ETV Bharat / state

বন্ধ গেট, মই লাগিয়ে প্রেসিডেন্সির অন্দরে ঢুকছেন আন্দোলনকারী পড়ুয়ারা - প্রেসিডেন্সিতে আন্দোলনরত পড়ুয়া

বিশ্ববিদ্যালয়ের সব শৌচালয়ে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বিদ‍্যুৎ পরিষেবা । কিন্তু টলানো যায়নি আন্দোলনকারী পড়ুয়াদের । মই বেয়েই ক্যাম্পাসের ভিতরে ঢুকছেন পড়ুয়ারা ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Feb 21, 2021, 6:18 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : গেটে ঝুলছে তালা । ভিতরে চলছে ছাত্র-ছাত্রীদের অবস্থান-বিক্ষোভ ‌। কিন্তু, ঢুকলেন কী করে ? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেই মিলবে উত্তর । প্রধান গেটে লাগানো হয়েছে মই । আর সেই মই বেয়েই বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রবেশ করছেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ক‍্যাম্পাসের ভিতরে ঢুকতে না দেওয়ায় গতকাল এই বিকল্প পথ বেছে নিয়েছেন তাঁরা । গতকাল মই বেয়ে ভিতরে ঢুকে টিউশন ফি ও পরীক্ষার ফি মকুবের দাবিতে অবস্থান শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ । আজও চলছে তাঁদের সেই অবস্থান ও মইয়ের সাহায্যে বিশ্ববিদ্যালয়ে ঢোকা-বেরোনো ।

আন্দোলন থেকে তোলা দাবি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কমন রুম সেক্রেটারি শ্রুতিরায় মুহুরি বলেন, "প্রায় 11 মাস ধরে ক‍্যাম্পাস বন্ধ । এই পুরো সেমেস্টারটাই অনলাইনে হয়েছে । পড়ুয়ারা বাড়িতে থেকেই ক্লাস করেছে, পরীক্ষাও দেবে নিজেদের ইন্টারনেট খরচ করে, ইলেকট্রিসিটি খরচ করে । ক্লাসরুমে এসে কোনও ক্লাস হয়নি । তা সত্বেও আমরা দেখছি, টিউশন ফি, পরীক্ষার ফি নেওয়া হচ্ছে এই সেমেস্টারে । এই সেমেস্টারের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের কোনও খরচ হয়নি । পড়ুয়ারা ক‍্যাম্পাসে আসেনি । বাড়িতে নিজস্ব খরচেই তাঁকে পরীক্ষা দিতে হয়েছে । তাহলে কেন আবার তাঁদের থেকে আলাদা করে পরীক্ষা ফি এবং টিউশন ফি কেন নেওয়া হচ্ছে ? আমরা চাই টিউশন ফি ও পরীক্ষা ফি মকুব করা হোক ।"

বিশ্ববিদ্যালয়ের তালা বন্ধ, তাও আন্দোলনে ছেদ পড়েনি পড়ুয়াদের

করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও টিউশন ফি বাবদ 1 হাজার 100 টাকা থেকে 1 হাজার 335 টাকা দিতে বলা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই প্রতিবাদে শুরু করেন ছাত্র-ছাত্রীরা । প্রেসিডেন্সির এসএফআই পরিচালিত ছাত্র সংসদ ও ছাত্র সংগঠন আইসি উভয়ই প্রতিবাদ জানায় । তাঁদের দাবি, মকুব করতে হবে ফি । গতকাল এই দাবিতে ছাত্র সংসদ ডিন অফ স্টুডেন্টসদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের ভিতরে ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তারক্ষীরা । বন্ধ করে দেওয়া হয় গেট । শেষ পর্যন্ত গেট বেয়ে এবং মই বেয়ে ভিতরে ঢুকে অবস্থান শুরু করেন ছাত্র সংসদের সদস্যরা ।

আরও পড়ুন : 11 দফা দাবিতে বিক্ষোভ প্রেসিডেন্সির ছাত্র সংসদের

এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার তরফে দেবনীল পাল বলেন, "আমাদের ক‍্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না । ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ক‍্যাম্পাসে ঢুকতে চাইলে আমাদের আটকানো হয় । আমরা বিকল্প পথ খুঁজে নিয়েছি । আমরা গেট টপকেই ভিতরে ঢুকছি-বেরাচ্ছি গতকাল থেকে । আমাদের কোনও অসুবিধা হচ্ছে না । এভাবে আন্দোলন আটকাতে পারবে না কর্তৃপক্ষ ।"

