ETV Bharat / state

গুরুদায়িত্ব পেয়ে গুরুজনদের আশীর্বাদ নিতে পার্থ-বক্সির বাড়িতে অভিষেক - Abhishek seek blessings from Partha and Subrata

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

abhishek
abhishek
author img

By

Published : Jun 6, 2021, 2:28 PM IST

Updated : Jun 6, 2021, 2:45 PM IST

কলকাতা, 6 জুন : শুভকাজে নামার আগে গুরুজনদের আশীর্বাদ প্রয়োজন ৷ পা ছুঁয়ে বড়দের আশীর্বাদ নেওয়াটাই রীতি ৷ সেটাই করলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ পৌঁছে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির বাড়ি ৷

একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারি তিনি ৷ কাজের পুরস্কারও মিলেছে ৷ গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাজে লেগে পড়বেন দ্রুত ৷ তার আগে রবিবার সকালে গুরুজনদের আশীর্বাদ নিতে সোজা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির বাড়ি পৌঁছে গেলেন অভিষেক ৷ আজ সকাল 11 টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নাকতলায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যান। সেখানে গিয়ে তিনি তাঁর আশীর্বাদ নেন । নয়া দায়িত্ব গ্রহণের আগে গুরুজনদের পরামর্শ নিতে চাইছেন এই যুবনেতা । একইসঙ্গে ভবানীপুরে দলের রাজ্য সভাপতি তথা অপর প্রবীণ নেতা প্রাক্তন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সির বাড়িও যান ।

আরও পড়ুন : পিসি একা নন, সঙ্গে ভাইপোও; অভিষেকের উত্তরণ ঘটিয়ে মমতার কুশলী চাল

ঘনিষ্ঠ মহলে তৃণমূলের এই যুব নেতা জানিয়েছেন, দল তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন করতে সকলকে নিয়ে চলতে চান । এক্ষেত্রে দলের প্রবীণ নেতৃত্বকে সম্মান দিয়েই এগোবেন তিনি । কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে পরামর্শ নেন । সুব্রত বক্সি জানিয়েছেন, অভিষেক যেভাবে প্রবীণদের গুরুত্ব দিয়ে এগোতে চাইছেন তাতে দল লাভবান হবে । অভিষেকের চলার পথে সবরকম সাহায্য করবেন প্রবীণরা । তবে এই বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি ৷

কলকাতা, 6 জুন : শুভকাজে নামার আগে গুরুজনদের আশীর্বাদ প্রয়োজন ৷ পা ছুঁয়ে বড়দের আশীর্বাদ নেওয়াটাই রীতি ৷ সেটাই করলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ পৌঁছে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির বাড়ি ৷

একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারি তিনি ৷ কাজের পুরস্কারও মিলেছে ৷ গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাজে লেগে পড়বেন দ্রুত ৷ তার আগে রবিবার সকালে গুরুজনদের আশীর্বাদ নিতে সোজা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির বাড়ি পৌঁছে গেলেন অভিষেক ৷ আজ সকাল 11 টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নাকতলায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যান। সেখানে গিয়ে তিনি তাঁর আশীর্বাদ নেন । নয়া দায়িত্ব গ্রহণের আগে গুরুজনদের পরামর্শ নিতে চাইছেন এই যুবনেতা । একইসঙ্গে ভবানীপুরে দলের রাজ্য সভাপতি তথা অপর প্রবীণ নেতা প্রাক্তন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সির বাড়িও যান ।

আরও পড়ুন : পিসি একা নন, সঙ্গে ভাইপোও; অভিষেকের উত্তরণ ঘটিয়ে মমতার কুশলী চাল

ঘনিষ্ঠ মহলে তৃণমূলের এই যুব নেতা জানিয়েছেন, দল তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন করতে সকলকে নিয়ে চলতে চান । এক্ষেত্রে দলের প্রবীণ নেতৃত্বকে সম্মান দিয়েই এগোবেন তিনি । কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে পরামর্শ নেন । সুব্রত বক্সি জানিয়েছেন, অভিষেক যেভাবে প্রবীণদের গুরুত্ব দিয়ে এগোতে চাইছেন তাতে দল লাভবান হবে । অভিষেকের চলার পথে সবরকম সাহায্য করবেন প্রবীণরা । তবে এই বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি ৷

Last Updated : Jun 6, 2021, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.