ETV Bharat / state

অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের প্রতিবাদ প্রেসিডেন্সির স্কলারদের - Presidency College

কয়েকদিন আগে অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের প্রতিবাদ জানিয়ে শহিদ মিনারের নিচে জমায়েত হয়েছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ আজ প্রতিবাদ কর্মসূচি পালন করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের রিসার্চ স্কলার অঙ্কিত চট্টোপাধ্যায় বলেন, "গেস্ট লেকচারারদের পার্মানেন্ট করে নোটিশ জারি করল । কিন্তু, UGC-র একটা প্রপার গাইডলাইন আছে অধ্যাপক নিয়োগের জন্য । তাহলে যাঁদের রিক্রুট করা হল তাঁদের ডেজ়িগনেশনটা কী?"

প্রতিবাদে সরব স্কলাররা
author img

By

Published : Aug 26, 2019, 11:06 PM IST

কলকাতা, 26 অগাস্ট : কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের স্থায়ীকরণের কথা ঘোষণা করেছেন ৷ তাঁর এই ঘোষণার পরই প্রতিবাদে সরব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রিসার্চ স্কলাররা ৷ আজ প্রতিবাদে সরব হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ আজ প্রেসিডেন্সির গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে কিছুক্ষণ জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ৷

কয়েকদিন আগে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে শহিদ মিনারের নিচে জমায়েত হয়েছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ আজ প্রতিবাদ কর্মসূচি পালন করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের রিসার্চ স্কলার অঙ্কিত চট্টোপাধ্যায় বলেন, "গেস্ট লেকচারারদের পার্মানেন্ট করে নোটিশ জারি করা হল । কিন্তু, UGC-র একটা প্রপার গাইডলাইন আছে অধ্যাপক নিয়োগের জন্য । তাহলে যাঁদের রিক্রুট করা হল তাঁদের ডেজ়িগনেশনটা কী? যদি পার্মানেন্ট ডেজ়িগনেশন হয় তাহলে সেটা UGC-র গাইডলাইনে কোথায় আছে? সরকার রাতারাতি একটা নিয়ম চালু করতে পারে না । অতিথি অধ্যাপকদের নিয়োগ করে পার্মানেন্ট করে দেওয়ার বিরুদ্ধে আমরা বলছি না । কিন্তু, যাঁরা নতুন পাশ আউট হয়ে বেরোয় প্রথমে তাঁরা বিভিন্ন জায়গায় গেস্ট লেকচারার হয় । অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের স্থায়ীকরণ হলে তাঁদের ক্ষেত্রে সেই সুযোগটাও বন্ধ হয়ে যাবে । কারণ, নতুন করে নিয়োগ আমার হবে বলে মনে হয় না । এছাড়াও অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের পার্মানেন্ট করে দেওয়ার কথা ঘোষণা করা হল ৷ অথচ CSC-তে যখন রিক্রুটমেন্ট হয় তখন শূন্যপদের সংখ্যা জানানো হয় না । তাহলে এতগুলো শূন্যপদ কোথা থেকে আসছে? কলেজগুলিতে পার্মানেন্ট টিচারের প্রয়োজন আছে । সেই সিটগুলো আর ওপেন হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য । যেটা নর্মাল UGC-র গাইডলাইন মেনে করা হয় ।"

অঙ্কিত চট্টোপাধ্যায় আরও বলেন, "NET কোয়ালিফাই করার পর Ph.D করে CSC দিয়ে কলেজে পড়ানোর ইচ্ছা থাকে অনেকের । তাঁদের ভবিষ্যৎটা কী হবে? এত গেস্ট লেকচারার নিয়োগ করা হল তার একটা নূন্যতম গাইডলাইন থাকা দরকার । যদি কারও Ph.D কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাঁকে কেন গেস্ট লেকচারার থেকে পার্মানেন্ট করে ৩০ হাজার স্যালারিতে রাখা হবে? তাঁর তো বাই ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি পাওয়ার কথা । এটা তো তাঁকে ও তাঁর ডেজ়িগনেশনকে ছোটো করা হচ্ছে । আমরা চাই নিয়োগ সরাসরি হোক । ওপেন রিক্রুটমেন্ট উইথ প্রপার ইন্টারভিউ । প্রপার গাইডলাইন মেনে হোক । রাতারাতি নিয়ম বদল করে নিয়োগ করার কোনও প্রয়োজন ছিল না । এই বিষয়গুলির বিরুদ্ধেই বিভিন্ন কলেজের স্কলাররা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে । আমরাও করেছি । ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা করা হবে ৷ ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রিসার্চ স্কলারদের রাজ্যের বাইরে কাজ খুঁজতে যেতে বাধ্য করার জন্যই এই নিয়মগুলো তৈরি করা হচ্ছে ৷"

