ETV Bharat / state

Kolkata Air Pollution: উনুনের কালো ধোঁয়ার ‘বিষাক্ত চুম্বন‘ শহরের বাতাসে - গ্যাসের দাম বৃদ্ধি

শীতকাল এলেই শহরের দূষণের মাত্রা বাড়তে থাকে ৷ যার অন্যতম কারণ উনুনের ধোঁয়া ৷ যা প্রতিনিয়ত বাতাসে মিশছে, তাতেই বাড়ছে দূষণ ( Air Pollution)৷ বায়ু দূষণ প্রতিরোধে শহরের হোটেলগুলিতে উনুন ব্যবহারে নিয়ন্ত্রণ করলেও, আবার বাড়ছে উনুনের ব্যবহার ৷

Air Pollution
ETV Bharat
author img

By

Published : Nov 19, 2022, 10:33 PM IST

কলকাতা, 19 নভেম্বর: গ্যাসের দাম বৃদ্ধির কাঁটায় দোকানে ফিরেছে উনুন । শহরের বাতাসে দূষণের মাত্রা কমাতে উনুন জ্বালানোয় নিয়ন্ত্রণ আনার পদক্ষেপ নিয়েছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণে ছোট ছোট খাবার বিক্রেতাদের দোকানে উনুনের পরিবর্তে বিনামূল্যে গ্যাস ওভেন দেওয়া হয়েছিল জ্বালানোর জন্য। জামা-কাপড় ইস্ত্রি করেন এমন দোকানদারদের বৈদ্যুতিক আয়রন দেওয়া হয়েছিল। যাতে উনুনের কালো ধোঁয়া বাতাসে না-মেশে । বাতাসে কার্বনকণার মাত্রা বৃদ্ধি না-হয় ।

আরও পড়ুন: পরিবেশ দূষণ ঠেকাতে কী করছে কলকাতা ? আন্তর্জাতিক মঞ্চে জানালেন দেবাশিস কুমার

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতায় পুলিশের সাহায্যে কয়েক দফায় সমীক্ষা চালিয়ে বেশ কিছু খাবারের দোকান, ছোট হোটেল, ইস্ত্রির দোকান চিহ্নিত করা হয়। কলকাতা কর্পোরেশনের সহায়তায় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গ্যাস ওভেন, সিলিন্ডার এবং বৈদ্যুতিক আয়রন দেন । প্রায় 2600-2800টি গ্যাস ওভেন ও সিলিন্ডার দেওয়া হয় বিনামূল্যে । 600-800 জনকে বৈদ্যুতিক আয়রন দেওয়া । 2019 সালে কয়েক দফায় এই পদক্ষেপ নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বর্তমানে দক্ষিণ কলকাতার ছোট ছোট হোটেলগুলিতে গ্যাসের ব্যাবহার হলেও, উত্তর কলকাতায় আবারও উনুন ব্যবহার শুরু হয়েছে ৷ বিশেষত কেশবচন্দ্র সেন স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, বিধান সরণী, চিড়িয়ামোড় সব জায়গায় একই ছবি ।

আরও পড়ুন: কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে

হোটেল ব্যবসায়ীদের কথায়, গ্যাস ওভেন দেওয়ার পর তারা সেটাই ব্যাবহার করতেন । কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে থাকল তাতে তাঁরা লাভের মুখ দেখতে পান না বললেই চলে ৷ 19.5 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক সময় 2300 টাকা হয়েছিল । বর্তমানে তা দাঁড়িয়েছে 1846 টাকায় । এত টাকা দিয়ে গ্যাস ব্যাবহার করলে অল্প দামে খাবার বিক্রি সম্ভব নয়। আর দাম বাড়লে ক্রেতার সংখ্যা কমবে। তার উপর বিদ্যুতের খরচও বাড়তে থাকায় ছোট ছোট ইস্ত্রি দোকানদাররাও পুরনো পদ্ধতিতে ফিরে গিয়েছেন ৷

