কলকাতা, 16 অক্টোবর : মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টালিগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে টালিগঞ্জ মহিলা থানা এলাকার এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ঘর থেকে ডেকে নিয়ে যায় ওই এলাকারই এক যুবক। অভিযোগ, এরপরই ওই যুবতীকে ধর্ষণ করে সুমিত ঘোষ নামে ওই যুবক। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্থানীয় একটি ক্লাবের তরফ থেকে টালিগঞ্জ মহিলা থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা রুজু করা হয়।
আরও পড়ুন : Lady Rescued : আউশগ্রামে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা
অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ। পরে তাঁকে টালিগঞ্জ মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ঘটনায় আটক সুমিত ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হবে ৷