিনি বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ অমিত শাহ বলেন, ‘‘বাংলার ভালো তৃণমূল ও কমিউনিস্টরা করতে পারবেন না ৷ কংগ্রেস এখন তৃণমূলের কাছে আশ্রয় নিয়েছে ৷ বাংলার ভালো একমাত্র বিজেপিই করতে পারবে ৷’’

আরও পড়ুন:

  1. 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি
  2. সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না: অমিত শাহ
  3. বিপর্যয় মোকাবিলার আমূল পরিবর্তনে মোদির ভূমিকা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশিত বই
Last Updated : Nov 29, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.