কলকাতা, 12 জুন : সব পড়ুয়া যেন কলেজে ভরতি হওয়ার সুযোগ পায় । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, CBSE-র কৃতী ছাত্র-ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভায় শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেন, "দেখতে হবে যেন সবাই সুযোগ পায় । সেটা কী করে হবে, সেটা আপনাদের দেখার দায়িত্ব ।"
আজ কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী । উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মলয় দে সহ একাধিক মন্ত্রী ও আমলা । বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা ও শিক্ষাদপ্তরের কাছে আমার একটাই বলার আছে, পড়াশোনা করতে চেয়ে ভরতি হতে পারল না, এটা যেন না হয় । দেখতে হবে সবাই যেন সুযোগ পায় । সেটা কী করে হবে, তা দেখা আপনাদের দায়িত্ব ।"
পূর্বতন বাম সরকারের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা টেনে শিক্ষামন্ত্রী বলেন, "যে হাহাকারটা অতীতে শোনা যেত যে ছাত্র-ছাত্রীরা ভরতি হতে পারছে না, সেটা এখন আর হয় না । 42টা বিশ্ববিদ্যালয় ও 50 টার উপরে কলেজে 40 হাজার আসন বৃদ্ধি হয়েছে ।"
বাংলায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সিভিল সার্ভিসে অনেক সুযোগ আছে । আমরা ইতিমধ্যেই সল্টলেকে ATI (অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইন্সস্টিটিউট) চালু করেছি । এখানে IAS, IPS চাকরি প্রার্থীদের আমরা ট্রেনিং দিচ্ছি । এছাড়া 300 টি পলিটেকনিক ও ITI তৈরি করেছি, যেখানে আমরা 'উৎকর্ষ বাংলা স্কিল' ট্রেনিং দিই ।"
রাজ্যের কৃতী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা সবথেকে ভালো । আজ অ্যামেরিকা, অস্ট্রেলিয়া যে কোনও জায়গায় দেখবে বেঙ্গল থেকে যে ছেলেমেয়েরা আছে, তারাই কিন্তু সব জায়গায় অ্যাডভাইজ়ার । আমাদের মেধার কোনও তুলনা হয় না । আমরা এজন্য জন্য গর্বিত।"