ETV Bharat / state

দু'দিনের সফরে রাজ্যে শাহ, রয়েছে একাধিক কর্মসূচি - বিধানসভা নির্বাচনে বিজেপির প্রস্তুতি

মেদিনীপুরে সভা রয়েছে অমিতের ৷ ওই সভা থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু সহ একাধিক প্রাক্তন তৃণমূল নেতা-নেত্রীরা ৷

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Dec 19, 2020, 7:33 AM IST

Updated : Dec 19, 2020, 10:43 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর : কর্মসূচি আগেই ঘোষিত ছিল ৷ সেই মতো গতকাল মধ্যরাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যদিও রাত সাড়ে 11টা নাগাদ কলকাতা পৌঁছানোর কথা ছিল তাঁর ৷ কিন্তু বিমান বিভ্রাটের জেরে দু'ঘণ্টা দেরিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান ।

গতরাতে অমিত শাহ কলকাতায় আসার পর

গতকাল রাত একটা 30 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহের বিমান । দিল্লি থেকে বিএসএফের বিমানে কলকাতায় অবতরণ করার কথা ছিল তাঁর । কিন্তু বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় এয়ার ফোর্সের বিমানে কলকাতায় আসেন অমিত শাহ । রাতে নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে ওঠেন তিনি ।

  • Reached Kolkata!
    I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
    কলকাতায় পৌঁছালাম।
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk

    — Amit Shah (@AmitShah) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন বিধায়ক বনশ্রী মাইতি

সেখানেই আজ সকালে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ তারপর বেলা সেখান থেকে মধ্য কলকাতায় স্বামীজির বাসভবনে যাবেন অমিত শাহ ৷ সেখানে প্রায় তিরিশ মিনিট থাকার কথা রয়েছে তাঁর ৷ সেখান থেকে ফের রওনা দেবেন কলকাতা বিমানবন্দর ৷ তারপর বিমানে করে মেদিনীপুর রওনা দেবেন বিজেপি নেতা ৷ সেখানেই দলীয় সভা রয়েছে তাঁর৷

আজ কখন-কোথায় শাহ
আজ কখন-কোথায় শাহ

আরও পড়ুন : তৃণমূলেই আছেন, অরূপের সঙ্গে বৈঠকের পর জানালেন জিতেন্দ্র

প্রসঙ্গত, এই সভা রাজ্য বিজেপির কাছে আগের অনেক সভার থেকে অনেকটাই বেশি তাৎপর্যপূর্ণ ৷ কারণ এই সভা থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী ৷ শুরু করতে পারেন দীর্ঘ রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, শুধু শুভেন্দুই নয় ৷ তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন একাধিক প্রাক্তন তৃণমূল নেতা-নেত্রীরা ৷ সেই তালিকায় নাম রয়েছে, বনশ্রী মাইতি, শীলভদ্র দত্তের মতো সদ্য তৃণমূল থেকে ইস্তফা দেওয়া একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীরা ৷

কলকাতা, 19 ডিসেম্বর : কর্মসূচি আগেই ঘোষিত ছিল ৷ সেই মতো গতকাল মধ্যরাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যদিও রাত সাড়ে 11টা নাগাদ কলকাতা পৌঁছানোর কথা ছিল তাঁর ৷ কিন্তু বিমান বিভ্রাটের জেরে দু'ঘণ্টা দেরিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান ।

গতরাতে অমিত শাহ কলকাতায় আসার পর

গতকাল রাত একটা 30 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহের বিমান । দিল্লি থেকে বিএসএফের বিমানে কলকাতায় অবতরণ করার কথা ছিল তাঁর । কিন্তু বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় এয়ার ফোর্সের বিমানে কলকাতায় আসেন অমিত শাহ । রাতে নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে ওঠেন তিনি ।

  • Reached Kolkata!
    I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
    কলকাতায় পৌঁছালাম।
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk

    — Amit Shah (@AmitShah) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন বিধায়ক বনশ্রী মাইতি

সেখানেই আজ সকালে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ তারপর বেলা সেখান থেকে মধ্য কলকাতায় স্বামীজির বাসভবনে যাবেন অমিত শাহ ৷ সেখানে প্রায় তিরিশ মিনিট থাকার কথা রয়েছে তাঁর ৷ সেখান থেকে ফের রওনা দেবেন কলকাতা বিমানবন্দর ৷ তারপর বিমানে করে মেদিনীপুর রওনা দেবেন বিজেপি নেতা ৷ সেখানেই দলীয় সভা রয়েছে তাঁর৷

আজ কখন-কোথায় শাহ
আজ কখন-কোথায় শাহ

আরও পড়ুন : তৃণমূলেই আছেন, অরূপের সঙ্গে বৈঠকের পর জানালেন জিতেন্দ্র

প্রসঙ্গত, এই সভা রাজ্য বিজেপির কাছে আগের অনেক সভার থেকে অনেকটাই বেশি তাৎপর্যপূর্ণ ৷ কারণ এই সভা থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী ৷ শুরু করতে পারেন দীর্ঘ রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, শুধু শুভেন্দুই নয় ৷ তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন একাধিক প্রাক্তন তৃণমূল নেতা-নেত্রীরা ৷ সেই তালিকায় নাম রয়েছে, বনশ্রী মাইতি, শীলভদ্র দত্তের মতো সদ্য তৃণমূল থেকে ইস্তফা দেওয়া একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীরা ৷

Last Updated : Dec 19, 2020, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.