কলকাতা, 29 অগাস্ট: রোগীদের জন্য পরিষেবা দেওয়া ছাড়া অন্য আর কোনও কাজে ব্যবহার করা যাবে না হাসপাতালের অ্যাম্বুলেন্স । রোগীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে বুধবার এমন এক নির্দেশ জারি করেছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । অন্য মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর কোনও পদক্ষেপ নিতে পারে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি স্বাস্থ্যভবন ।
রোগীদের পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত হবে অ্যাম্বুলেন্স । অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, রোগীদের জন্য পরিষেবা দেওয়ার বদলে অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয় অন্য নানা কাজে । কখনও হয়তো অ্যাম্বুলেন্সে চেপে স্বাস্থ্য ভবনে যাওয়া হয় প্রশাসনিক কাজের জন্য । কখনও আবার কোনও আধিকারিককে পৌঁছে দেওয়া হয় গন্তব্যে । এমনও হয়েছে, ধর্মঘটের দিনে অ্যাম্বুলেন্সে করে চিকিসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিয়ে আসা হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে । যদিও, বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের ছবি সেভাবে আর দেখা যায় না বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ ।
এদিকে, রোগীর প্রয়োজনে অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ উঠছিল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ধরনের অভিযোগের ভিত্তিতে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করেছেন । বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হয় । এই বিষয়ে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কয়েক জন রোগীর বাড়ির লোকেরা জানিয়েছিলেন, সব সময় অ্যাম্বুলেন্স পাওয়া যায় না । তাই এমন নির্দেশ জারি করা হয়েছে ।"
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে । স্বাভাবিক কারণেই, একাধিক রোগীর প্রয়োজনে সমস্যা দেখা দিতে পারে । অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো প্রসঙ্গে MSVP বলেন, ''সংখ্যা বাড়ানোর জন্য আমরা প্রস্তাব দেব ।" হাসপাতালের অ্যাম্বুলেন্স যতটা সম্ভব রোগীদের জন্য যাতে ব্যবহৃত হয়, তা দেখা হবে বলেও তিনি জানিয়েছেন ।
SSKM হাসপাতালের MSVP রঘুনাথ মিশ্রর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অ্যাম্বুলেন্স আমাদের এখানে রোগীর পরিষেবার কাজে ব্যবহার হয় ।" কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ইন্দ্রনীল বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অ্যাম্বুলেন্সের ব্যবহার আমাদের এখানে নিয়ন্ত্রণে রাখা হয়েছে । রোগীদের প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা হয় না ।"
রোগীদের প্রয়োজনে হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে কোনও পদক্ষেপ নিতে পারে কি না, তা নিয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হয় ৷ তবে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।