উনুনের কালো ধোঁয়া, গ্রাস করছে বাতাসের স্নিগ্ধতা

এবিষয় কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে দুর্বিষহ হয়ে উঠছে জীবন। তবুও সুস্থ পরিবেশ দরকার। ফের যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভালো কোনও পদক্ষেপ গ্রহণ করে তাহলে সাহায্য করব । কলকাতার মানুষ কলকাতায় থাকবে । পরিবেশ বাঁচিয়ে কীভাবে ব্যবসা করবে সেই দিকেও নজর দিচ্ছে প্রশাসন ৷

কলকাতা, 19 নভেম্বর: গ্যাসের দাম বৃদ্ধির কাঁটায় দোকানে ফিরেছে উনুন । শহরের বাতাসে দূষণের মাত্রা কমাতে উনুন জ্বালানোয় নিয়ন্ত্রণ আনার পদক্ষেপ নিয়েছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণে ছোট ছোট খাবার বিক্রেতাদের দোকানে উনুনের পরিবর্তে বিনামূল্যে গ্যাস ওভেন দেওয়া হয়েছিল জ্বালানোর জন্য। জামা-কাপড় ইস্ত্রি করেন এমন দোকানদারদের বৈদ্যুতিক আয়রন দেওয়া হয়েছিল। যাতে উনুনের কালো ধোঁয়া বাতাসে না-মেশে । বাতাসে কার্বনকণার মাত্রা বৃদ্ধি না-হয় ।

আরও পড়ুন: পরিবেশ দূষণ ঠেকাতে কী করছে কলকাতা ? আন্তর্জাতিক মঞ্চে জানালেন দেবাশিস কুমার

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতায় পুলিশের সাহায্যে কয়েক দফায় সমীক্ষা চালিয়ে বেশ কিছু খাবারের দোকান, ছোট হোটেল, ইস্ত্রির দোকান চিহ্নিত করা হয়। কলকাতা কর্পোরেশনের সহায়তায় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গ্যাস ওভেন, সিলিন্ডার এবং বৈদ্যুতিক আয়রন দেন । প্রায় 2600-2800টি গ্যাস ওভেন ও সিলিন্ডার দেওয়া হয় বিনামূল্যে । 600-800 জনকে বৈদ্যুতিক আয়রন দেওয়া । 2019 সালে কয়েক দফায় এই পদক্ষেপ নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বর্তমানে দক্ষিণ কলকাতার ছোট ছোট হোটেলগুলিতে গ্যাসের ব্যাবহার হলেও, উত্তর কলকাতায় আবারও উনুন ব্যবহার শুরু হয়েছে ৷ বিশেষত কেশবচন্দ্র সেন স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, বিধান সরণী, চিড়িয়ামোড় সব জায়গায় একই ছবি ।

আরও পড়ুন: কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে

হোটেল ব্যবসায়ীদের কথায়, গ্যাস ওভেন দেওয়ার পর তারা সেটাই ব্যাবহার করতেন । কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে থাকল তাতে তাঁরা লাভের মুখ দেখতে পান না বললেই চলে ৷ 19.5 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক সময় 2300 টাকা হয়েছিল । বর্তমানে তা দাঁড়িয়েছে 1846 টাকায় । এত টাকা দিয়ে গ্যাস ব্যাবহার করলে অল্প দামে খাবার বিক্রি সম্ভব নয়। আর দাম বাড়লে ক্রেতার সংখ্যা কমবে। তার উপর বিদ্যুতের খরচও বাড়তে থাকায় ছোট ছোট ইস্ত্রি দোকানদাররাও পুরনো পদ্ধতিতে ফিরে গিয়েছেন ৷

উনুনের কালো ধোঁয়া, গ্রাস করছে বাতাসের স্নিগ্ধতা

এবিষয় কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে দুর্বিষহ হয়ে উঠছে জীবন। তবুও সুস্থ পরিবেশ দরকার। ফের যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভালো কোনও পদক্ষেপ গ্রহণ করে তাহলে সাহায্য করব । কলকাতার মানুষ কলকাতায় থাকবে । পরিবেশ বাঁচিয়ে কীভাবে ব্যবসা করবে সেই দিকেও নজর দিচ্ছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.