ETV Bharat / state

শিল্প পুনর্গঠন দপ্তর পেলেন অমিত মিত্র - new depertment to Amit Mitra

রাজ্যের নতুন দপ্তর গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠনের দায়িত্ব পেতে চলেছেন অমিত মিত্র । মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল তাঁর ।

অমিত মিত্র
author img

By

Published : Nov 25, 2019, 10:58 PM IST

কলকাতা, 25 নভেম্বর : রাজ্য মন্ত্রীসভায় গুরুত্ব বাড়ল অমিত মিত্রর । বাড়ল দায়িত্বও । অর্থ দপ্তরের পাশাপাশি পেলেন নতুন দপ্তরের দায়িত্ব । মুখ্যমন্ত্রীর সুপারিশে আজ রাজ্যপাল জগদীপ ধনকড় বিষয়টিতে স্বাক্ষর করেছেন ।

সম্প্রতি রাজ্য সরকার নতুন একটি দপ্তর তৈরি করেছে । সেটি হল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন (পাবলিক এন্টারপ্রাইজ় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন) দপ্তর । মুখ্যমন্ত্রীপ সুপারিশে এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয় অমিত মিত্রকে ।

আপাতত অমিত মিত্রর হাতে রয়েছে অর্থ, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর । তার সঙ্গে জুড়ল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন দপ্তর । রাজভবনের সুপারিশ অনুমোদনের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে ।

কলকাতা, 25 নভেম্বর : রাজ্য মন্ত্রীসভায় গুরুত্ব বাড়ল অমিত মিত্রর । বাড়ল দায়িত্বও । অর্থ দপ্তরের পাশাপাশি পেলেন নতুন দপ্তরের দায়িত্ব । মুখ্যমন্ত্রীর সুপারিশে আজ রাজ্যপাল জগদীপ ধনকড় বিষয়টিতে স্বাক্ষর করেছেন ।

সম্প্রতি রাজ্য সরকার নতুন একটি দপ্তর তৈরি করেছে । সেটি হল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন (পাবলিক এন্টারপ্রাইজ় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন) দপ্তর । মুখ্যমন্ত্রীপ সুপারিশে এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয় অমিত মিত্রকে ।

আপাতত অমিত মিত্রর হাতে রয়েছে অর্থ, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর । তার সঙ্গে জুড়ল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন দপ্তর । রাজভবনের সুপারিশ অনুমোদনের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে ।

Intro:কলকাতা, 25 নভেম্বর: রাজ্য মন্ত্রিসভায় আরো গুরুত্ব বাড়ল অমিত মিত্রর। বাড়ল দায়িত্ব। পেলেন নতুন তৈরি হওয়া দপ্তরের দায়িত্বও। মুখ্যমন্ত্রী সুপারিশে আজ রাজ্যপাল জগদীপ ধনকার বিষয়টিতে সই করে দিয়েছেন।Body:সম্পতি রাজ্য মন্ত্রিসভায় তৈরি করা হয়েছে নতুন এক দপ্তর। পাবলিক এন্টারপ্রাইজ এবং ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন। মুখ্যমন্ত্রী সুপারিশ করেন এই দপ্তরের দায়িত্ব দেওয়া হবে অমিত মিত্রকে। এই মুহূর্তে অমিত মিত্রর হাতে রয়েছে অর্থ, শিল্প, বানিজ্য, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দপ্তর। তার সঙ্গে পাবলিক এন্টারপ্রাইজ এবং ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন দপ্তরীর দায়িত্ব তাকেই দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুপারিশ গ্রহণ করেছেন রাজ্যপাল। Conclusion:আজ কিছুক্ষণ আগেই রাজভবনের সুপারিশ অনুমোদনের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে। ফলে নতুন দপ্তরের দায়িত্ব নিতে অমিত মিত্র আর কোন অসুবিধা নেই।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.