বিধাননগর, 12 এপ্রিল : বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল (Allegation of extortion in name of Bidhannagar Police Commissioner) ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুশোভন সাহা নামে এক ব্যক্তিকে ৷
কয়েক মাস আগে রাজারহাট থানায় বাগুইআটির বাসিন্দা অনির্বাণ সাহার নামে একটি অভিযোগ হয়েছিল ৷ সেই পুরানো মামলার নিষ্পত্তি করিয়ে দেওয়ার নাম করে দেড় লক্ষ টাকা নেয় অভিযুক্ত সুশোভন সাহা ৷ অনির্বাণ সাহার স্ত্রী জ্যোতি সাহার কাছ থেকে এই টাকা নেয় সে ৷
সুশোভন সাহা জানায় পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তার খুব ঘনিষ্ঠ ৷ বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও সেই মামলার নিষ্পত্তি সুশোভন সাহা করতে পারছিল না । সেই সময় সন্দেহ হয় জ্যোতি সাহার ৷ এর পরেই বাগুইআটির বাসিন্দা জ্যোতি সাহা বিধাননগর সাইবার ক্রাইম থানায় সমস্ত ঘটনা জানায় ৷
পরবর্তীতে একটি লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতি সাহা ৷ সেই অভিযোগের ভিত্তিতে বারাসাত থেকে অভিযুক্ত সুশোভন সাহাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ এদিন তাকে বিধাননগর আদালতে তোলা হয় ৷ পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল ৷ 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
আরও পড়ুন : Rape Allegation in Ultandanga : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