কলকাতা, 23 মার্চ : তাদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার । কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন অনেকে । তাদের খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিনামূল্যে সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা ৷
আট দফা দাবি নিয়ে AIUTUC-র রাজ্য সম্পাদক অশোক দাস আজ শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন । যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিকদের রক্ষা করার আবেদন জানানো হয়েছে চিঠিতে ।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আকাশ, সড়ক সহ জলপথকেও বিধিনিষেধের আওতায় আনতে হবে বলে দাবি জানিয়েছে AIUTUC ৷ সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের 22 থেকে 27 মার্চ পর্যন্ত সবেতন ছুটির ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা ৷
প্রত্যেক শ্রমিককে মাস্ক, স্যানিটাইজ়ার সহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়ার আবেদনও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে । এছাড়া কোরোনায় আক্রান্ত হয়ে মৃতদের 10 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে ৷