TMC Social Media Campaign: দিল্লিতে পরিবর্তন চাই ! জোট জল্পনার মাঝেই সোশালে জোরদার প্রচার তৃণমূলের - সোশালে তৃণমূলের প্রচার
কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের জন্য বিরোধী জোট তৈরি নিয়ে জল্পনা চলছে ৷ তারই মাঝে সোশাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করল তৃণমূল ৷ তাদের স্লোগান, দিল্লিতে পরিবর্তন চাই ৷
কলকাতা, 29 মে: এ বার পরিবর্তনের ডাক দিল্লিতে । আর এই লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় । 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছে । আর সেই প্রক্রিয়ার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রচার । যে প্রচারে দিল্লির মসনদে পরিবর্তনের মুখ হিসাবে সামনে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । সোমবার সোশাল মিডিয়ায় একটি ছবি ট্রেন্ডিং হয়েছে । যে ছবি প্রচারের পেছনে রয়েছে রাজ্যের শাসক দল । সেই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে দিল্লিতে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে ।
গত কয়েকদিন বারংবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে দিল্লির সিংহাসন থেকে বিজেপিকে হঠানোর ডাক দেওয়া হচ্ছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে, চব্বিশে বিজেপিকে হারাতে হলে জোটবদ্ধ লড়াইয়ের প্রাসঙ্গিকতা কী । এরপর গত 48 ঘণ্টায় কখনও নীতি আয়োগের বৈঠককে কেন্দ্র করে আবার কখনও নয়া সংসদ ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে যে বিরোধী ঐক্যের ছবি দেখা গিয়েছে, তাতেই উদ্বুদ্ধ এই রাজ্যের শাসক দল । আর সেই জায়গা থেকেই রাজ্যের শাসকদলের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে দিল্লিতে মোদি সরকারকে বদলের ডাক দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, এই নয়া পোস্টার এমন সময়ে পোস্ট করা হয়েছে, যখন আগামী 12 জুন বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মেলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে । ভুলে গেলে চলবে না, এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ জোটের নেতারা মমতার সেই প্রস্তাব মেনে নিয়ে পটনায় সম্মেলনের ডাক দিয়েছেন । এ বার কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিল মমতার দল । দেখা যাক, এই প্রচারে কতটা সঙ্ঘবদ্ধ লড়াইয়ের জন্য জমি প্রস্তুত হয় ।
আরও পড়ুন: দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের