ETV Bharat / state

উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা, পশ্চিমে বৃষ্টির পূর্বাভাস - উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ৷ আগামীকাল দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

Weather report
উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা
author img

By

Published : Jan 29, 2021, 1:29 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : উত্তরবঙ্গ জুড়ে এখনও পর্যন্ত ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে । আগামী 48 ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ।

আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মূলত এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা সামান্য কিছুটা কমতে পারে ৷ কারণ উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে । তবে আগামীকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে সপ্তাহের শেষে ফের শীতের আমেজ বজায় থাকবে ।

আরও পড়ুন, সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার অপমান দুর্ভাগ্যজনক : রাষ্ট্রপতি

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 29 জানুয়ারি : উত্তরবঙ্গ জুড়ে এখনও পর্যন্ত ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে । আগামী 48 ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ।

আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মূলত এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা সামান্য কিছুটা কমতে পারে ৷ কারণ উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে । তবে আগামীকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে সপ্তাহের শেষে ফের শীতের আমেজ বজায় থাকবে ।

আরও পড়ুন, সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার অপমান দুর্ভাগ্যজনক : রাষ্ট্রপতি

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.