কলকাতা, 2 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় ৷ 16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে (Partha in Jail Custody)৷ শুধু তিনি নয়, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহাকেও 16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । বৃহস্পতিবার সিবিআই আধিকারিকদের তদন্তের গতি বাড়ানোর নির্দেশ দেয় আদালত ।
কেন এখনও প্রভাবশালী তকমা ? প্রশ্ন পার্থর আইনজীবীর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আজ 16 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । এ দিন আদালতে এসপি সিনহা এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে সওয়ালে বলা হয় যে, পার্থ চট্টোপাধ্যায় এখন আর প্রভাবশালী নন । সরকারের কোনও পদে তিনি আর নেই । তাও কেন সিবিআই-এর তরফে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের উপর প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছে ?
জামিনের আবেদন খারিজ আদালতের: পাশাপাশি শান্তি প্রসাদ সিনহার আইনজীবীদের তরফে এ দিন প্রশ্ন করা হয় যে, এর আগের দফাতেও তাঁরা সংশোধনাগারে ছিলেন । কিন্তু একবারও হেফাজতে থাকাকালীন সিবিআই সংশোধনাগারে গিয়ে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেনি । তাও কেন তাঁদের জেলে রাখা হবে ? যদিও তা সত্বেও পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তি প্রসাদ সিনহাকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় আলিপুর আদালত ৷
আরও পড়ুন: প্রেসিডেন্সি সংশোধনাগারে সরস্বতী পুজোয় অংশগ্রহণের অনুমতি নেই, তবে বিশেষ খাবার পাবেন পার্থ
সিবিআইকে তদন্তে গতি আনার নির্দেশ: পাশাপাশি সিবিআই আধিকারিকদের তদন্তে গতি আনার কথাও বলেন বিচারক । আদালতে সিবিআই আধিকারিকদের উদ্দেশে বলেছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? পাশাপাশি তাঁদের নাম পরিচয় কেন প্রকাশ্যে আনা হচ্ছে না ? আদালতের তরফে সিবিআই আধিকারিকদের এসএসসি দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি বৃদ্ধি করতে বলা হয়েছে ।