কলকাতা, 16 অক্টোবর: উৎসবের শহরে একে একে পা রাখছেন বলিউড তারকা বিদ্যা বালন থেকে শুরু করে ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো ৷ তালিকায় রয়েছেন মার্কিন কনসাল জেনারেল মিসেস মেলিন্ডা পাভেকও। সোমবার অর্থাৎ, দ্বিতীয়ায় আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এসে পুজোর উদ্বোধন করে গেলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির চেয়ারম্যান প্রবীর মিত্র, এই সমিতির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চন্দ্র, কোষাধ্যক্ষ সুরজিৎ দে এবং সাধারণ সম্পাদক শমিক কুমার সাহা-সহ অন্যান্যরা। এদিন এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল আগত সকল দর্শনার্থী। কনসাল জেনারেল এদিন দেবীর পা আলতায় রাঙিয়ে দিলেন।
দেবীর হাতে 'ত্রিশূল' স্থাপন করেন তিনিই। এখানেই শেষ নয়, তিনি অংশগ্রহণ করেন ধুনুচি নাচেও।...আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক শ্রী শমীক কুমার সাহা বলেন, "আমাদের প্যান্ডেলে মার্কিন কনসাল জেনারেল, মিসেস মেলিন্ডা পাভেককে পাওয়া নিঃসন্দেহে আনন্দের। আমাদের এই বছরের থিম হল 'অবিনাশ্বর'। এটি অত্যন্ত যত্ন সহকারে ডিজাইন করেছেন নবকুমার পাল এবং থিম নির্মাতা দেবজ্যোতি জানা।"
আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের পুজোর থিম হল 'অবিনাশ্বর'। অর্থাৎ যার বিনাশ হয় না। মণ্ডপটি গুজরাতের সোমনাথ মন্দির থেকে অনুপ্রাণিত। মণ্ডপটি শিবের 108টি নাম এবং শিবের স্তোত্র দ্বারা সজ্জিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ প্রথম। সোমনাথ হলেন শিব, যাঁকে আমরা স্বয়ম্ভু বা আজা অর্থাৎ অজাত, চিরন্তন, অমর বা অবিনশ্বর হিসাবে জানি। আবার এই 'অক্ষয়' শব্দটি সোমনাথ মন্দিরের ক্ষেত্রেও প্রযোজ্য। বিভিন্ন প্রাচীন সংস্কৃত সাহিত্য ও ধর্মগ্রন্থে এটিকে সোমনাথ ক্ষেত্র, প্রভাস ক্ষেত্র বা প্রভাস তীর্থ হিসাবে উল্লেখ করা হয়েছে।
এই শিলালিপির উপর ভিত্তি করে অনুমান করা হয় যে এই প্রভাস তীর্থ বা সোমনাথের বয়স প্রায় দু'হাজার বছর। এই স্থানটি প্রাচীনকাল থেকেই পবিত্র ক্ষেত্রগুলির মধ্যে বিবেচিত হয়ে আসছে। ইতিহাস অনুসারে এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে। যতবারই এই মন্দির ধ্বংস হয়েছে, বারবার নতুন রূপে উঠে দাঁড়িয়েছে। এই মন্দিরটি স্বাধীন ভারতে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছিল। সমস্ত ধ্বংসাবশেষ অপসারণ করা হয়, এবং মন্দির একটি নতুন চেহারা দেওয়া হয়। মন্দিরটি এখনও ভালোভাবে সংরক্ষিত আছে। এই ইতিহাস অগণিত প্রাণের প্রেরণা হিসেবে অমর হয়ে আছে।
আরও পড়ুন: দশভূজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, 'রামমন্দিরের' উদ্বোধনে অমিত-বার্তা