কলকাতা, 9 এপ্রিল : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী 48 ঘণ্টার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও বর্ধমানের বেশ কিছু অংশেও আলিপুর আবহাওয়া অফিসের তরফে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে। এর ফলেই ঝড়-বৃষ্টি হচ্ছে।