কলকাতা, 12 ডিসেম্বর : দাবি পূরণের লক্ষ্যে SSKM হাসপাতালের অবস্থানের স্থান থেকে এ বার মিছিলের ডাক দিলেন সরকারি নার্সরা । আজ দুপুর আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা । তাঁদের দাবিগুলির বিষয়ে সরকারের তরফে কোনও 'উত্তর' আসছে না । এর প্রতিবাদে এই মিছিল বলে জানিয়েছেন সরকারি এই নার্সরা ।
সোমবার বেলা 12টা থেকে শুরু হয়েছে সরকারি নার্সদের এই অবস্থান । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে চলছে অবস্থানের এই কর্মসূচি । সেপ্টেম্বরেও এই স্থানে অবস্থানে সামিল হয়েছিলেন নার্সরা । শেষ পর্যন্ত, প্রায় দেড় দিন পরে স্বাস্থ্য-প্রশাসনের 'প্রতিশ্রুতি'র উপর ভিত্তি করে এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন তাঁরা । একই দাবি নিয়ে ফের সোমবার থেকে অবস্থান শুরু করেছেন সরকারি নার্সরা । বুধবার সন্ধ্যার পরে নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "রোগী পরিষেবা বজায় রেখে আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি । অথচ, আমাদের দাবির বিষয়ে সরকার নীরব রয়েছে । এই বিষয়ে কোনও কথা বলছে না । আমরা মনে করি, তাঁদের কাছে উত্তর নেই বলেই তাঁরা উত্তর দিচ্ছেন না । এর প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান মঞ্চ থেকে আমাদের মিছিল বের হবে ।"
মঙ্গলবার রাতে ভাস্বতী বলেছিলেন, "আমাদের দাবিগুলির বিষয়ে আলোচনার জন্য আমাদের ডেকে কথা বলা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।" যদিও, সরকারি এই নার্সদের দাবিগুলির বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে ওইদিন জানতে চাওয়া হলে তিনি বলেন, "নার্সদের দাবিগুলির বিষয়টি আমরা দেখছি । কিছু কিছু দাবি আমরা মানছি । তবে দাবিগুলি রাতারাতি পূরণ করা যায় না । এর জন্য সময় লাগে ।" বেতন বৈষম্যর বিষয়টি এবার নার্সদের প্রধান দাবি । এই বিষয়ে অজয়কুমার চক্রবর্তী বলেন, "এই বিষয়ে অর্থ দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি । পে কমিশনেও গেছি । এই বিষয়টি সরকার বিবেচনা করছে ।"
সেপ্টেম্বরে অবস্থানের দ্বিতীয় দিনে স্বাস্থ্যভবনে তাঁদের ডেকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসানো হয়েছিল । এ কথা জানিয়ে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "তখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । তবে, সেই প্রতিশ্রুতি মতো একচুল কাজও হয়নি, ফাইল এতটুকুও সরেনি বা তৈরি হয়নি । আমরা রোগী পরিষেবা বজায় রেখে এই অবস্থানে বসেছি । আর কোনও প্রতিশ্রুতি নয় । বামফ্রন্টের আমল থেকে আমরা এই দাবি করে আসছি । আপাতত এই অসম্মানের বেতন বৈষম্য আমরা আর মানছি না ।" দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন যেমন চলছে, তেমন চলবে বলেও জানিয়েছে নার্সেস ইউনিটি ।