ETV Bharat / state

AICC Letter on Adani Issue: আদানি কাণ্ডে বিজেপির ভূমিকা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে প্রদেশ কংগ্রেসকে দিল্লির নির্দেশ - মোদি সরকার

আদানি বিতর্কে (Adani Controversy) বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে গ্রামের মানুষও সামগ্রিক বিষয় তুলে ধরতে নির্দেশ দিল এআইসিসি ৷ সেই কারণে সব প্রদেশ কংগ্রেস কমিটিকে চিঠি লেখা হয়েছে এআইসিসির তরফে (AICC sent Letter to All PCC) ৷

AICC Letter on Adani Issue
AICC Letter on Adani Issue
author img

By

Published : Feb 6, 2023, 1:00 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report) সামনে আসার পর আদানির শেয়ার পতন কাণ্ডের তথ্য দেশের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে চায় কংগ্রেস (Congress) । এই নিয়ে ইতিমধ্যে রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ কংগ্রেসের জাতীয়স্তরের নেতারা বিজেপিকে তোপ দাগছেন ৷ একই ভাবে গ্রামীণ ভারতের কাছেও সেই তথ্য তুলে ধরতে উদ্যোগী হয়েছেন তাঁরা । মূলত, মাত্র কয়েক বছরে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর সরকারের ভূমিকার কথা তুলে ধরার কথা বলা হচ্ছে ।

সূত্রের খবর, সম্প্রতি এআইসিসি দেশের প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটিকে চিঠি দিয়ে এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ, সভা, সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে । রাজ্য, জেলা, ব্লক থেকে বুথস্তরের মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশে বলা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি (LIC) ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) অফিসের সামনে আজ সোমবার জেলাস্তরে প্রতিবাদ সভা-সমাবেশ করতে হবে । একই ভাবে তা ধাপে ধাপে বুথস্তরে পৌঁছনোর বার্তা দেওয়া হয়েছে ।

Congress Protest on Adani Issue
আদানি কাণ্ডে কংগ্রেসের প্রতিবাদ

প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পাঠানোর দিল্লির চিঠিতে কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের মূল্য ঘনিষ্ঠ বন্ধুদের ও নির্বাচিত বিলিয়নিয়ারদের উপকার করার জন্য মোদি সরকারের (Modi Government) নীতিগুলি নিয়ে সমগ্র জাতি, বিশেষ করে মধ্যবিত্তরা চিন্তিত ৷ আদানি গোষ্ঠীতে (Adani Group) এলআইসি এবং এসবিআই-এর মতো সরকারি প্রতিষ্ঠানের অত্যন্ত ঝুঁকিপূর্ণ লেনদেন ও বিনিয়োগ ভারতের বিনিয়োগকারীদের উপর বিরূপ প্রভাব ফেলেছে ৷ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এলআইসির 39 কোটি পলিসি হোল্ডার এবং এসবিআই-এর 45 কোটি অ্যাকাউন্ট হোল্ডার ।

AICC Letter on Adani Issue
প্রদেশ কংগ্রেস কমিটিকে লেখা এআইসিসির চিঠি

দু’পাতার চিঠিতে আরও লেখা হয়েছে, এলআইসি ও এসবিআই-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জাতির গর্ব এবং কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত । বন্ধুকে সাহায্য করার অভিপ্রায়ে মোদি সরকার জোর করে এলআইসি, এসবিআই ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করতে বাধ্য করেছে । এলআইসি আদানি গোষ্ঠীতে বিশাল বিনিয়োগ করেছে ও গত কয়েক দিনে 39 কোটি পলিসি হোল্ডার ও এলআইসির বিনিয়োগকারী 33 হাজার 60 কোটি হারিয়েছে । চিঠিতে আরও লেখা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ও অন্যান্য ভারতীয় ব্যাংকগুলি আদানিদের বিপুল পরিমাণ ঋণ দিয়েছে । আদানি গোষ্ঠীর কাছে ভারতীয় ব্যাংকগুলির প্রায় 80 হাজার কোটি টাকা পাওনা রয়েছে ।

AICC Letter on Adani Issue
প্রদেশ কংগ্রেস কমিটিকে লেখা এআইসিসির চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘‘কংগ্রেস পার্টি কখনোই কোনও বিশেষ ভারতীয় কর্পোরেট হাউসের বিরুদ্ধে ছিল না, আমরা ক্রনি পুঁজিবাদের বিরুদ্ধে । আমরা নির্বাচিত বিলিয়নেয়ারদের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করার ধারণার বিরুদ্ধে । আমরা সবসময় গরিব ও সাধারণ মানুষের পাশে থাকব ।’’ কংগ্রেস আরও জানিয়েছে, তারা সংসদে লড়ছে এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা বিনিয়োগের ইস্যুতে একটি আলোচনা শুরু করার জন্য ৷ কারণ, ওই সংস্থাগুলি বাজার মূল্য হারাচ্ছে, কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত সঞ্চয়কে বিপন্ন করছে ৷