কলকাতা, 26 অগাস্ট : কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের স্থায়ীকরণের কথা ঘোষণা করেছেন ৷ তাঁর এই ঘোষণার পরই প্রতিবাদে সরব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রিসার্চ স্কলাররা ৷ আজ প্রতিবাদে সরব হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ আজ প্রেসিডেন্সির গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে কিছুক্ষণ জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ৷

কয়েকদিন আগে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে শহিদ মিনারের নিচে জমায়েত হয়েছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ আজ প্রতিবাদ কর্মসূচি পালন করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের রিসার্চ স্কলার অঙ্কিত চট্টোপাধ্যায় বলেন, "গেস্ট লেকচারারদের পার্মানেন্ট করে নোটিশ জারি করা হল । কিন্তু, UGC-র একটা প্রপার গাইডলাইন আছে অধ্যাপক নিয়োগের জন্য । তাহলে যাঁদের রিক্রুট করা হল তাঁদের ডেজ়িগনেশনটা কী? যদি পার্মানেন্ট ডেজ়িগনেশন হয় তাহলে সেটা UGC-র গাইডলাইনে কোথায় আছে? সরকার রাতারাতি একটা নিয়ম চালু করতে পারে না । অতিথি অধ্যাপকদের নিয়োগ করে পার্মানেন্ট করে দেওয়ার বিরুদ্ধে আমরা বলছি না । কিন্তু, যাঁরা নতুন পাশ আউট হয়ে বেরোয় প্রথমে তাঁরা বিভিন্ন জায়গায় গেস্ট লেকচারার হয় । অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের স্থায়ীকরণ হলে তাঁদের ক্ষেত্রে সেই সুযোগটাও বন্ধ হয়ে যাবে । কারণ, নতুন করে নিয়োগ আমার হবে বলে মনে হয় না । এছাড়াও অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের পার্মানেন্ট করে দেওয়ার কথা ঘোষণা করা হল ৷ অথচ CSC-তে যখন রিক্রুটমেন্ট হয় তখন শূন্যপদের সংখ্যা জানানো হয় না । তাহলে এতগুলো শূন্যপদ কোথা থেকে আসছে? কলেজগুলিতে পার্মানেন্ট টিচারের প্রয়োজন আছে । সেই সিটগুলো আর ওপেন হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য । যেটা নর্মাল UGC-র গাইডলাইন মেনে করা হয় ।"

অঙ্কিত চট্টোপাধ্যায় আরও বলেন, "NET কোয়ালিফাই করার পর Ph.D করে CSC দিয়ে কলেজে পড়ানোর ইচ্ছা থাকে অনেকের । তাঁদের ভবিষ্যৎটা কী হবে? এত গেস্ট লেকচারার নিয়োগ করা হল তার একটা নূন্যতম গাইডলাইন থাকা দরকার । যদি কারও Ph.D কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাঁকে কেন গেস্ট লেকচারার থেকে পার্মানেন্ট করে ৩০ হাজার স্যালারিতে রাখা হবে? তাঁর তো বাই ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি পাওয়ার কথা । এটা তো তাঁকে ও তাঁর ডেজ়িগনেশনকে ছোটো করা হচ্ছে । আমরা চাই নিয়োগ সরাসরি হোক । ওপেন রিক্রুটমেন্ট উইথ প্রপার ইন্টারভিউ । প্রপার গাইডলাইন মেনে হোক । রাতারাতি নিয়ম বদল করে নিয়োগ করার কোনও প্রয়োজন ছিল না । এই বিষয়গুলির বিরুদ্ধেই বিভিন্ন কলেজের স্কলাররা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে । আমরাও করেছি । ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা করা হবে ৷ ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রিসার্চ স্কলারদের রাজ্যের বাইরে কাজ খুঁজতে যেতে বাধ্য করার জন্যই এই নিয়মগুলো তৈরি করা হচ্ছে ৷"

