কলকাতা, 29 ডিসেম্বর : সব কাজের দিনই খোলা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, সেকশন, বিভাগ, স্কুল ও লাইব্রেরি । আগামী বছরের 4 জানুয়ারি থেকে সবদিনের জন্য খুলে দেওয়া হচ্ছে । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্নেহমঞ্জু বসু ।
প্রতিটি দপ্তর, বিভাগ, সেকশন, স্কুল ও লাইব্রেরির প্রধানদের এমনভাবে রোস্টার তৈরি করতে বলা হয়েছে যাতে কর্মীরা সপ্তাহে অন্তত তিনটি কাজের দিনে অফিসে আসেন । এবং সকাল 10টা থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত কাজে থাকেন । কোনও কর্মী রোস্টার মেনে কাজে না এলে তাঁকে অনুপস্থিত বলে ধরা হবে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে ।
আনলক পর্ব শুরু হওয়ার পরেই সরকারি নির্দেশিকা মেনে জরুরি দপ্তরগুলি সপ্তাহে দুই-তিন দিন খোলার ব্যবস্থা করা হয়েছিল । তবে বন্ধ ছিল লাইব্রেরিগুলি । সম্প্রতি পড়ুয়াদের তরফে দাবি উঠেছিল, সপ্তাহে 5 দিনই বিভাগীয় ও সেন্ট্রাল লাইব্রেরি খুলে রাখার ব্যবস্থা করতে হবে । পাশাপাশি লাইব্রেরি ক্লিয়ারেন্সের মতো অন্যান্য ক্লিয়ারেন্স না পেলে চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল । তারই ভিত্তিতে গত 24 ডিসেম্বর অল ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে বিভাগীয় এবং সেন্ট্রাল লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ।
যে সকল পড়ুয়ারা ক্যাম্পাসে এসে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে পারবেন না তাঁদের জন্য অনলাইনে লাইব্রেরি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার ব্যবস্থাও করা হয়েছে । ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে সেন্ট্রাল লাইব্রেরির তরফে ।