কলকাতা, ১৬ মার্চ : চলছেসর্বদলীয় বৈঠক। বেঙ্গল চেম্বার অফ কমার্সে পৌঁছালেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এসেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, BJP নেতা জয়প্রকাশ মজুমদার। CPI(M)-এর পক্ষ থেকে এসেছেন রবিন দেব। কংগ্রেসের পক্ষ থেকে এসেছেন প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত আছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এল এন মীনা। প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার।
৯টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন উপমুখ্য নির্বাচন কমিশনার। প্রথমে জাতীয়স্তরের দলগুলির সঙ্গে বৈঠক হবে। পরে রাজ্যস্তরের দলগুলির সঙ্গে বৈঠক করবেন উপমুখ্য নির্বাচন কমিশনার।