Intro:কলকাতা, ২৬ অগাস্ট: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি, আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের স্থায়ীকরণের ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার পরেই প্রতিবাদে সরব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রিসার্চ স্কলাররা। কয়েকদিন আগেই প্রতিবাদ জানিয়ে শহীদ মিনারের নীচে জমায়েত করেছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা। এবার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা। এদিন প্রথমে প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্সির মধ্যে মিছিল করে তারপরে গেটের বাইরে এসে কিছুক্ষণ জমায়েত করেন তাঁরা।

Body:প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের রিসার্চ স্কলার অঙ্কিত চট্টোপাধ্যায় বলেন, "গেস্ট লেকচারারদের পার্মানেন্ট করে নোটিশ জারি করল। কিন্তু, UGC-র তো একটা প্রপার গাইডলাইন আছে অধ্যাপক নিয়োগের জন্য। তাহলে এই যে লোকগুলোকে রিক্রুট করা হল তাঁদের ডেজিগনেশনটা কী? যদি পার্মানেন্ট ডেজিগনেশন হয় তাহলে সেটা UGC-র গাইডলাইনে কোথায় আছে? সরকার তো রাতারাতি দুম করে একটা নিয়ম চালু করতে পারে না। দ্বিতীয়ত, এই যে অতিথি অধ্যাপকদের নিয়োগ করে পার্মানেন্ট করে দেওয়া হল এর বিরুদ্ধে আমরা কথা বলছি না। কিন্তু, কাল যাঁরা নতুন ছেলেপুলে বেরোবে, প্রাথমিক টাইমটা তাঁরা বিভিন্ন জায়গায় গেস্ট লেকচারার হয়েই কাটায়। সেটাও বন্ধ হয়ে যাবে। কারণ, নিয়োগ আমার মনে হয় করবে না। তৃতীয়ত, এই যে পার্মানেন্ট করে দিচ্ছে অথচ CSC-তে যখন রিক্রুটমেন্ট হয় তখন শূন্যপদের সংখ্যা জানানো হয় না। এটা খুব কন্ট্রাডিক্টারি বিষয়। তাহলে এতগুলো শূন্যপদ তাঁরা কোথায় পাচ্ছে? তারমানে দরকার আছে ইনটেক করার। কলেজগুলিতে পার্মানেন্ট টিচারের প্রয়োজন আছে। সেই সিটগুলো তাহলে ক্রাঞ্চ করে যাচ্ছে। সেই সিটগুলো আর ওপেন হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। যেটা নর্মাল UGC-র গাইডলাইন মেইনটেইন করে হয়।"

অঙ্কিত চট্টোপাধ্যায় আরও বলেন, "একটা ছেলে NET কোয়ালিফাই করবে, P.hD করবে, তারপরে তাঁরও তো একটা ইচ্ছা থাকে আমি CSC দিয়ে কলেজে পড়াবো। তাঁর ভবিষ্যৎটা কী? আর এই যে এতো গেস্ট লেকচারার নিয়োগ করা হল তার তো একটা মিনিমাম গাইডলাইন থাকবে। NET কোয়ালিফায়েড, SET কোয়ালিফায়েড বা GATE কোয়ালিফায়েড অথবা তাঁর P.hD কমপ্লিট হয়ে গেছে। আর যদি তাঁর P.hD কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাঁকে কেন গেস্ট লেকচারার থেকে পার্মানেন্ট করে ৩০ হাজার স্যালারিতে রাখা হবে? তাঁর তো বাই ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি পাওয়ার কথা। এটা তো তাঁকে ও তাঁর ডেজিগনেশনকে ছোট করা হচ্ছে। নিয়োগটা ডাইরেক্ট হোক না। ওপেন রিক্রুটমেন্ট উইথ প্রপার ইন্টারভিউ। প্রপার গাইডলাইন মেনে হোক। এরকম করে রাতারাতি নিয়ম বদল করে নিয়োগ করার তো কোনো প্রয়োজন ছিল না। এটার বিরুদ্ধেই আজ বিভিন্ন কলেজের স্কলাররা ১২টা থেকে একটা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এটা আমরাও করেছি। ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা করা হবে।" এর ফলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রিসার্চ স্কলারদের রাজ্যের বাইরে কাজ খুঁজতে যেতে বাধ্য করা হবে বলে মনে করছেন তাঁরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.