আরও পড়ুন: হাম আদানি কে হ্যায় কউন ! এই প্রশ্নের থেকে পালাতে পারবেন না মোদি ও তাঁর সরকার: কংগ্রেস

কলকাতা, 6 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report) সামনে আসার পর আদানির শেয়ার পতন কাণ্ডের তথ্য দেশের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে চায় কংগ্রেস (Congress) । এই নিয়ে ইতিমধ্যে রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ কংগ্রেসের জাতীয়স্তরের নেতারা বিজেপিকে তোপ দাগছেন ৷ একই ভাবে গ্রামীণ ভারতের কাছেও সেই তথ্য তুলে ধরতে উদ্যোগী হয়েছেন তাঁরা । মূলত, মাত্র কয়েক বছরে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর সরকারের ভূমিকার কথা তুলে ধরার কথা বলা হচ্ছে ।

সূত্রের খবর, সম্প্রতি এআইসিসি দেশের প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটিকে চিঠি দিয়ে এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ, সভা, সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে । রাজ্য, জেলা, ব্লক থেকে বুথস্তরের মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশে বলা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি (LIC) ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) অফিসের সামনে আজ সোমবার জেলাস্তরে প্রতিবাদ সভা-সমাবেশ করতে হবে । একই ভাবে তা ধাপে ধাপে বুথস্তরে পৌঁছনোর বার্তা দেওয়া হয়েছে ।

Congress Protest on Adani Issue
আদানি কাণ্ডে কংগ্রেসের প্রতিবাদ

প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পাঠানোর দিল্লির চিঠিতে কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের মূল্য ঘনিষ্ঠ বন্ধুদের ও নির্বাচিত বিলিয়নিয়ারদের উপকার করার জন্য মোদি সরকারের (Modi Government) নীতিগুলি নিয়ে সমগ্র জাতি, বিশেষ করে মধ্যবিত্তরা চিন্তিত ৷ আদানি গোষ্ঠীতে (Adani Group) এলআইসি এবং এসবিআই-এর মতো সরকারি প্রতিষ্ঠানের অত্যন্ত ঝুঁকিপূর্ণ লেনদেন ও বিনিয়োগ ভারতের বিনিয়োগকারীদের উপর বিরূপ প্রভাব ফেলেছে ৷ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এলআইসির 39 কোটি পলিসি হোল্ডার এবং এসবিআই-এর 45 কোটি অ্যাকাউন্ট হোল্ডার ।

AICC Letter on Adani Issue
প্রদেশ কংগ্রেস কমিটিকে লেখা এআইসিসির চিঠি

দু’পাতার চিঠিতে আরও লেখা হয়েছে, এলআইসি ও এসবিআই-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জাতির গর্ব এবং কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত । বন্ধুকে সাহায্য করার অভিপ্রায়ে মোদি সরকার জোর করে এলআইসি, এসবিআই ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করতে বাধ্য করেছে । এলআইসি আদানি গোষ্ঠীতে বিশাল বিনিয়োগ করেছে ও গত কয়েক দিনে 39 কোটি পলিসি হোল্ডার ও এলআইসির বিনিয়োগকারী 33 হাজার 60 কোটি হারিয়েছে । চিঠিতে আরও লেখা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ও অন্যান্য ভারতীয় ব্যাংকগুলি আদানিদের বিপুল পরিমাণ ঋণ দিয়েছে । আদানি গোষ্ঠীর কাছে ভারতীয় ব্যাংকগুলির প্রায় 80 হাজার কোটি টাকা পাওনা রয়েছে ।

AICC Letter on Adani Issue
প্রদেশ কংগ্রেস কমিটিকে লেখা এআইসিসির চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘‘কংগ্রেস পার্টি কখনোই কোনও বিশেষ ভারতীয় কর্পোরেট হাউসের বিরুদ্ধে ছিল না, আমরা ক্রনি পুঁজিবাদের বিরুদ্ধে । আমরা নির্বাচিত বিলিয়নেয়ারদের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করার ধারণার বিরুদ্ধে । আমরা সবসময় গরিব ও সাধারণ মানুষের পাশে থাকব ।’’ কংগ্রেস আরও জানিয়েছে, তারা সংসদে লড়ছে এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা বিনিয়োগের ইস্যুতে একটি আলোচনা শুরু করার জন্য ৷ কারণ, ওই সংস্থাগুলি বাজার মূল্য হারাচ্ছে, কোটি কোটি ভারতীয়দের কষ্টার্জিত সঞ্চয়কে বিপন্ন করছে ৷

আরও পড়ুন: হাম আদানি কে হ্যায় কউন ! এই প্রশ্নের থেকে পালাতে পারবেন না মোদি ও তাঁর সরকার: কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.