ETV Bharat / state

Akhil Bharat Hindu Mahasabha: তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে ইচ্ছুক অখিল ভারত হিন্দু মহাসভা - চন্দ্রচূড় গোস্বামী

বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের থেকে বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে গত তিনদিন ধরে ধরনা বিক্ষোভ করছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ এবার সেই ধরনা বিক্ষোভে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল অখিল ভারত হিন্দু মহাসভা ৷

Akhil Bharat Hindu Mahasabha
অখিল ভারত হিন্দু মহাসভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 9:41 PM IST

তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে ইচ্ছুক অখিল ভারত হিন্দু মহাসভা

কলকাতা, 7 অক্টোবর: তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে চায় হিন্দু মহাসভা । শনিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও ফ্ল্যাগ নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ সভায় উপস্থিত হন । তাঁদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ সমস্যায় পড়ছেন । সেই সাধারণ মানুষের অধিকারের দাবিতে তৃণমূলের এই ধরনায় তারাও সামিল হতে চায় । অনুমতি পেলে আগামী সোমবার থেকে যতদিন পর্যন্ত ধরনা চলবে ততদিন তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ।

অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক চন্দ্রচূড় গোস্বামী বলেন, "প্রসঙ্গ যখন বাংলার উন্নয়ন তখন রাজ্যের সনাতনী মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে আমরা আছি । আজ কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে সেই মেহনতি এবং খেটে খাওয়া মানুষ সমস্যায় পড়ছেন । তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । আমরা চাই যে কোনও মূল্যে তাদের হকের টাকা ফিরিয়ে দেওয়া হোক । দ্রুতই সমস্যার সমাধান হোক ।" শুধু রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নয় ! এনআরসি-সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছেন বলেও অভিযোগ করেন চন্দ্রচূড় গোস্বামী ।

তাঁর কথায়, রাজ্যে মতুয়া-সহ যে সমস্ত সনাতনী মানুষ রয়েছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই । তাছাড়া কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নানানরকম মিউজিয়াম ও বিল্ডিং তৈরি করছে তাতে সাধারণ মানুষের দুরাবস্থা কাটছে না । একদিকে বিপুল টাকা খরচ করছে আর অন্যদিকে নরখাদকের মত সাধারণ সনাতনী খেটে খাওয়া মানুষের হকের টাকা মেরে খাওয়া হচ্ছে । ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই নরখাদকদের ক্ষমা করবে না ।

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য এবং রাজভবনের যখন সংঘাত বাধে তখনই এই অখিল ভারত হিন্দু মহাসভা তরফে স্পষ্ট বলা হয়, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তকে তারা মেনে নেবে । শুধু তাই নয়, তাদের ব্যানারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এমনকী নাথুরাম গডসেও আছে । এরাই আবার গত বছর দুর্গাপুজোতে মহাত্মা গান্ধিকে 'অসুর' সাজিয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্ক হয় । তারাই এখন বাংলার মানুষের বঞ্চনা নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে চাইছে । এখন তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এই আবেদন সাড়া দেওয়া হবে কি না, তা সময়ই বলবে ।

আরও পড়ুন: 'আড়াই ঘণ্টা অপেক্ষা করেছি, দিল্লিতে দেখাই করতে চাননি অভিষেকরা', কলকাতায় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

অন্যদিকে আজই কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিল্লি বিক্ষোভের তুমুল সমালোচনা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, "দিল্লিতে সেদিন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব বলে আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলাম ৷ কিন্তু, দেখা করতে চায়নি তৃণমূল ৷ ওরা মিথ্যে কথা বলছে ৷" যদিও রাজ্যের শাসকদল তা মানতে নারাজ । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা কথা বলছেন ।

তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে ইচ্ছুক অখিল ভারত হিন্দু মহাসভা

কলকাতা, 7 অক্টোবর: তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে চায় হিন্দু মহাসভা । শনিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও ফ্ল্যাগ নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ সভায় উপস্থিত হন । তাঁদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ সমস্যায় পড়ছেন । সেই সাধারণ মানুষের অধিকারের দাবিতে তৃণমূলের এই ধরনায় তারাও সামিল হতে চায় । অনুমতি পেলে আগামী সোমবার থেকে যতদিন পর্যন্ত ধরনা চলবে ততদিন তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ।

অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক চন্দ্রচূড় গোস্বামী বলেন, "প্রসঙ্গ যখন বাংলার উন্নয়ন তখন রাজ্যের সনাতনী মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে আমরা আছি । আজ কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে সেই মেহনতি এবং খেটে খাওয়া মানুষ সমস্যায় পড়ছেন । তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । আমরা চাই যে কোনও মূল্যে তাদের হকের টাকা ফিরিয়ে দেওয়া হোক । দ্রুতই সমস্যার সমাধান হোক ।" শুধু রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নয় ! এনআরসি-সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছেন বলেও অভিযোগ করেন চন্দ্রচূড় গোস্বামী ।

তাঁর কথায়, রাজ্যে মতুয়া-সহ যে সমস্ত সনাতনী মানুষ রয়েছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই । তাছাড়া কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নানানরকম মিউজিয়াম ও বিল্ডিং তৈরি করছে তাতে সাধারণ মানুষের দুরাবস্থা কাটছে না । একদিকে বিপুল টাকা খরচ করছে আর অন্যদিকে নরখাদকের মত সাধারণ সনাতনী খেটে খাওয়া মানুষের হকের টাকা মেরে খাওয়া হচ্ছে । ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই নরখাদকদের ক্ষমা করবে না ।

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য এবং রাজভবনের যখন সংঘাত বাধে তখনই এই অখিল ভারত হিন্দু মহাসভা তরফে স্পষ্ট বলা হয়, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তকে তারা মেনে নেবে । শুধু তাই নয়, তাদের ব্যানারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এমনকী নাথুরাম গডসেও আছে । এরাই আবার গত বছর দুর্গাপুজোতে মহাত্মা গান্ধিকে 'অসুর' সাজিয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্ক হয় । তারাই এখন বাংলার মানুষের বঞ্চনা নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে চাইছে । এখন তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এই আবেদন সাড়া দেওয়া হবে কি না, তা সময়ই বলবে ।

আরও পড়ুন: 'আড়াই ঘণ্টা অপেক্ষা করেছি, দিল্লিতে দেখাই করতে চাননি অভিষেকরা', কলকাতায় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

অন্যদিকে আজই কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিল্লি বিক্ষোভের তুমুল সমালোচনা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, "দিল্লিতে সেদিন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব বলে আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলাম ৷ কিন্তু, দেখা করতে চায়নি তৃণমূল ৷ ওরা মিথ্যে কথা বলছে ৷" যদিও রাজ্যের শাসকদল তা মানতে নারাজ । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা কথা বলছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.