শুধু গেট বন্ধ নয় । অভিযোগ, আজ আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয়ের সব শৌচালয় তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বিদ‍্যুৎ পরিষেবা । তবে, কোনও অবস্থাতেই আন্দোলন দমানো যাবে না বলেই জানাচ্ছেন ছাত্র সংসদের সদস্যরা ।

কলকাতা, 21 ফেব্রুয়ারি : গেটে ঝুলছে তালা । ভিতরে চলছে ছাত্র-ছাত্রীদের অবস্থান-বিক্ষোভ ‌। কিন্তু, ঢুকলেন কী করে ? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেই মিলবে উত্তর । প্রধান গেটে লাগানো হয়েছে মই । আর সেই মই বেয়েই বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রবেশ করছেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ক‍্যাম্পাসের ভিতরে ঢুকতে না দেওয়ায় গতকাল এই বিকল্প পথ বেছে নিয়েছেন তাঁরা । গতকাল মই বেয়ে ভিতরে ঢুকে টিউশন ফি ও পরীক্ষার ফি মকুবের দাবিতে অবস্থান শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ । আজও চলছে তাঁদের সেই অবস্থান ও মইয়ের সাহায্যে বিশ্ববিদ্যালয়ে ঢোকা-বেরোনো ।

আন্দোলন থেকে তোলা দাবি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কমন রুম সেক্রেটারি শ্রুতিরায় মুহুরি বলেন, "প্রায় 11 মাস ধরে ক‍্যাম্পাস বন্ধ । এই পুরো সেমেস্টারটাই অনলাইনে হয়েছে । পড়ুয়ারা বাড়িতে থেকেই ক্লাস করেছে, পরীক্ষাও দেবে নিজেদের ইন্টারনেট খরচ করে, ইলেকট্রিসিটি খরচ করে । ক্লাসরুমে এসে কোনও ক্লাস হয়নি । তা সত্বেও আমরা দেখছি, টিউশন ফি, পরীক্ষার ফি নেওয়া হচ্ছে এই সেমেস্টারে । এই সেমেস্টারের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের কোনও খরচ হয়নি । পড়ুয়ারা ক‍্যাম্পাসে আসেনি । বাড়িতে নিজস্ব খরচেই তাঁকে পরীক্ষা দিতে হয়েছে । তাহলে কেন আবার তাঁদের থেকে আলাদা করে পরীক্ষা ফি এবং টিউশন ফি কেন নেওয়া হচ্ছে ? আমরা চাই টিউশন ফি ও পরীক্ষা ফি মকুব করা হোক ।"

বিশ্ববিদ্যালয়ের তালা বন্ধ, তাও আন্দোলনে ছেদ পড়েনি পড়ুয়াদের

করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও টিউশন ফি বাবদ 1 হাজার 100 টাকা থেকে 1 হাজার 335 টাকা দিতে বলা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই প্রতিবাদে শুরু করেন ছাত্র-ছাত্রীরা । প্রেসিডেন্সির এসএফআই পরিচালিত ছাত্র সংসদ ও ছাত্র সংগঠন আইসি উভয়ই প্রতিবাদ জানায় । তাঁদের দাবি, মকুব করতে হবে ফি । গতকাল এই দাবিতে ছাত্র সংসদ ডিন অফ স্টুডেন্টসদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের ভিতরে ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তারক্ষীরা । বন্ধ করে দেওয়া হয় গেট । শেষ পর্যন্ত গেট বেয়ে এবং মই বেয়ে ভিতরে ঢুকে অবস্থান শুরু করেন ছাত্র সংসদের সদস্যরা ।

আরও পড়ুন : 11 দফা দাবিতে বিক্ষোভ প্রেসিডেন্সির ছাত্র সংসদের

এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার তরফে দেবনীল পাল বলেন, "আমাদের ক‍্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না । ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ক‍্যাম্পাসে ঢুকতে চাইলে আমাদের আটকানো হয় । আমরা বিকল্প পথ খুঁজে নিয়েছি । আমরা গেট টপকেই ভিতরে ঢুকছি-বেরাচ্ছি গতকাল থেকে । আমাদের কোনও অসুবিধা হচ্ছে না । এভাবে আন্দোলন আটকাতে পারবে না কর্তৃপক্ষ ।"

শুধু গেট বন্ধ নয় । অভিযোগ, আজ আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয়ের সব শৌচালয় তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বিদ‍্যুৎ পরিষেবা । তবে, কোনও অবস্থাতেই আন্দোলন দমানো যাবে না বলেই জানাচ্ছেন ছাত্র সংসদের সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.