কলকাতা , 11 মার্চ : নাগরিকত্ব সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে । সেই সঙ্গে NPR এবং NRC-ও বাতিল করতে হবে বলে দাবি জানাচ্ছেন রাজাবাজার শিয়ালদা এবং মানিকতলা চত্বরের সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা । চলছে অবস্থান বিক্ষোভ ৷
রাজাবাজার চন্ডিপুর সংলগ্ন এলাকায় রাস্তার ওপর দীর্ঘ 41 দিন ধরে তাঁরা অবস্থান-বিক্ষোভ করছেন । প্রায় খোলা আকাশের নিচেই ঘরবাড়ি ছেড়ে বিক্ষোভ অবস্থান করছেন বলে জানিয়েছেন এক আন্দোলনকারী । আগামী মাসের গোড়া থেকেই NPR -র জন্য সরকারি কর্মচারীরা তথ্য যাচাইয়ের কাজ করতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে যাবেন । তারা গিয়ে যাতে ক্ষোভের মুখে না পড়েন সেই পরামর্শ দিচ্ছেন আন্দোলনকারীরা । কোনও কাগজ না দেখিয়ে, কোনও তথ্য সরবরাহ না করে জল এবং মিষ্টি খাইয়ে সরকারি কর্মচারীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথাই বলেছেন তারা । অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে NPR এবং CAA স্থগিত রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারী মহিলারা ।
একদিকে পার্ক সার্কাস ময়দানে লাগাতার বিক্ষোভ চলছে । অন্যদিকে, রাজাবাজারের রাস্তার ওপরে 41 দিন ধরে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ স্পষ্ট করেছে একটা কথা । পরবর্তী সময়ে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করার বিষয়ে সমগ্র রাজ্যের সঙ্গে গোটা দেশ আন্দোলনে সোচ্চার হবে ।