কলকাতা ১৫ নভেম্বর :রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে অনিময়ের অভিযোগ উঠল । SAT-এ মামলা করলেন একাধিক প্রার্থী ।
রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । অনিয়মের অভিযোগ কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের। এই অভিযোগে আজ তাঁরা SAT (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)-এর দ্বারস্থ হলেন ।
2018 সালের ১ এপ্রিল রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ৫৭০২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে । বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য । ১৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে হোমগার্ডদের জন্য । যাঁরা ৩ বছরের বেশিদিন ধরে কর্মরত তাঁরা এই সংরক্ষণের আওতায় আসবেন বলে জানানো হয় ।
২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বোর্ড পরীক্ষা নেয় । প্রায় ৪ লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল । কিন্তু চলতি বছরের ২৭ সেপ্টেম্বর যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় সেখানে দেখা যায় রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের জন্য ১০ ও ১৫ শতাংশ সংরক্ষণ না মেনেই অন্যায়ভাবে অন্য প্রার্থীদের ঢুকিয়ে তালিকা প্রকাশ করেছে। প্রায় ৮-১০ বছর ধরে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের বঞ্চিত করা হয়েছে ।
এ ব্যাপারে প্রার্থীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানালেন, "কম পয়সায় কাজ করিয়ে নাও, সংরক্ষণ দেওয়ার দরকার নেই । এই নীতিতেই এখানে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে । হাজার হাজার কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড ৮-১০ বছর ধরে কাজ করার পরও সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন । এর বিরুদ্ধেই জাহাঙ্গির আলি সহ আরও ১৫ জন প্রার্থী SAT-এ আজ মামলা করেছেন।"