কলকাতা, 7 এপ্রিল : চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হলেন রোগিণী ৷ শহরের নামী হাসপাতাল শিশুমঙ্গলের ঘটনা ৷ দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই রোগিণী সম্প্রতি শিশুমঙ্গল হাসপাতালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৷ তখন অভিযুক্ত চিকিৎসক সাহিল চিকিৎসার নাম করে ওই রোগিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ ৷ ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা (Allegation Of Molestation Against Doctor) ৷
নির্যাতিতার অভিযোগ, গত 23 মার্চ তিনি শারীরিক অসুস্থতার জন্য শিশুমঙ্গলের ইউরোলজি ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে গিয়েছিলেন ৷ সেইসময়েই চিকিৎসক সাহিল তাঁর চিকিৎসার নাম করে শরীরের একাধিক জায়গায় স্পর্শ করেন ৷ ওই রোগিণী ঘটনাটি পরিবরের সদস্যদের জানান ৷ এরপরেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই রোগিণী ৷
নির্যাতিতা ওই রোগিণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে টলিগঞ্জ থানার পুলিশ ৷ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে । পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ওই চিকিৎসকের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা ।