ETV Bharat / state

Kuntal Loses Temper: আমার গোয়ার হোটেল ও ত্রিপুরার চা বাগানের ঠিকানা দিন তো ! আক্রমণাত্মক মেজাজে কুন্তল - কুন্তল ঘোষ

আমার ত্রিপুরার চা বাগান ও গোয়ার হোটেলের ঠিকানা দিন ৷ ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় আদালতের বাইরে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল কুন্তল ঘোষকে (Kuntal Loses Temper)৷

Kuntal Ghosh ETV bharat
কুন্তল ঘোষ
author img

By

Published : Mar 17, 2023, 2:32 PM IST

Updated : Mar 17, 2023, 6:07 PM IST

কোর্টে প্রবেশের মুখে আক্রমণাত্মক মেজাজে কুন্তল ঘোষ

কলকাতা, 17 মার্চ: আদালতে প্রবেশের আগে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam case) ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh in Court)৷ সংবাদমাধ্যমের কর্মীদের চ্যালেঞ্জ জানিয়ে এ দিন তিনি বললেন, তাঁর গোয়ার হোটেল ও ত্রিপুরায় চা বাগানের যে খবর প্রকাশিত হয়েছে, সেই সব জায়গার ঠিকানা যেন তাঁকে দেওয়া হয় ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Loses Temper) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় । আদালতে প্রবেশের মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ বলেন, "আপনারা যে কথাগুলো বলেন, সেগুলো একবার যাচাই করে বলুন । আমি আপনাদের অনুরোধ করব, আমার গোয়ার হোটেল, ত্রিপুরার চা বাগান এইসবের ঠিকানা দিন । তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে, সেটা দলের সিদ্ধান্ত ৷ মাথা পেতে নিলাম ।"

তবে কুন্তল ঘোষকেই নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড বলে দিনকয়েক আগে দাবি করেছেন এই মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই দুর্নীতির অন্যতম মাথা হলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ৷ তিনি তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷

আরও পড়ুন: ইডিকে টাকা ফেরত দিলেন বনি-সোমা, কুন্তলের 10 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইডি সূত্রে খবর, অভিনেতা বনি সেনগুপ্ত ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধৃত কুন্তল ঘোষের অ্যাকাইন্টে 44 লক্ষ টাকা আজ ফেরত দিয়েছেন । এছাড়াও সোমা চক্রবর্তী কুন্তল ঘোষের অ্যাকাউন্টে 55 লক্ষ 63 হাজার টাকা ফেরত দিলেন । সেই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, এমনই খবর মিলেছে বিশেষ সূত্রে ৷ জানা গিয়েছে, কুন্তলের মোট 10টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি ৷ ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছিল বলে জানা যায় ৷ তার মধ্যে থেকে আপাতত এক কোটি টাকা উদ্ধার সম্ভব হয়েছে ৷

উল্লেখ্য, গতদিনের শুনানিতে কুন্তল ঘোষের বিরুদ্ধে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা টলিউড-সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগ তুলেছিল । পাশাপাশি সেই দুর্নীতির টাকা আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করার অভিযোগও এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

কোর্টে প্রবেশের মুখে আক্রমণাত্মক মেজাজে কুন্তল ঘোষ

কলকাতা, 17 মার্চ: আদালতে প্রবেশের আগে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam case) ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh in Court)৷ সংবাদমাধ্যমের কর্মীদের চ্যালেঞ্জ জানিয়ে এ দিন তিনি বললেন, তাঁর গোয়ার হোটেল ও ত্রিপুরায় চা বাগানের যে খবর প্রকাশিত হয়েছে, সেই সব জায়গার ঠিকানা যেন তাঁকে দেওয়া হয় ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Loses Temper) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় । আদালতে প্রবেশের মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ বলেন, "আপনারা যে কথাগুলো বলেন, সেগুলো একবার যাচাই করে বলুন । আমি আপনাদের অনুরোধ করব, আমার গোয়ার হোটেল, ত্রিপুরার চা বাগান এইসবের ঠিকানা দিন । তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে, সেটা দলের সিদ্ধান্ত ৷ মাথা পেতে নিলাম ।"

তবে কুন্তল ঘোষকেই নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড বলে দিনকয়েক আগে দাবি করেছেন এই মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই দুর্নীতির অন্যতম মাথা হলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ৷ তিনি তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷

আরও পড়ুন: ইডিকে টাকা ফেরত দিলেন বনি-সোমা, কুন্তলের 10 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইডি সূত্রে খবর, অভিনেতা বনি সেনগুপ্ত ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধৃত কুন্তল ঘোষের অ্যাকাইন্টে 44 লক্ষ টাকা আজ ফেরত দিয়েছেন । এছাড়াও সোমা চক্রবর্তী কুন্তল ঘোষের অ্যাকাউন্টে 55 লক্ষ 63 হাজার টাকা ফেরত দিলেন । সেই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, এমনই খবর মিলেছে বিশেষ সূত্রে ৷ জানা গিয়েছে, কুন্তলের মোট 10টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি ৷ ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছিল বলে জানা যায় ৷ তার মধ্যে থেকে আপাতত এক কোটি টাকা উদ্ধার সম্ভব হয়েছে ৷

উল্লেখ্য, গতদিনের শুনানিতে কুন্তল ঘোষের বিরুদ্ধে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা টলিউড-সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগ তুলেছিল । পাশাপাশি সেই দুর্নীতির টাকা আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করার অভিযোগও এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

Last Updated : Mar 17, 2023, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.